ETV Bharat / bharat

দাবি না মানলে পিছু হঠব না, কেন্দ্রকে হঁশিয়ারি রাকেশ টিকায়েতের - New Farm Laws

কেন্দ্রীয় সরকার নতুন তিনটি কৃষক আইন বলবৎ করেছে৷ তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে 41টি কৃষক সংগঠন৷ তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা পিছু হঠবেন না বলে জানিয়েছেন কৃষক-নেতা রাকেশ টিকায়েত৷

দাবি মানা না পর্যন্ত পিছু হঠব না, কৃষি আইন নিয়ে হঁশিয়ারি রাকেশ টিকাইটের
দাবি মানা না পর্যন্ত পিছু হঠব না, কৃষি আইন নিয়ে হঁশিয়ারি রাকেশ টিকাইটের
author img

By

Published : Feb 6, 2021, 5:49 PM IST

Updated : Feb 6, 2021, 7:24 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের তরফে বলবৎ করা তিনটি নতুন কৃষি আইন বাতিল করা না হলে আন্দোলন থেকে পিছু হঠবেন না কৃষকরা৷ আরও একবার জানিয়ে দেওয়া হল এই আইনের বিপক্ষে থাকা আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে৷ শনিবার এই কথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়ন বা বিকেইউ-এর নেতা রাকেশ টিকায়েত৷

আন্দোলনের শুরু থেকেই 41টি কৃষক সংগঠন নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে৷ কেন্দ্রের সঙ্গে একাধিকবার হওয়া বৈঠকেও তাদের তরফে এই দাবিতে অনড় অবস্থান বজায় রাখা হয়েছে৷ তারা যে দাবি থেকে এখনও সরছে না এদিন রাকেশ টিকায়েতের কথায় তা আরও একবার স্পষ্ট হল৷

এদিন আন্দোলনকারী কৃষকদের তরফে দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছিল৷ তিন ঘণ্টার ওই কর্মসূচি আপাত শান্তিতেই হয়েছে৷ ওই কর্মসূচি চলাকালীন দিল্লির গাজীপুর সীমানায় আন্দোলনকারী কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন রাকেশ৷ সেখানেই তিনি এই কথা জানান৷ তিনি বলেন, ‘‘এই আইন প্রত্যাহারের জন্য আমরা সরকারকে 2 অক্টোবর পর্যন্ত সময় দিলাম৷ তার পর আমরা আবার পরবর্তী পরিকল্পনা করব৷ আমরা সরকারের উপর চাপ তৈরি করে আলোচনা চালাতে চাই না৷’’

এদিকে এদিন দিল্লি-হরিয়ানা সীমানায় কুন্ডলি থেকে পালওয়াল, পাঠানকোট-জম্মু সড়কেও এই কর্মসূচি পালন করা হয়৷ এছাড়া পঞ্জাব-হরিয়ানা সীমানায় একাধিক রাস্তা কৃষকদের আন্দোলনে স্তব্ধ হয়ে যায়৷ তবে অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবায় ব্যবহৃত গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি বলে খবর পাওয়া গিয়েছে৷

ভারতী কিষান ইউনিয়ন (একতা উগ্রাহান)-এর সাধারণ সম্পাদক সুখদেব সিং কোক্রিকালান জানিয়েছেন যে তাঁরা পঞ্জাবের সানগ্রুর, বারনালা, ভাতিন্ডা-সহ 15 টি জেলায় 33টি জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে৷ কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন করেছে কংগ্রেস৷ এই নিয়ে টুইটও করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

আরও পড়ুন : আপাত শান্তিতে মিটল কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি

এদিকে এদিন দিল্লি ও এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন) -এ 50 হাজার পুলিশ, আধা সামরিক, রিজার্ভ ফোর্সের আধিকারিক মোতায়েন করা হয়েছিল৷ সকাল থেকেই দিল্লির আটটি মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছিল৷

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের তরফে বলবৎ করা তিনটি নতুন কৃষি আইন বাতিল করা না হলে আন্দোলন থেকে পিছু হঠবেন না কৃষকরা৷ আরও একবার জানিয়ে দেওয়া হল এই আইনের বিপক্ষে থাকা আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে৷ শনিবার এই কথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়ন বা বিকেইউ-এর নেতা রাকেশ টিকায়েত৷

আন্দোলনের শুরু থেকেই 41টি কৃষক সংগঠন নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে৷ কেন্দ্রের সঙ্গে একাধিকবার হওয়া বৈঠকেও তাদের তরফে এই দাবিতে অনড় অবস্থান বজায় রাখা হয়েছে৷ তারা যে দাবি থেকে এখনও সরছে না এদিন রাকেশ টিকায়েতের কথায় তা আরও একবার স্পষ্ট হল৷

এদিন আন্দোলনকারী কৃষকদের তরফে দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছিল৷ তিন ঘণ্টার ওই কর্মসূচি আপাত শান্তিতেই হয়েছে৷ ওই কর্মসূচি চলাকালীন দিল্লির গাজীপুর সীমানায় আন্দোলনকারী কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন রাকেশ৷ সেখানেই তিনি এই কথা জানান৷ তিনি বলেন, ‘‘এই আইন প্রত্যাহারের জন্য আমরা সরকারকে 2 অক্টোবর পর্যন্ত সময় দিলাম৷ তার পর আমরা আবার পরবর্তী পরিকল্পনা করব৷ আমরা সরকারের উপর চাপ তৈরি করে আলোচনা চালাতে চাই না৷’’

এদিকে এদিন দিল্লি-হরিয়ানা সীমানায় কুন্ডলি থেকে পালওয়াল, পাঠানকোট-জম্মু সড়কেও এই কর্মসূচি পালন করা হয়৷ এছাড়া পঞ্জাব-হরিয়ানা সীমানায় একাধিক রাস্তা কৃষকদের আন্দোলনে স্তব্ধ হয়ে যায়৷ তবে অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবায় ব্যবহৃত গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি বলে খবর পাওয়া গিয়েছে৷

ভারতী কিষান ইউনিয়ন (একতা উগ্রাহান)-এর সাধারণ সম্পাদক সুখদেব সিং কোক্রিকালান জানিয়েছেন যে তাঁরা পঞ্জাবের সানগ্রুর, বারনালা, ভাতিন্ডা-সহ 15 টি জেলায় 33টি জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে৷ কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন করেছে কংগ্রেস৷ এই নিয়ে টুইটও করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

আরও পড়ুন : আপাত শান্তিতে মিটল কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি

এদিকে এদিন দিল্লি ও এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন) -এ 50 হাজার পুলিশ, আধা সামরিক, রিজার্ভ ফোর্সের আধিকারিক মোতায়েন করা হয়েছিল৷ সকাল থেকেই দিল্লির আটটি মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছিল৷

Last Updated : Feb 6, 2021, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.