ETV Bharat / bharat

স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে ড্রাগ পাচার - SMUGGLING

স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা সহ চার। বেঙ্গালুরু থেকে দোহা যাওয়ার সময় বেঙ্গালুরুর কেম্পেগোওদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাদের গ্রেপ্তার করে NCB। গ্রেপ্তার করা হয়েছে পাচারচক্রের দুই মাথাকেও।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 18, 2019, 11:11 PM IST

বেঙ্গালুরু, 18 জুন : স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে ড্রাগ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। বেঙ্গালুরু থেকে দোহা যাওয়ার সময় বেঙ্গালুরুর কেম্পেগোওদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে NCB (নারকোটিকস কন্ট্রোল বিউরো)। ওই মহিলার সঙ্গে গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও। তদন্ত নেমে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই মাথাকেও গ্রেপ্তার করা হয় । তারা বেঙ্গালুরুতে ড্রাগ পাচারের ব্যবসা করে ।

সূত্র মারফত খবর পেয়ে NCB-র আধিকারিকরা শনিবার সকালে কেম্পেগোওদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। তাঁরা ওই মহিলাকে চিহ্নিত করতে পারেন তার পিঠের বড় একটি ব্যাগ দেখে। এয়ারপোর্টে যে গাড়ি করে ওই মহিলা আসে সেই গাড়িটি আটক করে আধিকারিকরা। গাড়ির চালকও পাচারের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। আধিকারিকরা জানিয়েছেন, ওই মহিলা 510 গ্রামের মেথামফেটামাইন ও 572 লিরিকা (সিডাটিভ) ক্যাপসুল স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

তদন্তে নেমে NCB আধিকারিকরা পাচারচক্রের দুই মাথাকেও গ্রেপ্তার করে। যার মধ্যে একজন ওই মহিলাকে এয়ারপোর্টে ড্রাগগুলি দিতে আসে। তাকে গ্রেপ্তার করার পর তার সহযোগীকেও পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে 2.58 কেজির হাশিস তেল, 13.68 কেজির হাশিস, 330 গ্রামের মেথামফেটামাইন, 9.05 গ্রাম মারিজুয়ানা ও 4014 লিরিকা ক্যাপসুল উদ্ধার করা হয় । গতকাল পাচারকারীদের বেঙ্গালুরুর আদালতে তোলা হয় ।

বেঙ্গালুরু, 18 জুন : স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে ড্রাগ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। বেঙ্গালুরু থেকে দোহা যাওয়ার সময় বেঙ্গালুরুর কেম্পেগোওদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে NCB (নারকোটিকস কন্ট্রোল বিউরো)। ওই মহিলার সঙ্গে গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও। তদন্ত নেমে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই মাথাকেও গ্রেপ্তার করা হয় । তারা বেঙ্গালুরুতে ড্রাগ পাচারের ব্যবসা করে ।

সূত্র মারফত খবর পেয়ে NCB-র আধিকারিকরা শনিবার সকালে কেম্পেগোওদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। তাঁরা ওই মহিলাকে চিহ্নিত করতে পারেন তার পিঠের বড় একটি ব্যাগ দেখে। এয়ারপোর্টে যে গাড়ি করে ওই মহিলা আসে সেই গাড়িটি আটক করে আধিকারিকরা। গাড়ির চালকও পাচারের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। আধিকারিকরা জানিয়েছেন, ওই মহিলা 510 গ্রামের মেথামফেটামাইন ও 572 লিরিকা (সিডাটিভ) ক্যাপসুল স্যানিটারি ন্যাপকিনে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

তদন্তে নেমে NCB আধিকারিকরা পাচারচক্রের দুই মাথাকেও গ্রেপ্তার করে। যার মধ্যে একজন ওই মহিলাকে এয়ারপোর্টে ড্রাগগুলি দিতে আসে। তাকে গ্রেপ্তার করার পর তার সহযোগীকেও পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে 2.58 কেজির হাশিস তেল, 13.68 কেজির হাশিস, 330 গ্রামের মেথামফেটামাইন, 9.05 গ্রাম মারিজুয়ানা ও 4014 লিরিকা ক্যাপসুল উদ্ধার করা হয় । গতকাল পাচারকারীদের বেঙ্গালুরুর আদালতে তোলা হয় ।

New Delhi, Jun 18 (ANI): All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) president Asaduddin Owaisi was greeted with slogans like 'Jai Sri Ram' and 'Vande Mataram' while he was taking oath as MP in Lok Sabha today. Owaisi reacted on the slogans that were being raised in Lok Sabha. He said, "It is good that they remember such things when they see me; I hope they will also remember the constitution and deaths of children in Muzaffarpur." The death toll has risen to 108 due to the deadly Acute Encephalitis Syndrome (AES) in Bihar's Muzaffarpur on Tuesday. As many as 89 children have died in Sri Krishna Medical College and Hospital, while 19 others lost their lives in Kejriwal Hospital.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.