ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করা আয়েশার মৃত্যু

author img

By

Published : Oct 15, 2020, 8:24 PM IST

উত্তরপ্রদেশ বিধানসভার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা মহিলার মৃত্যু হাসপাতালে । ওই মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কংগ্রেস নেতা আলোক প্রাসাদকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ ।

Women sets fire died
Women sets fire died

লখনউ, 15 অক্টোবর : উত্তরপ্রদেশ বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করা মহিলার মৃত্যু হাসপাতালে । মঙ্গলবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা । শরীরের 85 শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর । মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ ।

মৃতার নাম অঞ্জনা তিওয়ারি ওরফে আয়েশা । বাড়ি মহারাজগঞ্জে । অঞ্জনার প্রথম স্বামীর নাম অখিলেশ তিওয়ারি । কিন্তু কয়েকবছর আগেই অখিলেশের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর । এরপর আসিফ নামের জনৈক এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় । আসিফের সঙ্গে নিকাহ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন । নিকাহর পর নাম বদলে অঞ্জনা হয়ে ওঠেন আয়েশা । কিন্তু নিকহের পর পরই কর্মসূত্রে সৌদি আরব চলে যান আসিফ । অভিযোগ, এরপর থেকেই আসিফের বাড়ির লোকজন অঞ্জনা ওরফে আয়েশার উপর নির্যাতন শুরু করে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক ) এই ঘটনা প্রসঙ্গে বলেন, "তদন্ত চলছে । এটা "লাভ জিহাদ" কি না তা এখনও স্পষ্ট নয় । "

ওই মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কংগ্রেস নেতা আলোক প্রাসাদকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ । আলোক প্রাসাদ রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল সুখদেব প্রাসাদের ছেলে । পুলিশ জানিয়েছে ঘটনার সময় আলোক বিধানসভা চত্বরেই ছিল বলে জানা গেছে ।

লখনউ, 15 অক্টোবর : উত্তরপ্রদেশ বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করা মহিলার মৃত্যু হাসপাতালে । মঙ্গলবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা । শরীরের 85 শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর । মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ ।

মৃতার নাম অঞ্জনা তিওয়ারি ওরফে আয়েশা । বাড়ি মহারাজগঞ্জে । অঞ্জনার প্রথম স্বামীর নাম অখিলেশ তিওয়ারি । কিন্তু কয়েকবছর আগেই অখিলেশের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর । এরপর আসিফ নামের জনৈক এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় । আসিফের সঙ্গে নিকাহ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন । নিকাহর পর নাম বদলে অঞ্জনা হয়ে ওঠেন আয়েশা । কিন্তু নিকহের পর পরই কর্মসূত্রে সৌদি আরব চলে যান আসিফ । অভিযোগ, এরপর থেকেই আসিফের বাড়ির লোকজন অঞ্জনা ওরফে আয়েশার উপর নির্যাতন শুরু করে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক ) এই ঘটনা প্রসঙ্গে বলেন, "তদন্ত চলছে । এটা "লাভ জিহাদ" কি না তা এখনও স্পষ্ট নয় । "

ওই মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কংগ্রেস নেতা আলোক প্রাসাদকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ । আলোক প্রাসাদ রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল সুখদেব প্রাসাদের ছেলে । পুলিশ জানিয়েছে ঘটনার সময় আলোক বিধানসভা চত্বরেই ছিল বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.