উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও ৷ এ বার জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহাট থানা এলাকার ৷ আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
অভিযোগ, জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে জেলা হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে স্থানান্তরিত করা হয় লখনউয়ের ট্রমা সেন্টারে ৷
বিহাট থানা এলাকার ওই যুবতিকে মার্চ মাসে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হয়েছিল ৷ যদিও পরে তারা জামিনে মুক্তি পায় ৷ এই মামলার জন্য ওই যুবতি রায়বরেলী যাচ্ছিলেন ৷
অভিযোগ, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় ৷ পরে পুলিশের কাছে ওই দুই অভিযুক্তের নাম জানিয়েছেন যুবতি ৷