ETV Bharat / bharat

আবার উন্নাও, ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

বিহাট থানা এলাকার ওই যুবতিকে মার্চ মাসে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হয়েছিল ৷ যদিও পরে তারা জামিনে মুক্তি পায় ৷ এই মামলার জন্য ওই যুবতি রায়বরেলী যাচ্ছিলেন ৷

rape
rape
author img

By

Published : Dec 5, 2019, 10:27 AM IST

Updated : Dec 5, 2019, 10:41 AM IST

উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও ৷ এ বার জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহাট থানা এলাকার ৷ আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

অভিযোগ, জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে জেলা হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে স্থানান্তরিত করা হয় লখনউয়ের ট্রমা সেন্টারে ৷

বিহাট থানা এলাকার ওই যুবতিকে মার্চ মাসে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হয়েছিল ৷ যদিও পরে তারা জামিনে মুক্তি পায় ৷ এই মামলার জন্য ওই যুবতি রায়বরেলী যাচ্ছিলেন ৷

অভিযোগ, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় ৷ পরে পুলিশের কাছে ওই দুই অভিযুক্তের নাম জানিয়েছেন যুবতি ৷

উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও ৷ এ বার জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহাট থানা এলাকার ৷ আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

অভিযোগ, জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে জেলা হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে স্থানান্তরিত করা হয় লখনউয়ের ট্রমা সেন্টারে ৷

বিহাট থানা এলাকার ওই যুবতিকে মার্চ মাসে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হয়েছিল ৷ যদিও পরে তারা জামিনে মুক্তি পায় ৷ এই মামলার জন্য ওই যুবতি রায়বরেলী যাচ্ছিলেন ৷

অভিযোগ, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় ৷ পরে পুলিশের কাছে ওই দুই অভিযুক্তের নাম জানিয়েছেন যুবতি ৷

Mumbai, Dec 05 (ANI): The star cast of 'Pati, Patni Aur Woh' is on promotional spree movie is soon going to hit theaters. Bollywood Hunk Kartik Aaryan was seen at Mumbai Airport. Looking cute in white top and denim, Ananya Panday was also snapped at airport. Talented Bhumi Pednekar also spotted at the airport. She looked funky during her appearance. 'Pati, Patni Aur Woh' will hit theaters on Dec 06.
Last Updated : Dec 5, 2019, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.