ETV Bharat / bharat

কোয়ারান্টাইন অমান্য ? একজনের থেকে 400 জন হতে পারে সংক্রমিত - কোভিড -19 লেটেস্ট খবর

কোনও রোগী যদি লকডাউন নিয়ম ও সামাজিক দূরত্ব ঠিকঠাক না মানে, তবে ওই রোগীর থেকে 30 দিনের মধ্যে আরও 406 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 7, 2020, 9:05 PM IST

দিল্লি, 7 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে মোকাবিলায় সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে সংক্রমিতকে বা সংক্রমণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে এমন কাউকে কোয়ারান্টাইনে রাখার উপর । কিন্তু কেন এত জোর দেওয়া হচ্ছে সংক্রমণের উপর ? কোয়ারান্টাইনে না থাকলে একজন সংক্রমিত থেকে 400 জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ । এমনই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা এক গাইডলাইনে আজ বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণ হয়েছে এমন প্রায় 70 শতাংশের মধ্যে সামান্য বা অতি সামান্য উপসর্গ দেখা যায় । ICMR-এর প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়, কোনও রোগী যদি লকডাউন নিয়ম ও সামাজিক দূরত্ব ঠিকঠাক না মানে, তবে ওই রোগীর থেকে 30 দিনের মধ্যে আরও 406 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে । আজ স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে কার্যত এই রিপোর্টকেই সিলমোহর দিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ।

কোয়ারান্টাইন ঠিকঠাক না মানলে তার পরিণাম কী হতে পারে, তার প্রমাণ নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশ । তাবলিগি জামাতের ওই সমাবেশের কারণে দেশে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । প্রায় সাড়ে সাত দিনে যে সংক্রমণ দ্বিগুণ হওয়ার কথা ছিল, তা নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশের কারণে মাত্র চারদিনের কিছু বেশি সময়েই দ্বিগুণ হয়েছে । এই পরিস্থিতিতে কোয়ারান্টাইনের নিয়ম না মানলে দু'বছর পর্যন্ত জেল হতে পারে বলেও কেন্দ্রের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে ।

দিল্লি, 7 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে মোকাবিলায় সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে সংক্রমিতকে বা সংক্রমণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে এমন কাউকে কোয়ারান্টাইনে রাখার উপর । কিন্তু কেন এত জোর দেওয়া হচ্ছে সংক্রমণের উপর ? কোয়ারান্টাইনে না থাকলে একজন সংক্রমিত থেকে 400 জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ । এমনই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা এক গাইডলাইনে আজ বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণ হয়েছে এমন প্রায় 70 শতাংশের মধ্যে সামান্য বা অতি সামান্য উপসর্গ দেখা যায় । ICMR-এর প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়, কোনও রোগী যদি লকডাউন নিয়ম ও সামাজিক দূরত্ব ঠিকঠাক না মানে, তবে ওই রোগীর থেকে 30 দিনের মধ্যে আরও 406 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে । আজ স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে কার্যত এই রিপোর্টকেই সিলমোহর দিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ।

কোয়ারান্টাইন ঠিকঠাক না মানলে তার পরিণাম কী হতে পারে, তার প্রমাণ নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশ । তাবলিগি জামাতের ওই সমাবেশের কারণে দেশে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । প্রায় সাড়ে সাত দিনে যে সংক্রমণ দ্বিগুণ হওয়ার কথা ছিল, তা নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশের কারণে মাত্র চারদিনের কিছু বেশি সময়েই দ্বিগুণ হয়েছে । এই পরিস্থিতিতে কোয়ারান্টাইনের নিয়ম না মানলে দু'বছর পর্যন্ত জেল হতে পারে বলেও কেন্দ্রের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.