ETV Bharat / bharat

বিল পাশের নিরিখে সর্বকালীন রেকর্ড ভাঙল চলতি অধিবেশনে

1952 সালের রেকর্ড ভেঙেছে সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন । চলতি অধিবেশন শেষ হতে চার দিন বাকি থাকতেই মোট 30টি বিল পাশ হয়েছে সংসদে ।

বিল পাশের নিরিখে সর্বকালীন রেকর্ড ভাঙল চলতি অধিবেশনে
author img

By

Published : Aug 3, 2019, 10:23 PM IST

দিল্লি, 3 অগাস্ট : সংসদে চলতি অধিবেশন শেষ হতে এখনও চার দিন বাকি । তার আগেই বিল পাশের নিরিখে 1952 সালের রেকর্ড ভেঙেছে সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন । লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মোট 30টি বিল পাশ হয়েছে সংসদে । ১৯৫২ সালে ৬৪ দিনে পাশ হয়েছিল ২৭টি বিল । সেই সংখ্যা পেরিয়ে গেছে ইতিমধ্যেই ।

গত সপ্তাহে সাংসদদের একপ্রকার সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ । প্রতিটি সাংসদকে সংসদে উপস্থিত থাকতে বলেছিলেন দু'জনেই । UAPA সংশোধনী বিল পাশের ব্যবধানে খুশি ছিলেন না অমিত শাহ । লোকসভায় বিলটি 284টি ভোট পেয়ে পাশ হয় । সংশোধনীর বিরুদ্ধে ভোট পড়ে 8টি । তবে অমিত শাহর মতে বিলের পক্ষে অন্তত 300 ভোট পড়া উচিত ছিল । কারণ NDA-র সাংসদ সংখ্যা 353 । এরপরই সাংসদদের অনুপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি ।

এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিনেই দেশের স্বার্থের জন্য কাজ করার নির্দেশ দিয়েছিলেন মোদি । UAPA ছাড়াও তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল, মোটর ভেহিক্যালস সংশোধনীর মতো গুরুত্বপূর্ণ 30টি বিল পাশ হয়েছে চলতি অধিবেশনে ।

যদিও এই বিষয়ে অন্য সুর বিরোধীদের গলায় । বিরোধীদের অভিযোগ, কোনওরকম পর্যালোচনা ছাড়াই তড়িঘড়ি আইন পাশ করছে মোদি সরকার । তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন চলতি অধিবেশনে মাত্র পাঁচ শতাংশ বিল পর্যালোচনা করা হয়েছে ও বিল পাশকে তিনি 'পিৎজ়া ডেলিভারি'-র সঙ্গেও তুলনা করেন ।

দিল্লি, 3 অগাস্ট : সংসদে চলতি অধিবেশন শেষ হতে এখনও চার দিন বাকি । তার আগেই বিল পাশের নিরিখে 1952 সালের রেকর্ড ভেঙেছে সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন । লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মোট 30টি বিল পাশ হয়েছে সংসদে । ১৯৫২ সালে ৬৪ দিনে পাশ হয়েছিল ২৭টি বিল । সেই সংখ্যা পেরিয়ে গেছে ইতিমধ্যেই ।

গত সপ্তাহে সাংসদদের একপ্রকার সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ । প্রতিটি সাংসদকে সংসদে উপস্থিত থাকতে বলেছিলেন দু'জনেই । UAPA সংশোধনী বিল পাশের ব্যবধানে খুশি ছিলেন না অমিত শাহ । লোকসভায় বিলটি 284টি ভোট পেয়ে পাশ হয় । সংশোধনীর বিরুদ্ধে ভোট পড়ে 8টি । তবে অমিত শাহর মতে বিলের পক্ষে অন্তত 300 ভোট পড়া উচিত ছিল । কারণ NDA-র সাংসদ সংখ্যা 353 । এরপরই সাংসদদের অনুপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি ।

এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিনেই দেশের স্বার্থের জন্য কাজ করার নির্দেশ দিয়েছিলেন মোদি । UAPA ছাড়াও তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল, মোটর ভেহিক্যালস সংশোধনীর মতো গুরুত্বপূর্ণ 30টি বিল পাশ হয়েছে চলতি অধিবেশনে ।

যদিও এই বিষয়ে অন্য সুর বিরোধীদের গলায় । বিরোধীদের অভিযোগ, কোনওরকম পর্যালোচনা ছাড়াই তড়িঘড়ি আইন পাশ করছে মোদি সরকার । তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন চলতি অধিবেশনে মাত্র পাঁচ শতাংশ বিল পর্যালোচনা করা হয়েছে ও বিল পাশকে তিনি 'পিৎজ়া ডেলিভারি'-র সঙ্গেও তুলনা করেন ।

Mumbai, Aug 03 (ANI): Brihanmumbai Municipal Corporation (BMC) workers on Saturday cleaned the garbage spewed by sea at Mumbai's Marine Drive as high tide hit the city. The Indian Meteorological Department (IMD) has warned Mumbai residents about the heavy rainfall as well as high tides. The overnight rainfall in the city has led to water logging in areas like Goregaon, Kandivali Dahisar and Palghar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.