ETV Bharat / bharat

বিজেপির চাপে টুইট সচিন, লতাদের? তদন্ত করবে মহারাষ্ট্র সরকার - সচিন তেন্ডুলকর

বিজেপির চাপেই কি ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিয়ে টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা? তা জানতেই তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার৷ সোমবার টুইটারে রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, রাজ্য়ের গোয়েন্দা দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

Will probe if Sachin Tendulkar, Lata Mangeshkar, others were forced to tweet on Rihanna: Maharashtra Govt
বিজেপির চাপেই টুইট সচিন, লতাদের? জানতে তদন্ত করাবে মহারাষ্ট্র সরকার
author img

By

Published : Feb 8, 2021, 6:25 PM IST

Updated : Feb 8, 2021, 6:36 PM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি : কেন্দ্র তথা বিজেপির চাপেই কি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলেবদের পালটা টুইট করতে বাধ্য় হয়েছিলেন ভারতীয় তারকারা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার৷ তদন্ত করবে রাজ্য়ের গোয়েন্দা বিভাগ৷ সোমবার টুইটারে একথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ প্রসঙ্গত, এই ইশুতে আগেই তদন্তের দাবি জানিয়েছিল সরকারের জোটসঙ্গী কংগ্রেস৷ তারপরই এই পদক্ষেপের কথা জানালেন দেশমুখ৷

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত-সহ দলের বেশ কয়েকজন নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন৷ সেখানেও এই ঘটনায় তদন্তের দাবি তোলেন কংগ্রেস নেতারা৷ প্রসঙ্গত, কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত হোম আইসোলেশনে আছেন অনিল দেশমুখ৷

আরও পড়ুন: সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট করেন গ্রেটা থুনবার্গ, রিয়ানা, মিয়াঁ খালিফার মতো আন্তর্জাতিক সেলেবরা৷ এরপরই ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করে পালটা টুইট শুরু করেন ভারতীয় তারকাদের একাংশ৷ সেই দলে নাম রয়েছে সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তীরও৷ তাঁদের এই অবস্থানে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগীরা৷ সমালোচনা শুরু করেছে বিজেপি-বিরোধী দলগুলি৷ মুখ খুলেছেন শরদ পাওয়ার, রাজ ঠাকরের মতো নেতারা৷

মুম্বই, 8 ফেব্রুয়ারি : কেন্দ্র তথা বিজেপির চাপেই কি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলেবদের পালটা টুইট করতে বাধ্য় হয়েছিলেন ভারতীয় তারকারা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার৷ তদন্ত করবে রাজ্য়ের গোয়েন্দা বিভাগ৷ সোমবার টুইটারে একথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ প্রসঙ্গত, এই ইশুতে আগেই তদন্তের দাবি জানিয়েছিল সরকারের জোটসঙ্গী কংগ্রেস৷ তারপরই এই পদক্ষেপের কথা জানালেন দেশমুখ৷

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত-সহ দলের বেশ কয়েকজন নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন৷ সেখানেও এই ঘটনায় তদন্তের দাবি তোলেন কংগ্রেস নেতারা৷ প্রসঙ্গত, কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত হোম আইসোলেশনে আছেন অনিল দেশমুখ৷

আরও পড়ুন: সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট করেন গ্রেটা থুনবার্গ, রিয়ানা, মিয়াঁ খালিফার মতো আন্তর্জাতিক সেলেবরা৷ এরপরই ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করে পালটা টুইট শুরু করেন ভারতীয় তারকাদের একাংশ৷ সেই দলে নাম রয়েছে সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তীরও৷ তাঁদের এই অবস্থানে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগীরা৷ সমালোচনা শুরু করেছে বিজেপি-বিরোধী দলগুলি৷ মুখ খুলেছেন শরদ পাওয়ার, রাজ ঠাকরের মতো নেতারা৷

Last Updated : Feb 8, 2021, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.