ETV Bharat / bharat

ফিরে দেখা NRC - What is nrc ? brief information about nrc .

NRC নিয়ে উত্তাল গোটা দেশ ৷ আগামীকাল অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৷ তার আগে দেখে নেওয়া যাক কী এই NRC ৷

ফিরে দেখা NRC
author img

By

Published : Aug 30, 2019, 7:47 PM IST

Updated : Aug 31, 2019, 12:20 AM IST

দিল্লি, 31 অগাস্ট : আজ অসমে NRC-র চূড়ান্ত তালিকা বের হবে ৷ শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে NRC ৷ শুধু রাজনীতি নয়, পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির অন্দরমহল, সবজায়গায় আলোচনায় বিষয়বস্তু এই NRC ৷

অসম সরকারের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম তালিকায় থাকবে না তাঁদের বিদেশি বলে ঘোষণা করা হবে না ৷ নিখরচায় আইনি সহায়তা দেওয়া হবে ৷ NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া প্রত্যেকে নিজেদের নাম নথিভূক্ত করার জন্য ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ আবেদনের দিনও 60 থেকে 120 দিন বাড়ানো হবে ৷ DLS ( ডিসট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিস )-এর মাধ্যমে তাঁদের সবরকম সাহায্য করা হবে ৷

গতকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সমগ্র অসম জুড়ে 51 কোম্পানি CAPF বাহিনী মোতায়েন করা হয়েছে । BSF সূ্ত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ৷ ভারত-বাংলাদেশ 4096 কিলোমিটার সীমান্ত অঞ্চল জুড়ে কঠোর নজরদারির বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷

কী এই NRC ? NRC নিয়ে কেন এত বিতর্ক ? NRC তালিকায় নাম না এলে কী হবে ? যাদের নাম আসবে তাঁরা কী আলাদা কোনও সুবিধা পাবেন ? এই প্রশ্নগুলিই মূল আলোচ্য বিষয় ৷

  • চূড়ান্ত NRC তালিকায় নাম না থাকলে কী হবে?

সেক্ষেত্রে ফরেনারস ট্রাইবুনাল ও সুপ্রিম কোর্টে আবেদন জানানো যাবে ৷ তারপরও যদি তালিকায় নাম না ওঠে? কোনও দেশই যদি তাঁদের আশ্রয় না দেয়, তখন তাদের ঠিকানা কোথায় হবে? তাদের কীভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে ? না কি দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে? এসব বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

NRC তালিকায় যাদের নাম থাকবে না তাঁরা নাম নথিভুক্ত করার জন্য ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ আবেদনের দিন 60 থেকে 120 দিন বাড়ানো হবে ৷

  • ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC মানে এটি রাজ্যের বৈধ নাগরিকদের তালিকা ৷ এই জাতীয় নাগরিকদের নথিভুক্তকরণের ইতিহাস শুরু হয় 1948 সালের 19 জুলাই থেকে৷
  • 1948 সালে প্রথম কার্যকর হয় পশ্চিম পাকিস্তান অর্ডিন্যান্স ৷ এরপর 1950 সালের 8 এপ্রিল নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় ৷ 1950 সালের 1 মার্চ সংবিধানে নথিভুক্ত হয় ইমিগ্র্যান্টস অ্যাক্ট (অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কার) ৷
  • প্রথমবার এই তালিকা তৈরি হয় 1951 সালে ৷ স্বাধীন ভারতের জনসংখ্যার পরিসংখ্যানের পাশাপাশি অসমের প্রথম NRC তালিকা প্রকাশিত হয় ৷ 1957 সালে অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কারের আইন বাতিল করা হয় ৷
  • 1960 -এর 24 অক্টোবর অহমিয়াকে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে অসম বিধানসভায় বিল পাশ হয় ৷
  • 19 মে 1961 সালে অসমের ব্যারাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন শুরু হয় ৷ এর ফলে সেই সময়ের পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের প্রায় কয়েক হাজার শরণার্থীদের ভারতে অনুপ্রবেশ প্রতিরোধ প্রকল্পের আওতায় অসম থেকে চলে যেতে বাধ্য হতে হয় ৷
  • 23 সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারতে শরণার্থীদের প্রবেশের ফলে দাঙ্গার সূত্রপাত হয় ৷
  • 1967 সালে অসম ছাত্র ইউনিয়ন সংগঠিত হয় ৷
  • এরপর 1971 -এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের উদ্বাস্তুদের নতুন দিশা দেখায় ৷
  • 1978 সালে ভোটার তালিকায় অভিবাসীদের প্রবেশ করানো হয় ৷
  • 1979 সালে অসমের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি নির্বাচন বয়কটের ডাক দেয় ৷ এরপর 1979 থেকে পরবর্তী তিন বছর অসম রাষ্ট্রপতি শাসনে ছিল ৷ এরপর প্রায় 6 বছর আন্দোলন চলে ৷
  • 1983 তে অসমের 14 টি গ্রামে প্রায় 3000 হাজার জনকে গণহত্যা করা হয় ৷ সেই বছরই অসমে বিধানসভা নির্বাচন করা হয় ৷
  • 1983 সালের ডিসেম্বরে অবৈধ শরণার্থী আইন পাশ হয়, যাতে ছিল 1971 এর 24 মার্চের আগে যারা ভারতে এসেছিল তারাই NRC-র অন্তর্ভুক্ত হবে ৷
  • 1985 এর 15 অগাস্ট অসম আন্দোলনের মধ্যে দিয়ে অসমের উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয় ৷
  • এরপর ও 1997 সালে নির্বাচন কমিশন শরণার্থীদের নামের যে ভোটারের তালিকা প্রকাশ করে সেই নামগুলির পাশে "সন্দেহজনক" শব্দটি লেখা ছিল ৷
  • 2003 সালে চালু হয় নাগরিকত্ব আইন ৷
  • 2009 সালে অসমভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা অসম পাবলিক ওয়ার্কস অবৈধ নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায় ৷
  • এরপর 2011 থেকে 2013 সালের মধ্যে NRC ইশুতে মন্ত্রীপরিষদের উপ-কমিটি গঠন করে ও নতুন পদ্ধতি জমা পড়ে ৷
  • 2013- র অগাস্টে সুপ্রিম কোর্ট পিটিশন গ্রহণ করে ও NRC তালিকা নবীকরণ ও গণনা প্রক্রিয়া শুরু করে ৷
  • 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা নবীকরণের কাজ শুরু হয় ৷ 1971 সালের 24 মার্চের আগে অসমে আসা ব্যক্তি ও তাঁদের বংশধরদের নামই NRC-তে উঠবে বলে জানানো হয় ৷
  • 2015 সালে NRC নবীকরণের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ের কাজই শুরু হয় ৷
  • কয়েক দফায় তারিখ পিছোনোর পর 2017 সালের 31 ডিসেম্বর প্রথম খসড়া প্রকাশিত হয় ৷
  • প্রায় 3.29 কোটি আবেদনকারীর মধ্যে 1.9 কোটি মানুষ এই তালিকার আওতায় পড়েনি ৷
  • এর জেরে 2018 সালে অসম নাগরিকত্ব বিলের বিরোধিতায় বিক্ষোভ আন্দোলন শুরু হয় ৷
  • 30 জুলাই, 2018 সালে দ্বিতীয় খসড়ায় তালিকা প্রকাশিত হয় ৷ সেই তালিকায় 2.89 কোটি আবেদনকারীর মধ্যে মাত্র 40 লাখ মানুষ ছাড়া প্রত্যেকেই এই তালিকার আওতায় চলে আসে ৷
  • চলতি বছরের 8 জানুয়ারি লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হয় ৷
  • এরপর চলতি বছরের 21 জুন APW NRC- র চূড়ান্ত খসড়া যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবদন করে ৷ জানানো হয় সেই খসড়ায় প্রায় 1,02, 462 জনকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছিল যা 2018 সালের তালিকাতে অন্তর্ভুক্ত ছিল ৷
  • 2019-এর 22 জুলাই সুপ্রিম কোর্ট সেই আবেদন বাতিল করলেও চূড়ান্ত NRC তালিকা পেশের সময়সীমা আরও এক মাস বাড়ানোর নির্দেশ দেয় ৷
  • 2019 সালের গুয়াহাটি হাইকোর্ট NRC তালিকা পেশের জন্য 221 জন সদস্যের একটি ফরেনারস ট্রাইবুনাল তৈরি করে ৷

দিল্লি, 31 অগাস্ট : আজ অসমে NRC-র চূড়ান্ত তালিকা বের হবে ৷ শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে NRC ৷ শুধু রাজনীতি নয়, পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির অন্দরমহল, সবজায়গায় আলোচনায় বিষয়বস্তু এই NRC ৷

অসম সরকারের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম তালিকায় থাকবে না তাঁদের বিদেশি বলে ঘোষণা করা হবে না ৷ নিখরচায় আইনি সহায়তা দেওয়া হবে ৷ NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া প্রত্যেকে নিজেদের নাম নথিভূক্ত করার জন্য ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ আবেদনের দিনও 60 থেকে 120 দিন বাড়ানো হবে ৷ DLS ( ডিসট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিস )-এর মাধ্যমে তাঁদের সবরকম সাহায্য করা হবে ৷

গতকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সমগ্র অসম জুড়ে 51 কোম্পানি CAPF বাহিনী মোতায়েন করা হয়েছে । BSF সূ্ত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ৷ ভারত-বাংলাদেশ 4096 কিলোমিটার সীমান্ত অঞ্চল জুড়ে কঠোর নজরদারির বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷

কী এই NRC ? NRC নিয়ে কেন এত বিতর্ক ? NRC তালিকায় নাম না এলে কী হবে ? যাদের নাম আসবে তাঁরা কী আলাদা কোনও সুবিধা পাবেন ? এই প্রশ্নগুলিই মূল আলোচ্য বিষয় ৷

  • চূড়ান্ত NRC তালিকায় নাম না থাকলে কী হবে?

সেক্ষেত্রে ফরেনারস ট্রাইবুনাল ও সুপ্রিম কোর্টে আবেদন জানানো যাবে ৷ তারপরও যদি তালিকায় নাম না ওঠে? কোনও দেশই যদি তাঁদের আশ্রয় না দেয়, তখন তাদের ঠিকানা কোথায় হবে? তাদের কীভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে ? না কি দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে? এসব বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

NRC তালিকায় যাদের নাম থাকবে না তাঁরা নাম নথিভুক্ত করার জন্য ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ আবেদনের দিন 60 থেকে 120 দিন বাড়ানো হবে ৷

  • ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC মানে এটি রাজ্যের বৈধ নাগরিকদের তালিকা ৷ এই জাতীয় নাগরিকদের নথিভুক্তকরণের ইতিহাস শুরু হয় 1948 সালের 19 জুলাই থেকে৷
  • 1948 সালে প্রথম কার্যকর হয় পশ্চিম পাকিস্তান অর্ডিন্যান্স ৷ এরপর 1950 সালের 8 এপ্রিল নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় ৷ 1950 সালের 1 মার্চ সংবিধানে নথিভুক্ত হয় ইমিগ্র্যান্টস অ্যাক্ট (অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কার) ৷
  • প্রথমবার এই তালিকা তৈরি হয় 1951 সালে ৷ স্বাধীন ভারতের জনসংখ্যার পরিসংখ্যানের পাশাপাশি অসমের প্রথম NRC তালিকা প্রকাশিত হয় ৷ 1957 সালে অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কারের আইন বাতিল করা হয় ৷
  • 1960 -এর 24 অক্টোবর অহমিয়াকে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে অসম বিধানসভায় বিল পাশ হয় ৷
  • 19 মে 1961 সালে অসমের ব্যারাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন শুরু হয় ৷ এর ফলে সেই সময়ের পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের প্রায় কয়েক হাজার শরণার্থীদের ভারতে অনুপ্রবেশ প্রতিরোধ প্রকল্পের আওতায় অসম থেকে চলে যেতে বাধ্য হতে হয় ৷
  • 23 সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারতে শরণার্থীদের প্রবেশের ফলে দাঙ্গার সূত্রপাত হয় ৷
  • 1967 সালে অসম ছাত্র ইউনিয়ন সংগঠিত হয় ৷
  • এরপর 1971 -এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের উদ্বাস্তুদের নতুন দিশা দেখায় ৷
  • 1978 সালে ভোটার তালিকায় অভিবাসীদের প্রবেশ করানো হয় ৷
  • 1979 সালে অসমের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি নির্বাচন বয়কটের ডাক দেয় ৷ এরপর 1979 থেকে পরবর্তী তিন বছর অসম রাষ্ট্রপতি শাসনে ছিল ৷ এরপর প্রায় 6 বছর আন্দোলন চলে ৷
  • 1983 তে অসমের 14 টি গ্রামে প্রায় 3000 হাজার জনকে গণহত্যা করা হয় ৷ সেই বছরই অসমে বিধানসভা নির্বাচন করা হয় ৷
  • 1983 সালের ডিসেম্বরে অবৈধ শরণার্থী আইন পাশ হয়, যাতে ছিল 1971 এর 24 মার্চের আগে যারা ভারতে এসেছিল তারাই NRC-র অন্তর্ভুক্ত হবে ৷
  • 1985 এর 15 অগাস্ট অসম আন্দোলনের মধ্যে দিয়ে অসমের উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয় ৷
  • এরপর ও 1997 সালে নির্বাচন কমিশন শরণার্থীদের নামের যে ভোটারের তালিকা প্রকাশ করে সেই নামগুলির পাশে "সন্দেহজনক" শব্দটি লেখা ছিল ৷
  • 2003 সালে চালু হয় নাগরিকত্ব আইন ৷
  • 2009 সালে অসমভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা অসম পাবলিক ওয়ার্কস অবৈধ নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায় ৷
  • এরপর 2011 থেকে 2013 সালের মধ্যে NRC ইশুতে মন্ত্রীপরিষদের উপ-কমিটি গঠন করে ও নতুন পদ্ধতি জমা পড়ে ৷
  • 2013- র অগাস্টে সুপ্রিম কোর্ট পিটিশন গ্রহণ করে ও NRC তালিকা নবীকরণ ও গণনা প্রক্রিয়া শুরু করে ৷
  • 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা নবীকরণের কাজ শুরু হয় ৷ 1971 সালের 24 মার্চের আগে অসমে আসা ব্যক্তি ও তাঁদের বংশধরদের নামই NRC-তে উঠবে বলে জানানো হয় ৷
  • 2015 সালে NRC নবীকরণের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ের কাজই শুরু হয় ৷
  • কয়েক দফায় তারিখ পিছোনোর পর 2017 সালের 31 ডিসেম্বর প্রথম খসড়া প্রকাশিত হয় ৷
  • প্রায় 3.29 কোটি আবেদনকারীর মধ্যে 1.9 কোটি মানুষ এই তালিকার আওতায় পড়েনি ৷
  • এর জেরে 2018 সালে অসম নাগরিকত্ব বিলের বিরোধিতায় বিক্ষোভ আন্দোলন শুরু হয় ৷
  • 30 জুলাই, 2018 সালে দ্বিতীয় খসড়ায় তালিকা প্রকাশিত হয় ৷ সেই তালিকায় 2.89 কোটি আবেদনকারীর মধ্যে মাত্র 40 লাখ মানুষ ছাড়া প্রত্যেকেই এই তালিকার আওতায় চলে আসে ৷
  • চলতি বছরের 8 জানুয়ারি লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হয় ৷
  • এরপর চলতি বছরের 21 জুন APW NRC- র চূড়ান্ত খসড়া যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবদন করে ৷ জানানো হয় সেই খসড়ায় প্রায় 1,02, 462 জনকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছিল যা 2018 সালের তালিকাতে অন্তর্ভুক্ত ছিল ৷
  • 2019-এর 22 জুলাই সুপ্রিম কোর্ট সেই আবেদন বাতিল করলেও চূড়ান্ত NRC তালিকা পেশের সময়সীমা আরও এক মাস বাড়ানোর নির্দেশ দেয় ৷
  • 2019 সালের গুয়াহাটি হাইকোর্ট NRC তালিকা পেশের জন্য 221 জন সদস্যের একটি ফরেনারস ট্রাইবুনাল তৈরি করে ৷
New Delhi, Aug 30 (ANI): The makers of the highly-anticipated film 'Prasthanam' starring Sanjay Dutt released the trailer of the film on August 29. The two-minute thirty-four-second video starts with a reference to the ancient epic Ramayana, hinting towards the impending fight. Sanjay, who last seen in 'Kalank' is seen in a menacing, powerful avatar as the ace actor is leading a political party. The trailer is loaded with some witty dialogues between actors Jackie Shroff, Chunky Panday and Ali Fazal. 'Prasthanam' was a 2010 Telugu political thriller, which starred Sharwanand, Saikumar, Sundeep Kishan and Ruby Parihar. The film produced by Maanayata Dutt has been directed by Deva Katta, who directed the original one as well.
Last Updated : Aug 31, 2019, 12:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.