ETV Bharat / bharat

বিপদে রয়েছে পশ্চিমবঙ্গ, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে : লকেট - Monsoon Session

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই ৷ সিরিয়াল কিলারের মত BJP কর্মীদের মারা হচ্ছে ৷ মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ সংসদে বাদল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 16, 2020, 8:22 PM IST

Updated : Sep 16, 2020, 8:39 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : "পশ্চিমবঙ্গ বিপদে রয়েছে, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে", সংসদে আজ বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷

হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "লকডাউনের সময় কোরোনাকে নিয়ে হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছিল ৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে কোরোনা পরীক্ষা নিয়ে মতানৈক্য হয়েছিল ৷ যার জেরেই দাঙ্গা হয়েছিল ৷ তিনদিন ধরে দাঙ্গা চলেছিল ৷ বহিরাগতরা বাইরে থেকে বোমা মজুত করে দাঙ্গা করেছিল ৷ কারও ঘরে লুটপাট চালানো হয়েছিল ৷ কারও দোকান লুট করা হয়েছিল ৷ মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল ৷ মন্দির ভেঙে দেওয়া হয়েছিল ৷" অভিযোগ করেন, তিনি ও BJP নেতা অর্জুন সিং গেছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি ৷ জেলা শাসক বা কমিশনার তাঁদের সঙ্গে দেখা করেননি ৷

শুধু লকডাউনের সময় নয়, এর আগেও তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছিল বলে উল্লেখ করেন BJP সাংসদ ৷ বলেন, "2016 সালে দুর্গাপুজোর বিসর্জনের সময়, 2017 সালে রামনবমীর মিছিলের সময়ও এই তেলিনীপাড়ায় এই ধরনের হিংসার ঘটনা হয়েছিল ৷" অভিযোগ করেন, "তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে যুক্ত ছিল ৷ যদি আমি তাদের নাম নিই তাহলে তৃণমূল বলবে আমি সাম্প্রদায়িক ৷"

বিপদে রয়েছে পশ্চিমবঙ্গ, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর কটাক্ষ, "গরু দুধ দেবে পিসি-ভাইপোকে আর তার জন্য লাথ মারবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ৷" তিনি আরও বলেন, " এখানে গণতন্ত্র বলে কিছু নেই ৷ সিরিয়াল কিলারের মত একের পর এক BJP কর্মীকে মারা হচ্ছে ৷ মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ৷ "

দিল্লি, 16 সেপ্টেম্বর : "পশ্চিমবঙ্গ বিপদে রয়েছে, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে", সংসদে আজ বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷

হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "লকডাউনের সময় কোরোনাকে নিয়ে হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছিল ৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে কোরোনা পরীক্ষা নিয়ে মতানৈক্য হয়েছিল ৷ যার জেরেই দাঙ্গা হয়েছিল ৷ তিনদিন ধরে দাঙ্গা চলেছিল ৷ বহিরাগতরা বাইরে থেকে বোমা মজুত করে দাঙ্গা করেছিল ৷ কারও ঘরে লুটপাট চালানো হয়েছিল ৷ কারও দোকান লুট করা হয়েছিল ৷ মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল ৷ মন্দির ভেঙে দেওয়া হয়েছিল ৷" অভিযোগ করেন, তিনি ও BJP নেতা অর্জুন সিং গেছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি ৷ জেলা শাসক বা কমিশনার তাঁদের সঙ্গে দেখা করেননি ৷

শুধু লকডাউনের সময় নয়, এর আগেও তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছিল বলে উল্লেখ করেন BJP সাংসদ ৷ বলেন, "2016 সালে দুর্গাপুজোর বিসর্জনের সময়, 2017 সালে রামনবমীর মিছিলের সময়ও এই তেলিনীপাড়ায় এই ধরনের হিংসার ঘটনা হয়েছিল ৷" অভিযোগ করেন, "তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে যুক্ত ছিল ৷ যদি আমি তাদের নাম নিই তাহলে তৃণমূল বলবে আমি সাম্প্রদায়িক ৷"

বিপদে রয়েছে পশ্চিমবঙ্গ, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর কটাক্ষ, "গরু দুধ দেবে পিসি-ভাইপোকে আর তার জন্য লাথ মারবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ৷" তিনি আরও বলেন, " এখানে গণতন্ত্র বলে কিছু নেই ৷ সিরিয়াল কিলারের মত একের পর এক BJP কর্মীকে মারা হচ্ছে ৷ মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ৷ "

Last Updated : Sep 16, 2020, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.