ETV Bharat / bharat

কোরোনা: ইরানে বিজ্ঞানী পাঠানো হয়েছে; জানালেন হর্ষ বর্ধন - scientists & labs sent to Iran said Dr Harsh Vardhan

কোরোনা সংক্রমণের জেরে তেহরানে আটকে পড়েছেন 240 জন কাশ্মীরি পড়ুয়াসহ কয়েকশ ভারতীয় ৷ আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, সেদেশে বিজ্ঞানী ও নুমনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে ৷ পাশাপাশি ইরান থেকে আক্রান্তদের সোয়াবের নমুনাও সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে ৷

Union Health Minister
স্বাস্থ্যমন্ত্রী
author img

By

Published : Mar 9, 2020, 5:18 PM IST

Updated : Mar 9, 2020, 6:15 PM IST

দিল্লি, 9 মার্চ : কোরোনা নিয়ে বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ৷ "আমরা আমাদের বিজ্ঞানীদের ইরানে পাঠিয়েছি ৷ গবেষণার জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছি ৷ কাস্টম ক্লিয়ারেন্স দিলেই তারা সেখানে কাজ শুরু করে দেবে ৷ আমরা ইরান থেকে কোরোনা আক্রান্তদের সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছি ৷ রিপোর্ট নেগেটিভ এলে সেগুলি তাদের ফিরিয়ে দেব ৷ " আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ অন্যদিকে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আজই ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ৷

কোরোনা সংক্রমণের জেরে তেহরানে আটকে পড়েছেন 240 জন কাশ্মীরি পড়ুয়াসহ কয়েকশ ভারতীয় ৷ তাঁদের সেখান থেকে বের করে আনার প্রক্রিয়াকে আরও দ্রুত করতে চাইছে দুই দেশই ৷ দেশে ফেরানোর পর্ব শুরু হওয়ার আগে সেখানে বসবাসকারী ভারতীয়দের পরীক্ষা করার বিষয়ে সম্মতি জানিয়েছে ইরান সরকার । তেহরানে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছ'জন বিশেষজ্ঞের ভিসা এর আগেই মঞ্জুর করেছিল সেদেশের সরকার ৷

এছাড়াও আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "চিনে কোরোনা সংক্রমণের পর থেকে এখনও পর্যন্ত অন্যদেশ থেকে আসা প্রায় 9 লাখ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ৷ 18 জানুয়ারি থেকে আমরা দেশের 7 টি বিমানবন্দরে স্ক্রিনিংয়ের কাজ শুরু করেছিলাম ৷ এখন 30টি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের কাজ চলছে ৷" তিনি আরও জানান, সরকারের সঙ্গে আলোচনা করে দিল্লিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে ৷ পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সোমবার পর্যন্ত সারা দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 43 জন ৷ মোট 3003 জনকে কোরোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে 2694 জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সারাদেশে মোট 52 টি গবেষণাকেন্দ্রে কোরোনা ভাইরাস পরীক্ষার কাজ চলছে ৷ অতিরিক্ত 57 টি গবেষণাকেন্দ্র তৈরি রাখা হয়েছে ৷ সেখানে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ৷

দিল্লি, 9 মার্চ : কোরোনা নিয়ে বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ৷ "আমরা আমাদের বিজ্ঞানীদের ইরানে পাঠিয়েছি ৷ গবেষণার জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছি ৷ কাস্টম ক্লিয়ারেন্স দিলেই তারা সেখানে কাজ শুরু করে দেবে ৷ আমরা ইরান থেকে কোরোনা আক্রান্তদের সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছি ৷ রিপোর্ট নেগেটিভ এলে সেগুলি তাদের ফিরিয়ে দেব ৷ " আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ অন্যদিকে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আজই ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ৷

কোরোনা সংক্রমণের জেরে তেহরানে আটকে পড়েছেন 240 জন কাশ্মীরি পড়ুয়াসহ কয়েকশ ভারতীয় ৷ তাঁদের সেখান থেকে বের করে আনার প্রক্রিয়াকে আরও দ্রুত করতে চাইছে দুই দেশই ৷ দেশে ফেরানোর পর্ব শুরু হওয়ার আগে সেখানে বসবাসকারী ভারতীয়দের পরীক্ষা করার বিষয়ে সম্মতি জানিয়েছে ইরান সরকার । তেহরানে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছ'জন বিশেষজ্ঞের ভিসা এর আগেই মঞ্জুর করেছিল সেদেশের সরকার ৷

এছাড়াও আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "চিনে কোরোনা সংক্রমণের পর থেকে এখনও পর্যন্ত অন্যদেশ থেকে আসা প্রায় 9 লাখ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ৷ 18 জানুয়ারি থেকে আমরা দেশের 7 টি বিমানবন্দরে স্ক্রিনিংয়ের কাজ শুরু করেছিলাম ৷ এখন 30টি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের কাজ চলছে ৷" তিনি আরও জানান, সরকারের সঙ্গে আলোচনা করে দিল্লিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে ৷ পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সোমবার পর্যন্ত সারা দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 43 জন ৷ মোট 3003 জনকে কোরোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে 2694 জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সারাদেশে মোট 52 টি গবেষণাকেন্দ্রে কোরোনা ভাইরাস পরীক্ষার কাজ চলছে ৷ অতিরিক্ত 57 টি গবেষণাকেন্দ্র তৈরি রাখা হয়েছে ৷ সেখানে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ৷

Last Updated : Mar 9, 2020, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.