ETV Bharat / bharat

9 মাসের মতো খাদ্যশস্য মজুত রয়েছে, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী - রাম বিলাস পাসওয়ান

এক সাক্ষাত্কারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গত 10 এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলিতে 299.45 লাখ মেট্রিক টন চাল এবং 235.33 লাখ মেট্রিক টন গম মজুত রয়েছে। সব মিলিয়ে মজুত রয়েছে মোট 534.78 লাখ মেট্রিক টন খাদ্যশস্য ।

PDS
দরিদ্র
author img

By

Published : Apr 12, 2020, 8:46 PM IST

Updated : Apr 13, 2020, 12:24 AM IST

দিল্লি,12 এপ্রিল : 81 কোটি রেশন গ্রাহকদের 9 মাস খাওয়ানোর মতো খাদ্যশস্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে । আজ একথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । সঙ্গে আত্মবিশ্বাসের সুরে বলেন, গমের প্রচুর উৎপাদনের ফলে আরও দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত শস্য মজুত করা সম্ভব হবে।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেই আরও দু'সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী । যদিও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । তবে তাঁর সঙ্গে বৈঠকের পরই পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্য 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে । রামবিলাস পাসওয়ান বলেন, এই সংকটের সময় প্রচুর পরিমাণে খাদ্যশস্য বিতরণ লাইফলাইন হিসেবে দেখা দিয়েছে । দরিদ্রদের সময়মতো রেশন সামগ্রী সরবরাহও করা হবে ।

এক সাক্ষাত্কারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গত 10 এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলিতে 299.45 লাখ মেট্রিক টন চাল এবং 235.33 লাখ মেট্রিক টন গম মজুত রয়েছে। সব মিলিয়ে মজুত রয়েছে মোট 534.78 লাখ মেট্রিক টন খাদ্যশস্য ।

তিনি বলেন, রেশনের মাধ্যমে প্রতি মাসে 60 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে । পরিমাণ মতো ডালও এর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, "শস্যের কোনও ঘাটতি নেই। এখন প্রচুর রবি ফসল ফলেছে এবং আমাদের অনুমান যে দু'বছর পর্যন্ত পর্যাপ্ত খাদ্যশস্য মজুত থাকবে" ।

দিল্লি,12 এপ্রিল : 81 কোটি রেশন গ্রাহকদের 9 মাস খাওয়ানোর মতো খাদ্যশস্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে । আজ একথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । সঙ্গে আত্মবিশ্বাসের সুরে বলেন, গমের প্রচুর উৎপাদনের ফলে আরও দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত শস্য মজুত করা সম্ভব হবে।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেই আরও দু'সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী । যদিও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । তবে তাঁর সঙ্গে বৈঠকের পরই পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্য 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে । রামবিলাস পাসওয়ান বলেন, এই সংকটের সময় প্রচুর পরিমাণে খাদ্যশস্য বিতরণ লাইফলাইন হিসেবে দেখা দিয়েছে । দরিদ্রদের সময়মতো রেশন সামগ্রী সরবরাহও করা হবে ।

এক সাক্ষাত্কারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গত 10 এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলিতে 299.45 লাখ মেট্রিক টন চাল এবং 235.33 লাখ মেট্রিক টন গম মজুত রয়েছে। সব মিলিয়ে মজুত রয়েছে মোট 534.78 লাখ মেট্রিক টন খাদ্যশস্য ।

তিনি বলেন, রেশনের মাধ্যমে প্রতি মাসে 60 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে । পরিমাণ মতো ডালও এর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, "শস্যের কোনও ঘাটতি নেই। এখন প্রচুর রবি ফসল ফলেছে এবং আমাদের অনুমান যে দু'বছর পর্যন্ত পর্যাপ্ত খাদ্যশস্য মজুত থাকবে" ।

Last Updated : Apr 13, 2020, 12:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.