ETV Bharat / bharat

বাজেট সংক্রান্ত সবরকম প্রস্তাব শুনতে প্রস্তুত, মন্তব্য নির্মলার

মুদ্রা, বন্ড ও ইকুয়িটি অন্যান্য বাজারে বাজেটের ইতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করছেন অর্থমন্ত্রী ৷ তবে বাজেটের সংশোধন সংক্রান্ত সবরকম প্রস্তাব খতিয়ে দেখা হবে বলেও জানালেন তিনি ৷

Nirmala Sitaraman
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 14, 2020, 5:45 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি : অর্থনৈতিক বিশেষজ্ঞ ও শিল্পপতিদের বাজেট সংক্রান্ত সবরকম প্রস্তাবই বিবেচনা করা হবে ৷ 2020-2021 অর্থবর্ষের সাধারণ বাজেটের প্রস্তাব সংক্রান্ত সংশোধন নিয়ে আজ এই কথাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

নীতি আয়োগ কর্তৃক আয়োজিত বাজেট সংক্রান্ত এক আলোচনামূলক অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী বলেন, "বাজেট সংক্রান্ত প্রস্তাবের কোনও পরিবর্তনের সময়ে আমরা আপনাদের সকলের থেকে সবরকম পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত ৷"

পাশাপাশি বাজেট সংক্রান্ত ঘোষণার পর থেকেই কারেন্সি, বন্ড, ইকুয়িটি-সহ অন্যান্য বাজারেও ভালো প্রভাব পড়েছে বলে আজকের অনুষ্ঠান থেকে জানান অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "এই বাজেটের তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে ভালো প্রভাব পড়েছে ৷ বন্ডের বর্তমান অবস্থাও ইতিবাচক ৷ " আরও বলেন, "যদি আরও কিছু পরিবর্তন আনতে হয় আমরা তার জন্যও প্রস্তুত ৷

আরও পড়ুন : আয়কর প্রদানে দুই রকম কাঠামো, নজিরবিহীন প্রস্তাব বাজেটে

আজকের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রিয়েল এস্টেস্ট ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রের বিশিষ্ট উদ্যোগপতিরাও ৷ কর ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার প্রস্তাবে রিয়েল এস্টেস্ট ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে তার কীরকম প্রভাব পড়তে পারে, সেই কথাও আজ উদ্যোগপতিদের থেকে শুনলেন নির্মলা সীতারমন ৷

বাজেট প্রস্তাবে সংশোধন আনতে হলে কোন কোন দিকে বেশি করে নজর দেওয়া দরকার, সেটি বেশ গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্রীয় সরকার ৷ এর আগে গত সপ্তাহে মুম্বই, কলকাতা ও চেন্নাইতে এই একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্র ৷ 16 ও 17 ফেব্রুয়ারিতেও দুই দিনের সফরে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে থাকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

দিল্লি, 14 ফেব্রুয়ারি : অর্থনৈতিক বিশেষজ্ঞ ও শিল্পপতিদের বাজেট সংক্রান্ত সবরকম প্রস্তাবই বিবেচনা করা হবে ৷ 2020-2021 অর্থবর্ষের সাধারণ বাজেটের প্রস্তাব সংক্রান্ত সংশোধন নিয়ে আজ এই কথাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

নীতি আয়োগ কর্তৃক আয়োজিত বাজেট সংক্রান্ত এক আলোচনামূলক অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী বলেন, "বাজেট সংক্রান্ত প্রস্তাবের কোনও পরিবর্তনের সময়ে আমরা আপনাদের সকলের থেকে সবরকম পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত ৷"

পাশাপাশি বাজেট সংক্রান্ত ঘোষণার পর থেকেই কারেন্সি, বন্ড, ইকুয়িটি-সহ অন্যান্য বাজারেও ভালো প্রভাব পড়েছে বলে আজকের অনুষ্ঠান থেকে জানান অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "এই বাজেটের তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে ভালো প্রভাব পড়েছে ৷ বন্ডের বর্তমান অবস্থাও ইতিবাচক ৷ " আরও বলেন, "যদি আরও কিছু পরিবর্তন আনতে হয় আমরা তার জন্যও প্রস্তুত ৷

আরও পড়ুন : আয়কর প্রদানে দুই রকম কাঠামো, নজিরবিহীন প্রস্তাব বাজেটে

আজকের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রিয়েল এস্টেস্ট ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রের বিশিষ্ট উদ্যোগপতিরাও ৷ কর ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার প্রস্তাবে রিয়েল এস্টেস্ট ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে তার কীরকম প্রভাব পড়তে পারে, সেই কথাও আজ উদ্যোগপতিদের থেকে শুনলেন নির্মলা সীতারমন ৷

বাজেট প্রস্তাবে সংশোধন আনতে হলে কোন কোন দিকে বেশি করে নজর দেওয়া দরকার, সেটি বেশ গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্রীয় সরকার ৷ এর আগে গত সপ্তাহে মুম্বই, কলকাতা ও চেন্নাইতে এই একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্র ৷ 16 ও 17 ফেব্রুয়ারিতেও দুই দিনের সফরে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে থাকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.