ETV Bharat / bharat

ব্রেন ডেড রোগীর হৃদযন্ত্রে প্রাণ বাঁচল আঠারোর যুবকের - দিল্লি এইমসে সফল হার্ট প্রতিস্থাপন

জন্ম থেকে ব্লু বেবি সিনড্রোম নামক হৃদযন্ত্রের বিরল সমস্যায় ভুগছেন দিল্লির আমান ।

H
H
author img

By

Published : Dec 28, 2020, 8:50 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : দিল্লির বাসিন্দা বছর আঠারোর আমান । জন্মেছেন ব্লু বেবি সিনড্রোম নামক হৃদযন্ত্রের বিরল সমস্যা নিয়ে । মৃত্যুর দিন গুনতে থাকা সেই আমানকে নতুন জীবন দিল দিল্লি এইমসের চিকিৎসকরা । সেখানেই তাঁর শরীরে হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন হল ।

দিল্লির এক কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমান হয়ত খুব জোর চার থেকে পাঁচ মাস পর্যন্ত বাঁচত । গত ছয়মাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । ভীষণ দুর্বল ও শয্যাশায়ী হয়ে পড়েছিলেন । ফলে, দ্রুত হার্ট প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়েছিল । যে ডাক্তার মিলিন্দ হোতে আমানের হার্ট প্রতিস্থাপন করেছেন তিনি জানিয়েছেন, ভদোদরার 17 বছরের একটি মেয়ের ব্রেন ডেড হওয়ার খবর পান তিনি । পরে তাঁর হৃদযন্ত্র দিল্লিতে তড়িঘড়ি উড়িয়ে নিয়ে আসা হয় । আপাতত 15 থেকে 20 বছর নিশ্চিন্তে বাঁচতে পাবেন আমান ।

এই নিয়ে চলতি বছরে দিল্লি এইমসে তৃতীয় বার হার্ট ট্রান্সপ্লান্ট করা হল । আগের দুটি লকডাউনের আগে হয়েছিল ।

দিল্লি, 28 ডিসেম্বর : দিল্লির বাসিন্দা বছর আঠারোর আমান । জন্মেছেন ব্লু বেবি সিনড্রোম নামক হৃদযন্ত্রের বিরল সমস্যা নিয়ে । মৃত্যুর দিন গুনতে থাকা সেই আমানকে নতুন জীবন দিল দিল্লি এইমসের চিকিৎসকরা । সেখানেই তাঁর শরীরে হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন হল ।

দিল্লির এক কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমান হয়ত খুব জোর চার থেকে পাঁচ মাস পর্যন্ত বাঁচত । গত ছয়মাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । ভীষণ দুর্বল ও শয্যাশায়ী হয়ে পড়েছিলেন । ফলে, দ্রুত হার্ট প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়েছিল । যে ডাক্তার মিলিন্দ হোতে আমানের হার্ট প্রতিস্থাপন করেছেন তিনি জানিয়েছেন, ভদোদরার 17 বছরের একটি মেয়ের ব্রেন ডেড হওয়ার খবর পান তিনি । পরে তাঁর হৃদযন্ত্র দিল্লিতে তড়িঘড়ি উড়িয়ে নিয়ে আসা হয় । আপাতত 15 থেকে 20 বছর নিশ্চিন্তে বাঁচতে পাবেন আমান ।

এই নিয়ে চলতি বছরে দিল্লি এইমসে তৃতীয় বার হার্ট ট্রান্সপ্লান্ট করা হল । আগের দুটি লকডাউনের আগে হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.