দেরাদুন, 6 ফেব্রুয়ারি : সাইবার হ্য়াকিংয়ের মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ করে জালিয়াতি৷ ব্যাঙ্কের অ্য়াকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা৷ ইদানিং দেশের নানা প্রান্তেই ঘটছে এমন ঘটনা৷ সেই তালিকায় নাম রয়েছে উত্তরাখণ্ডেরও৷ অপরাধীদের পাকড়াও করতে কোমর বেঁধেছে রাজ্য পুলিশের এসটিএফ৷ দেশজুড়ে চলছে ধরপাকড়৷ সম্প্রতি তামিলনাড়ুতে সফল অভিযানের পর উত্তরাখণ্ড এসটিএফের সদস্য়রা কলকাতা লাগোয়া এলাকা থেকে জালিয়াতি চক্রের এক মাথাকে গ্রেপ্তার করে৷ এসটিএফ ও পুলিশের সাইবার বিভাগের যৌথ অভিযানে ধরা পড়ে অনিকেত চক্রবর্তী নামে ওই অভিযুক্ত৷
অভিযোগ, সম্প্রতি উত্তরাখণ্ডের এক বাসিন্দার অ্য়াকাউন্ট থেকে 30 লাখ টাকা গায়েব করে দেয় এই অনিকেত৷ প্রথমে ওই ব্য়ক্তিকে একটি ভুয়ো এসএমএস পাঠায় সে৷ সেই এসএমএসের মাধ্যমেই গ্রাহকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় অনিকেত৷ তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট অ্য়াকাউন্ট থেকে টাকা চুরি করে ওই জালিয়াত৷
উত্তরাখণ্ড এসটিএফ সূত্রে খবর, জালিয়াতির জন্য কলকাতার দু’টি আলাদা ব্য়াঙ্কের অ্য়াকাউন্ট ব্য়বহার করত অনিকেত৷ তার দলের অন্য সদস্যরা বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের ফোন করে নানা প্রলোভন দিত৷ আর তাতে পা দিলেই সর্বনাশ হত গ্রাহকের৷ তাঁর এটিএম কার্ড ও অ্য়াকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে টাকা লুট করে নিত সাইবার লুটেরারা৷
আরও পড়ুন: কলকাতায় পুলিশের নয়া প্রকল্প 'রক্ষাকবচ' এবং 'সন্ধান'
এসটিএফ সূত্রে খবর, শুধুমাত্র গত কয়েক মাসেই এক কোটি টাকারও বেশি টাকা লুট করেছে অনিকেত৷ এক অ্য়াকাউন্ট থেকে অন্য় অ্য়াকাউন্টে টাকা ট্রান্সফারে সে অত্যন্ত দক্ষ বলেও জানিয়েছেন গোয়েন্দারা৷ অনিকেতকে গ্রেপ্তারের পর তাকে জেরা করেই বাকি ঠগবাজদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তাঁরা৷