ETV Bharat / bharat

সাড়া নেই প্রাণের, সুরঙ্গে ছাই আর জল; 32 দেহ উদ্ধার উত্তরাখণ্ডে

2.5 কিলোমিটার দীর্ঘ তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে নেমে উদ্ধার কাজ চলে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ৷ আশঙ্কা করা হচ্ছে এখনও সুরঙ্গে কমপক্ষে 30 জন কর্মী আটকে রয়েছেন ৷

uttarakhand glacier burst
uttarakhand glacier burst
author img

By

Published : Feb 10, 2021, 11:36 AM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 32টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 206 জন ৷ যাঁদের মধ্যে 25-35 জন আটকে রয়েছেন তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে ৷ এই মুহূর্তে সেনা এবং রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর 600 সদস্য জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন ৷

2.5 কিলোমিটার দীর্ঘ তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে নেমে উদ্ধার কাজ চলে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ৷ আজ সকালেও আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা সুরঙ্গে নেমে উদ্ধারকাজ শুরু করেছে ৷ এখনও অবধি সুরঙ্গের 120 মিটার ভেতরে ঢোকা গিয়েছে ৷ সুরঙ্গের গভীরে জমে থাকা ছাই ও জলের কারণে উদ্ধারকাজে চালানো কঠিন হয়ে হচ্ছে ৷

আরও খবর: যাঁরা সুরঙ্গে আটকে পড়েছেন তাঁদের বাঁচানোই প্রাথমিক কাজ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

এদিকে, মৃতদের শনাক্তকরণে একটি হোয়াটসঅ্য়াপ নম্বর চালু করেছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ নম্বরটি হল 7500016666 ৷ এই নম্বরে নিখোঁজের ফটো পাঠালে দেহ শনাক্ত করে পরিবারকে জানানো হবে ৷

দিল্লি, 10 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 32টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 206 জন ৷ যাঁদের মধ্যে 25-35 জন আটকে রয়েছেন তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে ৷ এই মুহূর্তে সেনা এবং রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর 600 সদস্য জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন ৷

2.5 কিলোমিটার দীর্ঘ তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে নেমে উদ্ধার কাজ চলে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ৷ আজ সকালেও আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা সুরঙ্গে নেমে উদ্ধারকাজ শুরু করেছে ৷ এখনও অবধি সুরঙ্গের 120 মিটার ভেতরে ঢোকা গিয়েছে ৷ সুরঙ্গের গভীরে জমে থাকা ছাই ও জলের কারণে উদ্ধারকাজে চালানো কঠিন হয়ে হচ্ছে ৷

আরও খবর: যাঁরা সুরঙ্গে আটকে পড়েছেন তাঁদের বাঁচানোই প্রাথমিক কাজ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

এদিকে, মৃতদের শনাক্তকরণে একটি হোয়াটসঅ্য়াপ নম্বর চালু করেছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ নম্বরটি হল 7500016666 ৷ এই নম্বরে নিখোঁজের ফটো পাঠালে দেহ শনাক্ত করে পরিবারকে জানানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.