ETV Bharat / bharat

জমি নিয়ে পারিবারিক বিবাদ, মৃত্যু মহিলার

উত্তরপ্রদেশে শরিকি জমি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি । ঘটনায় এক মহিলার মৃত্যু হয় ।

UP
UP
author img

By

Published : Jun 11, 2020, 4:31 PM IST

এতাওয়া, 11 জুন : উত্তরপ্রদেশের এতাওয়া জেলায় পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব বাধে । এক মহিলার মৃত্যু হয় । এবং তাঁর দুই সন্তান গুরুতরভাবে জখম । তাদের জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, শরিকি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে । গতরাতে তাদের মধ্যে আবার অশান্তি শুরু হয় । পরিস্থিতি আরও উত্তপ্ত হয় । সেই সময় ওই মহিলা স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান । ফেরার রাস্তাতেই তাঁকে আক্রমণ করে অন্য পরিবারের কয়েকজন সদস্য ।

মৃত মহিলার ছেলে অনুজ এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন । তিনি বলেন, “আমরা বস্রেহর পুলিশ স্টেশন থেকে ফিরছিলাম । তখন ওই পরিবারের সদস্যরা আমাদের ঘিরে ফেলে । আমার মায়ের উপর হামলা করে । আমার মা গুরুতর জখম হন এবং মারা যান ।”

SP অমবীর সিং বলেন, “শরিকি জমি নিয়ে দীর্ঘ বছর ধরে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি । গত রাতে ওই মহিলা এবং তাঁর ছেলেদের রাস্তায় অচেতনভাবে পড়ে থাকতে দেখে পুলিশ । তাঁদের নিয়ে জেলা হাসপাতালে যায় পুলিশ । এমারজেন্সি কেয়ারে নিয়ে যাওয়ার আগেই ওই মহিলার মৃত্যু হয় । আমরা তদন্ত শুরু করেছি । মামলা দায়ের করা হয়েছে ।”

এতাওয়া, 11 জুন : উত্তরপ্রদেশের এতাওয়া জেলায় পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব বাধে । এক মহিলার মৃত্যু হয় । এবং তাঁর দুই সন্তান গুরুতরভাবে জখম । তাদের জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, শরিকি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে । গতরাতে তাদের মধ্যে আবার অশান্তি শুরু হয় । পরিস্থিতি আরও উত্তপ্ত হয় । সেই সময় ওই মহিলা স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান । ফেরার রাস্তাতেই তাঁকে আক্রমণ করে অন্য পরিবারের কয়েকজন সদস্য ।

মৃত মহিলার ছেলে অনুজ এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন । তিনি বলেন, “আমরা বস্রেহর পুলিশ স্টেশন থেকে ফিরছিলাম । তখন ওই পরিবারের সদস্যরা আমাদের ঘিরে ফেলে । আমার মায়ের উপর হামলা করে । আমার মা গুরুতর জখম হন এবং মারা যান ।”

SP অমবীর সিং বলেন, “শরিকি জমি নিয়ে দীর্ঘ বছর ধরে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি । গত রাতে ওই মহিলা এবং তাঁর ছেলেদের রাস্তায় অচেতনভাবে পড়ে থাকতে দেখে পুলিশ । তাঁদের নিয়ে জেলা হাসপাতালে যায় পুলিশ । এমারজেন্সি কেয়ারে নিয়ে যাওয়ার আগেই ওই মহিলার মৃত্যু হয় । আমরা তদন্ত শুরু করেছি । মামলা দায়ের করা হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.