গন্ডা ( উত্তর প্রদেশ ), 29 মে : মদের টাকা না মেলায় ছুরি দিয়ে মা কে খুন ব্যক্তির । ঘটনাটি উত্তরপ্রদেশের গন্ডা জেলার । অভিযুক্তের নাম সঞ্জয় শুক্লা । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ।
পুলিশ সূত্রে খবর , অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ছিল । গতকাল রাতে মদ কেনার জন্য সে তার মায়ের কাছ থেকে টাকা চায় । কিন্তু সেই টাকা না মেলায় রাগের বশে তার মা কে খুন করে ।
ঘটনার পরে মৃতের নাতি শশাঙ্ক শুক্লা থানায় অভিযোগ দায়ের করেন । তিনি বলেন, " প্রতিদিনই সঞ্জয় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। ঘরে ফেরার পর সে তার স্ত্রীকে মারধর করত । যে কারণে স্ত্রীও তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যান । " ঘটনার তদন্ত শুরু হয়েছে ।