ETV Bharat / bharat

চিন্ময়নন্দকে ফাঁসানোর চেষ্টা ? তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিযোগকারিণীই

আইনের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে । এবার ঘটনায় এল নতুন মোড় । উত্তরপ্রদেশের DGP ও পি সিং জানিয়েছেন, অভিযোগকারিণী তোলাবাজির চেষ্টা চালিয়েছেন । তাই, তাঁকে গ্রেপ্তার করেছে SIT

ফাইল ফোটো
author img

By

Published : Sep 25, 2019, 10:29 AM IST

Updated : Sep 25, 2019, 11:43 AM IST

শাহজাহানপুর, 25 সেপ্টেম্বর : অভিযোগ করেছিলেন, BJP নেতা স্বামী চিন্ময়নন্দ তাঁকে যৌন হেনস্থা করেছে । ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে । এবার ঘটনায় এল নতুন মোড় ।

উত্তরপ্রদেশের DGP ও পি সিং জানিয়েছেন, অভিযোগকারিণী তোলাবাজির চেষ্টা চালিয়েছেন । তাই, তাঁকে গ্রেপ্তার করেছে SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের অন্যতম প্রভাবশালী এই BJP নেতা একাধিক আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান চালান । প্রায় একমাস আগে তাঁর বিরুদ্ধে আইনের ওই ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ আনেন । চিন্ময়নন্দের একটি কলেজের আইন বিভাগে তিনি পড়াশোনা করতেন । 23 বছরের ওই ছাত্রীর অভিযোগ ছিল, গত প্রায় একবছর ধরে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেছেন । তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলেছেন এবং ব্ল্যাকমেলের হুমকি দিয়েছেন ।

20 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় স্বামী চিন্ময়নন্দকে ।

শাহজাহানপুর, 25 সেপ্টেম্বর : অভিযোগ করেছিলেন, BJP নেতা স্বামী চিন্ময়নন্দ তাঁকে যৌন হেনস্থা করেছে । ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে । এবার ঘটনায় এল নতুন মোড় ।

উত্তরপ্রদেশের DGP ও পি সিং জানিয়েছেন, অভিযোগকারিণী তোলাবাজির চেষ্টা চালিয়েছেন । তাই, তাঁকে গ্রেপ্তার করেছে SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের অন্যতম প্রভাবশালী এই BJP নেতা একাধিক আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান চালান । প্রায় একমাস আগে তাঁর বিরুদ্ধে আইনের ওই ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ আনেন । চিন্ময়নন্দের একটি কলেজের আইন বিভাগে তিনি পড়াশোনা করতেন । 23 বছরের ওই ছাত্রীর অভিযোগ ছিল, গত প্রায় একবছর ধরে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেছেন । তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলেছেন এবং ব্ল্যাকমেলের হুমকি দিয়েছেন ।

20 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় স্বামী চিন্ময়নন্দকে ।

New York, Sep 25 (ANI): Union Minister of Environment, Forest and Climate Change, Prakash Javadekar attended United Nations Climate Summit and spoke to ANI. He said, "It was a historic moment that the United Nations commemorated 150th birth anniversary of Mahatma Gandhi by planting 150 trees and India erected 195 solar panels on terrace of UN. Non-violence and peace are the values cherished by Mahatma Gandhi will be remembered."


Last Updated : Sep 25, 2019, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.