ETV Bharat / bharat

কোয়ারানটিন সেন্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের

উত্তরপ্রদেশের রামপুরে একটি কোয়ারানটিন সেন্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবকের । কীভাবে তিনি পড়ে গিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Quarantine Center
Quarantine
author img

By

Published : Jul 5, 2020, 3:39 PM IST

রামপুর (উত্তরপ্রদেশ), 5 জুলাই : দিনকয়েক আগেই মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । মায়ের সংস্পর্শে আসায় তাঁকেও রাখা হয়েছিল কোয়ারানটিন সেন্টারে । আজ উত্তরপ্রদেশের রামপুরের তিনতলা ওই কোয়ারানটিন সেন্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর 33-এর এক যুবকের । জানালেন সেখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবোধ কুমার ।

CMO বলেন, “আগাপুরের এক মহিলা কোরোনা আক্রান্ত হওয়ার পর তাঁর দুই ছেলেকেও কোয়ারানটিনে পাঠানো হয় । তাঁদের মধ্যে একজন মাদকাসক্ত হওয়ায় তাঁর উপসর্গগুলি বাড়তে থাকে । বিরক্ত হয়ে সে দৌড়ে সেন্টারের ছাদে চলে যায় । তবে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু না পড়ে গিয়ে সেই বিষয়ে তদন্ত চলছে ।”

ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

রামপুর (উত্তরপ্রদেশ), 5 জুলাই : দিনকয়েক আগেই মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । মায়ের সংস্পর্শে আসায় তাঁকেও রাখা হয়েছিল কোয়ারানটিন সেন্টারে । আজ উত্তরপ্রদেশের রামপুরের তিনতলা ওই কোয়ারানটিন সেন্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর 33-এর এক যুবকের । জানালেন সেখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবোধ কুমার ।

CMO বলেন, “আগাপুরের এক মহিলা কোরোনা আক্রান্ত হওয়ার পর তাঁর দুই ছেলেকেও কোয়ারানটিনে পাঠানো হয় । তাঁদের মধ্যে একজন মাদকাসক্ত হওয়ায় তাঁর উপসর্গগুলি বাড়তে থাকে । বিরক্ত হয়ে সে দৌড়ে সেন্টারের ছাদে চলে যায় । তবে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু না পড়ে গিয়ে সেই বিষয়ে তদন্ত চলছে ।”

ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.