ETV Bharat / bharat

মোদি-ইমরান খান দু'জনের সঙ্গেই সম্পর্ক খুব ভালো : ট্রাম্প

দু'দিনের ভারত সফরের শেষদিনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই তার সম্পর্ক খুব ভালো ৷

US President Donald Trump
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Feb 25, 2020, 8:05 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি: ভারত সফরে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সন্ত্রাসবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘‘ভারত ও পাকিস্তান-দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক ৷’’

নানা ইশুতে ভারত-পাকিস্তান দ্বৈরথ অব্যাহত ৷ কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়েছে ৷ সীমান্তে গোলাবর্ষণ ও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান ৷ এই পরিস্থিতিতে অ্যামেরিকার প্রেসিডেন্টের পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ভারত সফর শেষ করার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বললেন, ‘‘আমার সঙ্গে প্রধানমন্ত্রী খানের (ইমরান খান) ভালো সম্পর্ক ৷ আজ আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেকক্ষণ কথা হয়েছে ৷ সন্ত্রাসবাদ যে একটি বড় সমস্যা, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই, তবে ভারত এই সমস্যা সমাধানে কাজ করছে ৷ ভারত একটি সাহসী দেশ ৷ আমি বরাবরই বলেছি দু'দেশের মধ্যে সমস্যার সমাধানে আমি সমস্ত রকমের সাহায্য বা মধ্যস্থতা করতে রাজি ৷ আমার সঙ্গে দুজনের (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান) সম্পর্কই খুব ভালো ৷ পাকিস্তানে বর্তমানে বেশ কিছু সমস্যা চলছে ৷ আমরা দেখছি এই বিষয়ে কিছু করা যায় কি না ৷ দুই দেশের সমস্যা সমাধানে আমি যতটা সম্ভব সাহায্য করতে রাজি ৷’’

কাশ্মীর ইশু নিয়েও ট্রাম্প মুখ খোলেন ৷ তিনি বলেন, ‘‘ বহুদিন ধরেই কাশ্মীর নিয়ে সমস্যা চলছে ৷ তবে সব গল্পেরই দুটি দিক থাকে ৷ আমরা আজ অনেকক্ষণ ধরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ৷’’

তাঁদের আলোচনায় সন্ত্রাসবাদ দমনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প ৷ সেই সূত্র ধরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, ‘‘নরেন্দ্র মোদি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৷ তিনি অসম্ভব ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের মানুষ ৷ তবে তিনি অত্য়ন্ত কঠোর মানসিকতার মানুষ ৷ আমি তাঁকে কাজ করতে দেখেছি, তিনি এই বিষয়টি সামলে নেবেন ৷’’

দিল্লি, 25 ফেব্রুয়ারি: ভারত সফরে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সন্ত্রাসবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘‘ভারত ও পাকিস্তান-দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক ৷’’

নানা ইশুতে ভারত-পাকিস্তান দ্বৈরথ অব্যাহত ৷ কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়েছে ৷ সীমান্তে গোলাবর্ষণ ও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান ৷ এই পরিস্থিতিতে অ্যামেরিকার প্রেসিডেন্টের পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ভারত সফর শেষ করার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বললেন, ‘‘আমার সঙ্গে প্রধানমন্ত্রী খানের (ইমরান খান) ভালো সম্পর্ক ৷ আজ আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেকক্ষণ কথা হয়েছে ৷ সন্ত্রাসবাদ যে একটি বড় সমস্যা, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই, তবে ভারত এই সমস্যা সমাধানে কাজ করছে ৷ ভারত একটি সাহসী দেশ ৷ আমি বরাবরই বলেছি দু'দেশের মধ্যে সমস্যার সমাধানে আমি সমস্ত রকমের সাহায্য বা মধ্যস্থতা করতে রাজি ৷ আমার সঙ্গে দুজনের (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান) সম্পর্কই খুব ভালো ৷ পাকিস্তানে বর্তমানে বেশ কিছু সমস্যা চলছে ৷ আমরা দেখছি এই বিষয়ে কিছু করা যায় কি না ৷ দুই দেশের সমস্যা সমাধানে আমি যতটা সম্ভব সাহায্য করতে রাজি ৷’’

কাশ্মীর ইশু নিয়েও ট্রাম্প মুখ খোলেন ৷ তিনি বলেন, ‘‘ বহুদিন ধরেই কাশ্মীর নিয়ে সমস্যা চলছে ৷ তবে সব গল্পেরই দুটি দিক থাকে ৷ আমরা আজ অনেকক্ষণ ধরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ৷’’

তাঁদের আলোচনায় সন্ত্রাসবাদ দমনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প ৷ সেই সূত্র ধরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, ‘‘নরেন্দ্র মোদি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৷ তিনি অসম্ভব ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের মানুষ ৷ তবে তিনি অত্য়ন্ত কঠোর মানসিকতার মানুষ ৷ আমি তাঁকে কাজ করতে দেখেছি, তিনি এই বিষয়টি সামলে নেবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.