ETV Bharat / bharat

চিকিৎসকের উপর হামলায় 10 বছরের কারাদণ্ড, সুপারিশ খসড়া বিলে

author img

By

Published : Sep 3, 2019, 2:12 PM IST

দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে । সেই বিষয়টি নজরে রেখে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র । তাই বিলের খসড়া তৈরি করা হচ্ছে ।

চিকিৎসকের উপর হামলায় 10 বছরের কারাদণ্ড, সুপারিশ খসড়া বিলে

দিল্লি, 3 সেপ্টেম্বর : হাসপাতালে কর্মরত চিকিৎসকের উপর হামলা করলে 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানার সুপারিশ করা হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে । দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে । সেই বিষয়টি নজরে রেখে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র । তাই বিলের খসড়া তৈরি করা হচ্ছে । বিলের খসড়া তৈরির আগে স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষের মতামত চেয়েছিল । গতকাল খসড়া বিলটি প্রথম জনসমক্ষে পেশ করা হয় ।

মন্ত্রকের এক আধিকারিক বলেন, "দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলা রুখতে চাই আমরা । পরিস্থিতির কথা মাথায় রেখে বিলের খসড়া তৈরি করেছি । এই খসড়ায় আরও পরিমার্জন করা যায় কি না, তা খতিয়ে দেখছি ।"

প্রসঙ্গত, দুই দিন আগেই অসমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব এক চিকিৎসককে জনরোষের সম্মুখীন হতে হয় । গণপিটুনিতে মৃত্যু হয় সেই চিকিৎসকের । সেই ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

চলতি বছরের জুনে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS হাসপাতাল । মারধরে গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক । এরপর দেশজুড়ে চিকিৎসকরা আন্দোলনে নামে । রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালের ইনডোর পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু হয় । তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার ।

দিল্লি, 3 সেপ্টেম্বর : হাসপাতালে কর্মরত চিকিৎসকের উপর হামলা করলে 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানার সুপারিশ করা হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে । দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে । সেই বিষয়টি নজরে রেখে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র । তাই বিলের খসড়া তৈরি করা হচ্ছে । বিলের খসড়া তৈরির আগে স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষের মতামত চেয়েছিল । গতকাল খসড়া বিলটি প্রথম জনসমক্ষে পেশ করা হয় ।

মন্ত্রকের এক আধিকারিক বলেন, "দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলা রুখতে চাই আমরা । পরিস্থিতির কথা মাথায় রেখে বিলের খসড়া তৈরি করেছি । এই খসড়ায় আরও পরিমার্জন করা যায় কি না, তা খতিয়ে দেখছি ।"

প্রসঙ্গত, দুই দিন আগেই অসমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব এক চিকিৎসককে জনরোষের সম্মুখীন হতে হয় । গণপিটুনিতে মৃত্যু হয় সেই চিকিৎসকের । সেই ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

চলতি বছরের জুনে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS হাসপাতাল । মারধরে গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক । এরপর দেশজুড়ে চিকিৎসকরা আন্দোলনে নামে । রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালের ইনডোর পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু হয় । তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার ।

Navi Mumbai (Maharashtra), Sep 03 (ANI): A massive fire broke out at Oil and Natural Gas Corporation (ONGC) plant in Uran, Navi Mumbai. ONGC fire services and crisis management team immediately pressed into action. Confirming the incident ONGC tweeted,"Fire broke out in storm water drainage in Uran Plant early morning successfully doused within two hours by fire fighting team." Fire tenders have reached the spot. No injuries have been reported so far. Further investigation is underway. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.