ETV Bharat / bharat

হাথরসের ঘটনায় দেশদ্রোহিতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র-সহ 19 টি মামল রুজু পুলিশের - Yogi Adityanath

হাথরসের ঘটনাকে ঘিরে অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছে সে-রাজ্যের প্রশাসন । দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষে প্ররোচনা দেওয়া, ইলেকট্রনিক প্রমাণগুলির উপর কাটাছেঁড়া করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির মামলা রুজু করা হয়েছে ।

Hathras Horror
হাথরসের ঘটনার প্রতিবাদ
author img

By

Published : Oct 5, 2020, 6:43 PM IST

লখনউ, 5 অক্টোবর : হাথরসের ঘটনায় এখনও পর্যন্ত 19 টি মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ । এর মধ্যে রয়েছে দেশদ্রোহ, আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র ও ধর্মীয় হিংসায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর মামলাও । প্রসঙ্গত, গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, রাজ্যের উন্নয়নে যাদের সমস্যা হচ্ছে, তারাই হাথরসের ঘটনাকে ঘিরে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে । যোগীর এই মন্তব্যের চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই 19 টি মামলা রুজু করল পুলিশ ।

যে মামলাগুলি রুজু করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষে প্ররোচনা দেওয়া, ইলেকট্রনিক প্রমাণগুলির উপর কাটাছেঁড়া করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির মামলা । পুলিশের ফের একবার অতিসক্রিয়তা । হাথরসের ঘটনাকে ঘিরে অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছে সে-রাজ্যের প্রশাসন ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "হাথরসের ঘটনার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে । আমরা তদন্ত করে সত্য তুলে ধরব ।"

আরও পড়ুন : তাঁর দলের কর্মীরাই প্রথম হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, দাবি মায়াবতীর

এদিকে নির্যাতিতা দলিত যুবতির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিরোধী দলের প্রতিনিধিরা । এর জেরে পুলিশ কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হয়েছে বলেও মামলা রুজু করেছে ।

প্রসঙ্গত, হাথরসের ঘটনায় ঠিকমতো তদন্ত না হওয়ার অভিযোগ উঠেছে যোগী সরকার ও পুলিশের বিরুদ্ধে । পুলিশের অবশ্য দাবি, ফরেনসিক রিপোর্টে হাথরসের যুবতির শরীরে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি । আগ্রার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই যুবতির নমুনা পরীক্ষা করা হয় ৷ ফরেনসিক দল জানায়, ধর্ষণ হয়নি তাঁর ৷ যদিও ঘটনার 11 দিন পর নমুনা পরীক্ষা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ।

লখনউ, 5 অক্টোবর : হাথরসের ঘটনায় এখনও পর্যন্ত 19 টি মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ । এর মধ্যে রয়েছে দেশদ্রোহ, আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র ও ধর্মীয় হিংসায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর মামলাও । প্রসঙ্গত, গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, রাজ্যের উন্নয়নে যাদের সমস্যা হচ্ছে, তারাই হাথরসের ঘটনাকে ঘিরে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে । যোগীর এই মন্তব্যের চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই 19 টি মামলা রুজু করল পুলিশ ।

যে মামলাগুলি রুজু করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষে প্ররোচনা দেওয়া, ইলেকট্রনিক প্রমাণগুলির উপর কাটাছেঁড়া করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির মামলা । পুলিশের ফের একবার অতিসক্রিয়তা । হাথরসের ঘটনাকে ঘিরে অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছে সে-রাজ্যের প্রশাসন ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "হাথরসের ঘটনার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে । আমরা তদন্ত করে সত্য তুলে ধরব ।"

আরও পড়ুন : তাঁর দলের কর্মীরাই প্রথম হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, দাবি মায়াবতীর

এদিকে নির্যাতিতা দলিত যুবতির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিরোধী দলের প্রতিনিধিরা । এর জেরে পুলিশ কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হয়েছে বলেও মামলা রুজু করেছে ।

প্রসঙ্গত, হাথরসের ঘটনায় ঠিকমতো তদন্ত না হওয়ার অভিযোগ উঠেছে যোগী সরকার ও পুলিশের বিরুদ্ধে । পুলিশের অবশ্য দাবি, ফরেনসিক রিপোর্টে হাথরসের যুবতির শরীরে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি । আগ্রার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই যুবতির নমুনা পরীক্ষা করা হয় ৷ ফরেনসিক দল জানায়, ধর্ষণ হয়নি তাঁর ৷ যদিও ঘটনার 11 দিন পর নমুনা পরীক্ষা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.