ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে সীমাহীন 'জঙ্গলরাজ' চলছে, বলরামপুরের ঘটনায় প্রতিক্রিয়া কংগ্রেসের - Hathras gangrape victim

হাথরস, বলরামপুর একের পর এক অপহরণ, গণধর্ষণ ও খুনের ঘটনায় যোগী সরকারের কাছে জবাবদিহি দাবি কংগ্রেসের ।

Congress reaction on balarampur incident
Congress reaction on balarampur incident
author img

By

Published : Oct 1, 2020, 4:57 PM IST

দিল্লি, 1 অক্টোবর : সমস্ত উত্তরপ্রদেশজুড়ে চলছে 'জঙ্গলরাজ' । রাজ্যে কেন এমন পরিস্থিতি যোগী সরকারের কাছে জবাবদিহি দাবি কংগ্রেসের ।

হাথরসের পর উত্তরপ্রদেশের বলরামপুর । ফের দলিত যুবতিকে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ ৷ একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বলেন, "বেঁচে থাকাকালীন সম্মান দিতে পারেনি এমনকী মরে যাওয়ার পরও যোগ্য সম্মান দেয়নি ।" টুইটে কেন্দ্রীয় সরকারের "বেটি বাঁচাও, বেটি পড়াও" প্রকল্পের প্রসঙ্গ টেনে লেখেন, "BJP-র স্লোগান শিশুকন্যা বাঁচানো নয়, বরং সত্যকে লুকিয়ে ক্ষমতাবানদের বাঁচানো ।"

  • हाथरस जैसी वीभत्स घटना बलरामपुर में घटी। लड़की का बलात्कार कर पैर और कमर तोड़ दी गई। आजमगढ़, बागपत, बुलंदशहर में बच्चियों से दरिंदगी हुई।

    यूपी में फैले जंगलराज की हद नहीं। मार्केटिंग, भाषणों से कानून व्यवस्था नहीं चलती। ये मुख्यमंत्री की जवाबदेही का वक्त है। जनता को जवाब चाहिए।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি জানান, হাথরসের মতো বলরামপুরেও দলিত যুবতিকে গণধর্ষণ করা হয়েছে । তার পা ভেঙে দেওয়া হয়েছে । বলেন, "আজমগড়, বাঘপেট, বুলান্দসারেও অনেক মেয়ে নির্যাতনের শিকার । উত্তরপ্রদেশে যে 'জঙ্গলরাজ' ছড়িয়েছে তার কোনও সীমা নেই । বিজ্ঞাপন বা বক্তৃতা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না । সময় এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে । "

দিল্লি, 1 অক্টোবর : সমস্ত উত্তরপ্রদেশজুড়ে চলছে 'জঙ্গলরাজ' । রাজ্যে কেন এমন পরিস্থিতি যোগী সরকারের কাছে জবাবদিহি দাবি কংগ্রেসের ।

হাথরসের পর উত্তরপ্রদেশের বলরামপুর । ফের দলিত যুবতিকে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ ৷ একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বলেন, "বেঁচে থাকাকালীন সম্মান দিতে পারেনি এমনকী মরে যাওয়ার পরও যোগ্য সম্মান দেয়নি ।" টুইটে কেন্দ্রীয় সরকারের "বেটি বাঁচাও, বেটি পড়াও" প্রকল্পের প্রসঙ্গ টেনে লেখেন, "BJP-র স্লোগান শিশুকন্যা বাঁচানো নয়, বরং সত্যকে লুকিয়ে ক্ষমতাবানদের বাঁচানো ।"

  • हाथरस जैसी वीभत्स घटना बलरामपुर में घटी। लड़की का बलात्कार कर पैर और कमर तोड़ दी गई। आजमगढ़, बागपत, बुलंदशहर में बच्चियों से दरिंदगी हुई।

    यूपी में फैले जंगलराज की हद नहीं। मार्केटिंग, भाषणों से कानून व्यवस्था नहीं चलती। ये मुख्यमंत्री की जवाबदेही का वक्त है। जनता को जवाब चाहिए।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি জানান, হাথরসের মতো বলরামপুরেও দলিত যুবতিকে গণধর্ষণ করা হয়েছে । তার পা ভেঙে দেওয়া হয়েছে । বলেন, "আজমগড়, বাঘপেট, বুলান্দসারেও অনেক মেয়ে নির্যাতনের শিকার । উত্তরপ্রদেশে যে 'জঙ্গলরাজ' ছড়িয়েছে তার কোনও সীমা নেই । বিজ্ঞাপন বা বক্তৃতা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না । সময় এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.