লখনউ, 1 ডিসেম্বর : উত্তরপ্রদেশের বলরামপুরে স্থানীয় এক সাংবাদিককে স্য়ানিটাইজ়ার ঢেলে আগুন লাগিয়ে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনায় পঞ্চায়েত প্রধানের ছেলে সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
মৃত সাংবাদিক রাকেশ সিং নির্ভীক স্থানীয় এক পত্রিকার সাংবাদিক ছিলেন ৷ রাকেশের সঙ্গে তাঁর বন্ধু পিন্টু সাহুকেও পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ ৷ গত শুক্রবার রাকেশের বলরামপুরের বাড়িতে গিয়েছিলেন পিন্টু ৷ সেখানেই মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের ছেলে রিঙ্কু মিশ্র, আর এক অভিযুক্ত আক্রম ও তার সঙ্গী ললিত মিশ্র তাঁদের পুড়িয়ে মারে বলে অভিযোগ ৷
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের মধ্য়ে রিঙ্কু মিশ্র পঞ্চায়েত প্রধানের ছেলে ৷ আর এক অভিযুক্ত আক্রমের বিরুদ্ধে খুন সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ ঘটনায় আক্রমের বন্ধু ললিত মিশ্রকেও গ্রেপ্তার করা হয়েছে ৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নির্ভীক সাংবাদিকতার কারণে রাকেশের সঙ্গে রিঙ্কুর আগেও বিবাদ হয়েছিল ৷ এছাড়াও পিন্টুর সঙ্গেও দেনাপাওনা নিয়ে রিঙ্কুর বিবাদ চলছিল ৷ এনিয়ে 27 নভেম্বর রাতে একটি বারের সামনে ললিত ও পিন্টুর মধ্য়ে মারপিট হয়েছিল ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রাকেশ ও পিন্টুকে খুনের আগে মদ্য়পান করায় অভিযুক্তরা ৷ দুর্ঘটনা বলে চালানোর জন্য়ই এমনটা করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷ হাসপাতালে মৃত্য়ুর আগে রাকেশ একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে পঞ্চায়েত প্রধানের ছেলে সহ বাকি দু’জনের নাম জানান তিনি ৷ সেখানে রাকেশ বলেন, ওই পঞ্চায়েত প্রধান ও তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায়ই খবর করতেন তিনি ৷ সেই সত্য় প্রকাশের দামই তাঁকে দিতে হচ্ছে ৷
এই ঘটনায় বলরামপুরের পুলিশ সুপার জানান, খুনের ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা ৷ কিন্তু তদন্তে নেমে কিছু অসঙ্গতি নজরে আসায় পুলিশ বুঝতে পারে, যে এটা একটা চক্রান্ত ৷ এরপর অভিযুক্তদের নাম জানতে পারেন তদন্তকারী অফিসাররা ৷ প্রয়োজনে আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷