ETV Bharat / bharat

SP-সহ সাসপেন্ড 5 পুলিশ আধিকারিক, মেয়েদের নিরাপত্তার প্রতিশ্রুতি যোগীর - Yogi Adityanath on Hathras Gangrape case

"উত্তরপ্রদেশে মা ও মেয়েদের ক্ষতি করার কথা যাঁরা চিন্তাও করবেন, তাঁদের ধ্বংস অনিবার্য । তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে ।" টুইট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ।

Hathras Gangrape case
প্রতীকী ছবি
author img

By

Published : Oct 2, 2020, 6:53 PM IST

Updated : Oct 2, 2020, 11:10 PM IST

দিল্লি, 2 অক্টোবর : হাথরসের ঘটনায় বারবার পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে । প্রশাসনের অকর্মণ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । বছর কুড়ির দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বারবার আঙুল উঠছিল যোগী সরকারের দিকে । যদিও ফরেন্সিক রিপোর্ট বলছে, ধর্ষণের কোনও প্রমাণ নেই । তবুও প্রতিবাদের কণ্ঠ যেন ক্রমেই জোরালো হচ্ছে । আর এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী । নামলেন ড্যামেজ কন্ট্রোলে । টুইটারে যোগী আদিত্যনাথ লেখেন, "রাজ্যের সব মা ও বোনের নিরাপত্তা, সুরক্ষা ও বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উত্তরপ্রদেশের সরকার ।"

এদিকে হাথরসের ঘটনাকে ঘিরে বাড়তে থাকা বিক্ষোভ-প্রতিবাদের জেরে হাথরসের পুলিশ সুপার বিক্রান্ত বীর, ডেপুটি পুলিশ সুপার-সহ মোট পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ । যে বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে, তাঁদের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পাঁচ পুলিশ আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি ।

কখনও রাহুল-প্রিয়াঙ্কা, কখনও ডেরেক... হাথরস ইশুতে বিরোধীদের মুখ বন্ধ করতে হিমশিম খেতে হচ্ছে যোগীর পুলিশকে । এই পরিস্থিতিতে আদিত্যনাথের এই টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । উত্তরপ্রদেশে নারী সুরক্ষার বিষয়ে আজ টুইটারে তিনি লেখেন, "উত্তরপ্রদেশে মা ও মেয়েদের ক্ষতি করার কথা যাঁরা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য । তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে । উত্তরপ্রদেশের সরকার সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ । এটাই আমাদের অঙ্গীকার ।"

  • उत्तर प्रदेश में माताओं-बहनों के सम्मान-स्वाभिमान को क्षति पहुंचाने का विचार मात्र रखने वालों का समूल नाश सुनिश्चित है।

    इन्हें ऐसा दंड मिलेगा जो भविष्य में उदाहरण प्रस्तुत करेगा।

    आपकी @UPGovt प्रत्येक माता-बहन की सुरक्षा व विकास हेतु संकल्पबद्ध है।

    यह हमारा संकल्प है-वचन है।

    — Yogi Adityanath (@myogiadityanath) October 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "ফোন বাজেয়াপ্ত, বাড়ির বাইরে আসতে বাধা", অভিযোগ হাথরসে নির্যাতিতার পরিজনদের

প্রসঙ্গত, গতকালই নির্যাতিতা দলিত কিশোরীর পরিবারের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন যোগী আদিত্যনাথ । দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ও নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । ক্ষতিপূরণ হিসেবে 25 লাখ টাকা, একটি বাড়ি ও পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন ।

এদিকে গতকাল রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি হাথরসে প্রবেশ করার চেষ্টা করতে তাঁদের পথ আটকায় পুলিশ । আটক করা হয় রাহুল-প্রিয়াঙ্কাকে । এরপর আজ রাজধানীর বাল্মিকী মন্দিরে হাথরসের নির্যাতিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও । সেখানে হাথরসের ঘটনার প্রতিবাদে তিনি বলেন, "আমাদের বোন যাতে ন্যায় বিচার পায়, তা আমরা নিশ্চিত করব । যতক্ষণ না সে বিচার পাচ্ছে, আমরা চুপ করে বসে থাকব না ।"

আরও পড়ুন : আধিকারিকদের তলব করেছে হাইকোর্ট, আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার : প্রিয়াঙ্কা

যোগী সরকারের উপর চাপ বাড়িয়ে তিনি আরও বলেন, "সরকার কোনও সাহায্য করছে না । নির্যাতিতার পরিবারের লোকেরা অসহায় হয়ে পড়ে রয়েছেন । আমরা এই ইশুতে সরকারের উপর রাজনৈতিকভাবে চাপ তৈরি করে যাব ।" নির্যাতিতার সৎকার পর্যন্ত হিন্দু রীতি মেনে হয়নি বলে অভিযোগ তোলেন তিনি ।

দিল্লি, 2 অক্টোবর : হাথরসের ঘটনায় বারবার পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে । প্রশাসনের অকর্মণ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । বছর কুড়ির দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বারবার আঙুল উঠছিল যোগী সরকারের দিকে । যদিও ফরেন্সিক রিপোর্ট বলছে, ধর্ষণের কোনও প্রমাণ নেই । তবুও প্রতিবাদের কণ্ঠ যেন ক্রমেই জোরালো হচ্ছে । আর এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী । নামলেন ড্যামেজ কন্ট্রোলে । টুইটারে যোগী আদিত্যনাথ লেখেন, "রাজ্যের সব মা ও বোনের নিরাপত্তা, সুরক্ষা ও বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উত্তরপ্রদেশের সরকার ।"

এদিকে হাথরসের ঘটনাকে ঘিরে বাড়তে থাকা বিক্ষোভ-প্রতিবাদের জেরে হাথরসের পুলিশ সুপার বিক্রান্ত বীর, ডেপুটি পুলিশ সুপার-সহ মোট পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ । যে বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে, তাঁদের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পাঁচ পুলিশ আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি ।

কখনও রাহুল-প্রিয়াঙ্কা, কখনও ডেরেক... হাথরস ইশুতে বিরোধীদের মুখ বন্ধ করতে হিমশিম খেতে হচ্ছে যোগীর পুলিশকে । এই পরিস্থিতিতে আদিত্যনাথের এই টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । উত্তরপ্রদেশে নারী সুরক্ষার বিষয়ে আজ টুইটারে তিনি লেখেন, "উত্তরপ্রদেশে মা ও মেয়েদের ক্ষতি করার কথা যাঁরা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য । তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে । উত্তরপ্রদেশের সরকার সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ । এটাই আমাদের অঙ্গীকার ।"

  • उत्तर प्रदेश में माताओं-बहनों के सम्मान-स्वाभिमान को क्षति पहुंचाने का विचार मात्र रखने वालों का समूल नाश सुनिश्चित है।

    इन्हें ऐसा दंड मिलेगा जो भविष्य में उदाहरण प्रस्तुत करेगा।

    आपकी @UPGovt प्रत्येक माता-बहन की सुरक्षा व विकास हेतु संकल्पबद्ध है।

    यह हमारा संकल्प है-वचन है।

    — Yogi Adityanath (@myogiadityanath) October 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "ফোন বাজেয়াপ্ত, বাড়ির বাইরে আসতে বাধা", অভিযোগ হাথরসে নির্যাতিতার পরিজনদের

প্রসঙ্গত, গতকালই নির্যাতিতা দলিত কিশোরীর পরিবারের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন যোগী আদিত্যনাথ । দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ও নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । ক্ষতিপূরণ হিসেবে 25 লাখ টাকা, একটি বাড়ি ও পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন ।

এদিকে গতকাল রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি হাথরসে প্রবেশ করার চেষ্টা করতে তাঁদের পথ আটকায় পুলিশ । আটক করা হয় রাহুল-প্রিয়াঙ্কাকে । এরপর আজ রাজধানীর বাল্মিকী মন্দিরে হাথরসের নির্যাতিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও । সেখানে হাথরসের ঘটনার প্রতিবাদে তিনি বলেন, "আমাদের বোন যাতে ন্যায় বিচার পায়, তা আমরা নিশ্চিত করব । যতক্ষণ না সে বিচার পাচ্ছে, আমরা চুপ করে বসে থাকব না ।"

আরও পড়ুন : আধিকারিকদের তলব করেছে হাইকোর্ট, আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার : প্রিয়াঙ্কা

যোগী সরকারের উপর চাপ বাড়িয়ে তিনি আরও বলেন, "সরকার কোনও সাহায্য করছে না । নির্যাতিতার পরিবারের লোকেরা অসহায় হয়ে পড়ে রয়েছেন । আমরা এই ইশুতে সরকারের উপর রাজনৈতিকভাবে চাপ তৈরি করে যাব ।" নির্যাতিতার সৎকার পর্যন্ত হিন্দু রীতি মেনে হয়নি বলে অভিযোগ তোলেন তিনি ।

Last Updated : Oct 2, 2020, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.