ETV Bharat / bharat

উন্নাওয়ে আরও এক ধর্ষিতার মৃত্যু - Unnao victim died

চিকিৎসা চলাকালীন মৃত্যু হল উন্নাওয়ের এক ধর্ষিতার । আজ কানপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

rape
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 21, 2019, 9:39 PM IST

Updated : Dec 21, 2019, 10:40 PM IST

কানপুর, 21 ডিসেম্বর : উন্নাওয়ে মৃত্যু হল আরও এক ধর্ষিতার ৷ অভিযুক্ত আগাম জামিন পাওয়ায় গায়ে আগুন লাগিয়েছিলেন বছর তেইশের ওই যুবতি ৷ আজ কানপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

2 অক্টোবর অবধেশ সিং এবং আরও তিনজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন ওই যুবতি ৷ অভিযোগে যুবতি লেখেন, তিনি এবং অবধেশ এই গ্রামের বাসিন্দা ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত 10 বছর ধরে তাঁকে যৌন নিগ্রহ করেছে অবধেশ ৷ টাকার জন্য তাঁকে ব্ল্যাকমেল করেছে ৷ অভিযোগে যুবতি আরও লেখেন, "আমি তাকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে ৷ এবং আমাকে খুনের হুমকি দেয় ৷ আমার অভিযোগ আমি সংশ্লিষ্ট থানা, জেলাশাসক এবং পুলিশ সুপারকে দিয়েছি ৷ কিন্তু, FIR নেওয়া হয়নি ৷ 30 সেপ্টেম্বর অবধেশ তিনজনকে নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে খুনের চেষ্টা করে ৷ এরা যেকোনও সময় আমাকে খুন করতে পারে ৷ এবং সমঝোতার জন্য আমাকে চাপ দিচ্ছে ৷"

চারজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের হয় ৷ এরপর হাইকোর্টে মামলার শুনানির সময় অভিযুক্তদের আইনজীবী বলেন, এর আগে 2009 সালে ওই যুবতির পরিবার টাকার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিল ৷ বছর পঁচিশের অবধেশ এলাহাবাদ হাইকোর্ট থেকে 28 নভেম্বর আগাম জামিন পায় ৷

অভিযুক্ত জামিন পাওয়ায় 16 ডিসেম্বর উন্নাওয়ের SP-র অফিসের বাইরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায় ওই যুবতি ৷ পুলিশকর্মীরা আগুন নিভিয়ে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে কানপুরের হলেট হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর দেহের 70 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সন্ধেয় ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

এর আগে 6 ডিসেম্বর উন্নাওয়ের এক নির্যাতিতার মৃত্যু হয় ৷ 5 ডিসেম্বর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল পাঁচ দুষ্কৃতী ৷ তার মধ্যে 2 জন ওই যুবতিকে ধর্ষণে অভিযুক্ত ৷ কয়েকদিন আগেই জামিনে ছাড়া পেয়েছিল তারা ৷

কানপুর, 21 ডিসেম্বর : উন্নাওয়ে মৃত্যু হল আরও এক ধর্ষিতার ৷ অভিযুক্ত আগাম জামিন পাওয়ায় গায়ে আগুন লাগিয়েছিলেন বছর তেইশের ওই যুবতি ৷ আজ কানপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

2 অক্টোবর অবধেশ সিং এবং আরও তিনজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন ওই যুবতি ৷ অভিযোগে যুবতি লেখেন, তিনি এবং অবধেশ এই গ্রামের বাসিন্দা ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত 10 বছর ধরে তাঁকে যৌন নিগ্রহ করেছে অবধেশ ৷ টাকার জন্য তাঁকে ব্ল্যাকমেল করেছে ৷ অভিযোগে যুবতি আরও লেখেন, "আমি তাকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে ৷ এবং আমাকে খুনের হুমকি দেয় ৷ আমার অভিযোগ আমি সংশ্লিষ্ট থানা, জেলাশাসক এবং পুলিশ সুপারকে দিয়েছি ৷ কিন্তু, FIR নেওয়া হয়নি ৷ 30 সেপ্টেম্বর অবধেশ তিনজনকে নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে খুনের চেষ্টা করে ৷ এরা যেকোনও সময় আমাকে খুন করতে পারে ৷ এবং সমঝোতার জন্য আমাকে চাপ দিচ্ছে ৷"

চারজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের হয় ৷ এরপর হাইকোর্টে মামলার শুনানির সময় অভিযুক্তদের আইনজীবী বলেন, এর আগে 2009 সালে ওই যুবতির পরিবার টাকার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিল ৷ বছর পঁচিশের অবধেশ এলাহাবাদ হাইকোর্ট থেকে 28 নভেম্বর আগাম জামিন পায় ৷

অভিযুক্ত জামিন পাওয়ায় 16 ডিসেম্বর উন্নাওয়ের SP-র অফিসের বাইরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায় ওই যুবতি ৷ পুলিশকর্মীরা আগুন নিভিয়ে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে কানপুরের হলেট হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর দেহের 70 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সন্ধেয় ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

এর আগে 6 ডিসেম্বর উন্নাওয়ের এক নির্যাতিতার মৃত্যু হয় ৷ 5 ডিসেম্বর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল পাঁচ দুষ্কৃতী ৷ তার মধ্যে 2 জন ওই যুবতিকে ধর্ষণে অভিযুক্ত ৷ কয়েকদিন আগেই জামিনে ছাড়া পেয়েছিল তারা ৷

Guwahati (Assam), Dec 21 (ANI): Supporting anti-CAA protests, All Assam Students' Union (AASU) chief advisor Samujjal Bhattacharya said that people's voice is loud and clear, and they want Citizenship Amendment Act to go."People's voice is loud and clear, Citizenship Amendment Act must go. It must be scrapped because it is protector of illegal Bangladeshis, violates historic Assam Accord, anti-North East, communal and unconstitutional," said Samujjal Bhattacharya.
Last Updated : Dec 21, 2019, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.