ETV Bharat / bharat

লাইভ : মৃতের সংখ্যা ছাড়িয়েছে 61 হাজার - India unlock update

India
India
author img

By

Published : Aug 29, 2020, 7:39 AM IST

06:27 August 29

সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 33 লাখ ছাড়িয়েছে । মৃতের সংখ্যা পেরিয়েছে 61 হাজারের গণ্ডি । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । এরপর আনলক-4'এ সংক্রমণ কী পর্যায়ে যাবে, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন ।

  • 24 ঘণ্টায় 9 লাখ 1 হাজার 338 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • 27 অগাস্ট পর্যন্ত মোট 3 কোটি 94 লাখ 77 হাজার 848 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

06:27 August 29

  • দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
  • সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 33 হাজার 568 ।

06:26 August 29

  • রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হয়েছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ ।
  • 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 56 হাজার 13জন ।
  • এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 83 হাজার 948 ।
  • সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 42 হাজার 23 ।

06:26 August 29

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 57 জনের ।
  • এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 61 হাজার 529 জনের ।

06:25 August 29

  • ফের রেকর্ড সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 77 হাজার 266 জন ।
  • এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 33 লাখ 87 হাজার 501 ।

06:25 August 29

  • উত্তরাখণ্ডের থরালি বিকাশখণ্ডের অন্তর্গত SSB প্রশিক্ষণ শিবিরে 50 জন জওয়ানের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

06:24 August 29

  • COVID-19 ভ্যাকসিনের পরীক্ষাগুলি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায়, 2021-এর প্রথম দিকেই একটি অনুমোদিত ভ্যাকসিন ভারতীয় বাজারে পৌঁছাতে পারে ।
  • বার্নস্টেইনের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে ।

06:24 August 29

  • কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷
  • তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷

06:14 August 29

  • বিমানে আবার শুরু খাবার পরিবেশন ।  
  • অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই উড়ানে এই সুবিধা পাওয়া যাবে ৷  
  • আন্তর্জাতিক বিমানে এবার থেকে মিলবে গরম খাবারও ৷  
  • কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় উড়ান সংস্থাগুলিকে খাবার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ 

06:27 August 29

সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 33 লাখ ছাড়িয়েছে । মৃতের সংখ্যা পেরিয়েছে 61 হাজারের গণ্ডি । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । এরপর আনলক-4'এ সংক্রমণ কী পর্যায়ে যাবে, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন ।

  • 24 ঘণ্টায় 9 লাখ 1 হাজার 338 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • 27 অগাস্ট পর্যন্ত মোট 3 কোটি 94 লাখ 77 হাজার 848 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

06:27 August 29

  • দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
  • সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 33 হাজার 568 ।

06:26 August 29

  • রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হয়েছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ ।
  • 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 56 হাজার 13জন ।
  • এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 83 হাজার 948 ।
  • সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 42 হাজার 23 ।

06:26 August 29

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 57 জনের ।
  • এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 61 হাজার 529 জনের ।

06:25 August 29

  • ফের রেকর্ড সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 77 হাজার 266 জন ।
  • এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 33 লাখ 87 হাজার 501 ।

06:25 August 29

  • উত্তরাখণ্ডের থরালি বিকাশখণ্ডের অন্তর্গত SSB প্রশিক্ষণ শিবিরে 50 জন জওয়ানের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

06:24 August 29

  • COVID-19 ভ্যাকসিনের পরীক্ষাগুলি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায়, 2021-এর প্রথম দিকেই একটি অনুমোদিত ভ্যাকসিন ভারতীয় বাজারে পৌঁছাতে পারে ।
  • বার্নস্টেইনের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে ।

06:24 August 29

  • কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷
  • তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷

06:14 August 29

  • বিমানে আবার শুরু খাবার পরিবেশন ।  
  • অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই উড়ানে এই সুবিধা পাওয়া যাবে ৷  
  • আন্তর্জাতিক বিমানে এবার থেকে মিলবে গরম খাবারও ৷  
  • কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় উড়ান সংস্থাগুলিকে খাবার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.