দিল্লি, 2মে : লকডাউনের জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ থেমে রয়েছে ছাত্রছাত্রীদের মূল্যায়ন ৷ এই পরিস্থিতিতে দিল্লির বিশ্ববিদ্যালয়গুলি অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে ৷ গতকাল দিল্লি সরকারের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা মুখ্যমন্ত্রীকে তা জানান ৷
সরকার বিবৃতিতে জানান, গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয়, মহিলাদের জন্য ইন্দিরা গান্ধি দিল্লি কারিগরি বিশ্ববিদ্যালয়, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং দিল্লি ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির উপাচার্যদের ও IIT দিল্লির পরিচালকের সঙ্গে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শিক্ষা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করেন ৷ তাতে তাঁরা অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলেন ৷
বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষাবর্ষে ভরতির পরিস্থিতি কী, বর্তমান শিক্ষার্থীদের চাকরি সংক্রান্ত বিষয়গুলির কী অবস্থা ও কোরোনার প্রভাব সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ এই পর্যালোচনায় তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয় ৷ এক, আগামী শিক্ষাবর্ষের ভরতি পরিকল্পনা ৷ দুই, বাকি থাকা পরীক্ষাগুলির উপর পদক্ষেপ করা ৷ তিন, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে চাকরি পেয়েছে অথচ পরীক্ষা বাকি আছে তাদের চাকরিতে যোগ দিতে সমস্যা না হয় তার ব্যবস্থা নেওয়া ৷
মুখ্যমন্ত্রী জানান, প্যানডেমিক মোকাবিলা করার একমাত্র রাস্তা সামাজিক দূরত্ব বজায় রাখা ৷ তাই প্রযুক্তিকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে ৷ বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ম মেনে কাজ করতে হবে ৷