ETV Bharat / bharat

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার তদন্তে 2টি টিম গঠন

কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দুটি তদন্ত দল গঠন করল ৷ তদন্তকারী দুটি দলই শুক্রবার রাতেই ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয় ৷ এই দুই তদন্তকারী দলে আছেন এয়ার ইন্ডিয়া , AAI ও AAIB বিশেষজ্ঞরা ৷

plane crash
বিমান দুর্ঘটনা
author img

By

Published : Aug 8, 2020, 3:52 AM IST

Updated : Aug 8, 2020, 8:40 AM IST

কোঝিকোড়, 8 অগাস্ট: কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 18 জনের । এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, দুবাই থেকে আসা এই বিমানের (IX-1344) দুই পাইলটেরই মৃত্যু হয়েছে ৷ নিহত পাইলটদের নাম উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে এবং ক্যাপ্টেন অখিলেশ। বন্দে ভারত মিশনের আওতায় মোট 184 জন যাত্রী ও 7 জন বিমান কর্মীকে নিয়ে দুবাই থেকে ফিরছিল এই বিমান । এই দুর্ঘটনার পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দুটি তদন্ত দল গঠন করল ৷ তদন্তকারী দুটি দলই শুক্রবার রাতেই ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয় ৷ এই দুই তদন্তকারী দলে আছেন এয়ার ইন্ডিয়া , AAI ও AAIB বিশেষজ্ঞরা ৷ এই দুর্ঘটনার পরে কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে ওয়ান জ়িরোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, রানওয়েটি ঢালু এবং তারপর প্রায় দুশো মিটার গভীর উপত্যকা ৷ অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি ছিটকে গিয়ে পাশের জমিতে আছড়ে পড়ে । বিমানে আগুন ধরে না যাওয়ায় আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা । শুক্রবার রাতে এই ঘটনার সময় ওই বিমানে মোট 184 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 10 শিশুও ছিল। যাত্রী ছাড়াও বিমানে 2 জন পাইলট ও 5 জন কেবিন ক্রু ছিলেন ।

এই দুর্ঘটনায় নিহত পাইলট উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে 1980 সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন ৷ প্রায় 30 বছর ধরে তিনি বিমান চালাচ্ছেন। প্রাক্তন এই বায়ু সেনার অফিসার ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্বর্ণপদক পান ৷ এয়ার ফোর্সে টেস্ট পাইলট হিসাবে কাজ করার তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে ৷ এয়ার ফোর্স অ্যাকাডেমিতে তিনি সোর্ড অফ অনার সম্মান পেয়েছেন । এয়ার ইন্ডিয়ায় চাকরি নেওয়ার পর এই উইং কম্যান্ডার এয়ারবেস 310 চালাতেন ৷ বোয়িং 737 ওড়ানোতেও তিনি অত্যন্ত দক্ষ ছিলেন ৷

কিন্তু শুক্রবার রাত সব হিসাব পালটে দিল ৷ রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের পাঁচিল ভেঙে 30 ফুট নিচে পড়ে দুই টুকরো হয়ে যায় বিমানটি । কোঝিকোড়ের বিমানবন্দরকে বলা হয় টেবিল টপ বিমানবন্দর । কারণ বিমানবন্দরের পাঁটিলের পর 30 ফুট গভীর উপত্যকা ৷ উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে যথেষ্ট অভিজ্ঞ হলেও রানওয়েতে বিমানটি পিছলে যায় ৷ বিশেষজ্ঞদের মতে, কোঝিকোড়ের এই বিমানবন্দরে বিমান অবতরণ করানো কষ্টসাধ্য ৷ চারদিকে ছোটো ছোটো পাহাড় ৷ তার উপর প্রবল বৃষ্টি হওয়ায় রানওয়ের অবস্থা খারাপ ছিল ৷ রানওয়ের এই অবস্থার কথা পাইলটকে জানানো হয়েছিল কি না সে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে ৷

কোঝিকোড়, 8 অগাস্ট: কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 18 জনের । এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, দুবাই থেকে আসা এই বিমানের (IX-1344) দুই পাইলটেরই মৃত্যু হয়েছে ৷ নিহত পাইলটদের নাম উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে এবং ক্যাপ্টেন অখিলেশ। বন্দে ভারত মিশনের আওতায় মোট 184 জন যাত্রী ও 7 জন বিমান কর্মীকে নিয়ে দুবাই থেকে ফিরছিল এই বিমান । এই দুর্ঘটনার পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দুটি তদন্ত দল গঠন করল ৷ তদন্তকারী দুটি দলই শুক্রবার রাতেই ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয় ৷ এই দুই তদন্তকারী দলে আছেন এয়ার ইন্ডিয়া , AAI ও AAIB বিশেষজ্ঞরা ৷ এই দুর্ঘটনার পরে কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে ওয়ান জ়িরোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, রানওয়েটি ঢালু এবং তারপর প্রায় দুশো মিটার গভীর উপত্যকা ৷ অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি ছিটকে গিয়ে পাশের জমিতে আছড়ে পড়ে । বিমানে আগুন ধরে না যাওয়ায় আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা । শুক্রবার রাতে এই ঘটনার সময় ওই বিমানে মোট 184 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 10 শিশুও ছিল। যাত্রী ছাড়াও বিমানে 2 জন পাইলট ও 5 জন কেবিন ক্রু ছিলেন ।

এই দুর্ঘটনায় নিহত পাইলট উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে 1980 সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন ৷ প্রায় 30 বছর ধরে তিনি বিমান চালাচ্ছেন। প্রাক্তন এই বায়ু সেনার অফিসার ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্বর্ণপদক পান ৷ এয়ার ফোর্সে টেস্ট পাইলট হিসাবে কাজ করার তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে ৷ এয়ার ফোর্স অ্যাকাডেমিতে তিনি সোর্ড অফ অনার সম্মান পেয়েছেন । এয়ার ইন্ডিয়ায় চাকরি নেওয়ার পর এই উইং কম্যান্ডার এয়ারবেস 310 চালাতেন ৷ বোয়িং 737 ওড়ানোতেও তিনি অত্যন্ত দক্ষ ছিলেন ৷

কিন্তু শুক্রবার রাত সব হিসাব পালটে দিল ৷ রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের পাঁচিল ভেঙে 30 ফুট নিচে পড়ে দুই টুকরো হয়ে যায় বিমানটি । কোঝিকোড়ের বিমানবন্দরকে বলা হয় টেবিল টপ বিমানবন্দর । কারণ বিমানবন্দরের পাঁটিলের পর 30 ফুট গভীর উপত্যকা ৷ উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে যথেষ্ট অভিজ্ঞ হলেও রানওয়েতে বিমানটি পিছলে যায় ৷ বিশেষজ্ঞদের মতে, কোঝিকোড়ের এই বিমানবন্দরে বিমান অবতরণ করানো কষ্টসাধ্য ৷ চারদিকে ছোটো ছোটো পাহাড় ৷ তার উপর প্রবল বৃষ্টি হওয়ায় রানওয়ের অবস্থা খারাপ ছিল ৷ রানওয়ের এই অবস্থার কথা পাইলটকে জানানো হয়েছিল কি না সে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে ৷

Last Updated : Aug 8, 2020, 8:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.