ETV Bharat / bharat

অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও - BJP EX Minister AIIMS

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং
author img

By

Published : Aug 17, 2019, 1:38 PM IST

Updated : Aug 17, 2019, 1:46 PM IST

দিল্লি, 17 অগস্ট : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ গতকাল রাতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ সূত্রের খবর, এই মুহূর্তে রক্ত সঞ্চালন স্বাভাবিক করার জন্য ECMO চলছে জেটলির ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেটলিকে দেখতে যাবেন বলে খবর ৷ বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও AIIMS-এ আসেন জেটলিকে দেখতে ৷

9 অগাস্ট শ্বাসকষ্ট নিয়ে অরুণ জেটলি দিল্লির AIIMS-এ ভরতি হন ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের রোগী তিনি । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি হন জেটলি । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷

দিল্লি, 17 অগস্ট : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ গতকাল রাতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ সূত্রের খবর, এই মুহূর্তে রক্ত সঞ্চালন স্বাভাবিক করার জন্য ECMO চলছে জেটলির ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেটলিকে দেখতে যাবেন বলে খবর ৷ বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও AIIMS-এ আসেন জেটলিকে দেখতে ৷

9 অগাস্ট শ্বাসকষ্ট নিয়ে অরুণ জেটলি দিল্লির AIIMS-এ ভরতি হন ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের রোগী তিনি । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি হন জেটলি । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷

Vijayawada (AP), Aug 17 (ANI): The search to locate the several head of a woman in Vijayawada's Eluru canal is underway by the state and national disaster management forces. A 24-year-old man had, on August 11, allegedly beheaded his wife and dumped it in the canal. While speaking to ANI, Vijayawada DCP said, "Investigation is on. Missing cellphone and weapon are being looked for. For the head, canal is being searched with the help of SDRF-NDRF and local fishermen."
Last Updated : Aug 17, 2019, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.