ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত স্মৃতি ইরানি - Union Minister Smriti Irani

তিনি কোরোনায় আক্রান্ত । টুইটারে একথা জানান স্মৃতি ইরানি ।

Coronavirus
Coronavirus
author img

By

Published : Oct 28, 2020, 8:29 PM IST

Updated : Oct 28, 2020, 9:30 PM IST

দিল্লি , 28 অক্টোবর : কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ।

টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, "ঘোষণা করার সময় কোনও শব্দ খুঁজে পাচ্ছি না । এটা আমার কাছে বিরল । আমি সহজ করেই লিখছি - আমি কোরোনা পজ়িটিভ । যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে অনুরোধ-যেন শীঘ্রই কোরোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করেন । "

  • It is rare for me to search for words while making an announcement; hence here’s me keeping it simple — I’ve tested positive for #COVID and would request those who came in contact with me to get themselves tested at the earliest 🙏

    — Smriti Z Irani (@smritiirani) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

44 বছর বয়সি কেন্দ্রীয় মন্ত্রীকে বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে । এর আগে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কোরোনায় আক্রান্ত হন । কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অমিত শাহও ।

দিল্লি , 28 অক্টোবর : কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ।

টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, "ঘোষণা করার সময় কোনও শব্দ খুঁজে পাচ্ছি না । এটা আমার কাছে বিরল । আমি সহজ করেই লিখছি - আমি কোরোনা পজ়িটিভ । যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে অনুরোধ-যেন শীঘ্রই কোরোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করেন । "

  • It is rare for me to search for words while making an announcement; hence here’s me keeping it simple — I’ve tested positive for #COVID and would request those who came in contact with me to get themselves tested at the earliest 🙏

    — Smriti Z Irani (@smritiirani) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

44 বছর বয়সি কেন্দ্রীয় মন্ত্রীকে বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে । এর আগে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কোরোনায় আক্রান্ত হন । কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অমিত শাহও ।

Last Updated : Oct 28, 2020, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.