ETV Bharat / bharat

পাসপোর্ট থাকলেই মিলবে আধার, প্রবাসীদের জন্য ঘোষণা নির্মলার - Nirmala Sitharaman

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় পাসপোর্টধারী প্রবাসী ভারতীয়দের জন্য আধার কার্ড দেওয়ার কথা জানান বাজেট পেশের সময় ।

পাসপোর্ট থাকলেই মিলবে আধার
author img

By

Published : Jul 5, 2019, 1:45 PM IST

Updated : Jul 5, 2019, 2:05 PM IST

দিল্লি, 5 জুলাই : অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না আর । দেশে পৌঁছালে সহজেই পাওয়া যাবে আধার কার্ড। প্রবাসীদের জন্য চলতি বছরের আর্থিক বাজেটে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় পাসপোর্টধারী প্রবাসী ভারতীয়দের জন্য আধার কার্ড দেওয়ার কথা জানান তিনি ।

বাজেট পেশের সময় তিনি বলেন, আধার কার্ডের জন্য ১৮০ দিন থাকলেই হবে । ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেই আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন প্রবাসী ভারতীয়রা ।

আধার কার্ডের ক্ষেত্রে একটি বিশেষ নম্বর থাকে, আধার নম্বরের ক্ষেত্রে ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে ।

দিল্লি, 5 জুলাই : অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না আর । দেশে পৌঁছালে সহজেই পাওয়া যাবে আধার কার্ড। প্রবাসীদের জন্য চলতি বছরের আর্থিক বাজেটে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় পাসপোর্টধারী প্রবাসী ভারতীয়দের জন্য আধার কার্ড দেওয়ার কথা জানান তিনি ।

বাজেট পেশের সময় তিনি বলেন, আধার কার্ডের জন্য ১৮০ দিন থাকলেই হবে । ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেই আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন প্রবাসী ভারতীয়রা ।

আধার কার্ডের ক্ষেত্রে একটি বিশেষ নম্বর থাকে, আধার নম্বরের ক্ষেত্রে ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে ।

New Delhi, July 03 (ANI): The upcoming multi-starrer 'Bill and Ted Face the Music', which went on floors recently, has added American actress Jillian Bell to its cast, who will essay the role of a therapist. The film's co-writer Ed Solomon confirmed that the shooting for the third movie in the series started on Monday. Recently, Solomon posted a blurry photograph on Twitter, which he titled "Photo From Last Night's Cast Dinner that Reveals Nothing (So I Don't Get Into Trouble)." Dean Parisot will direct the upcoming film from a script by original creators Chris Matheson and Ed Solomon. The film is scheduled to release on August 21, 2020. Apart from this, Bell will also lend her voice in Fox's animated series 'Bless the Harts'.

Last Updated : Jul 5, 2019, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.