ETV Bharat / bharat

লকডাউনের জেরে দেশে বেড়েছে বেকারত্ব, বলছে সমীক্ষা - বেকারত্ব সমস্যা

রিপোর্ট বলছে, লকডাউন শুরুর আগেই মার্চের প্রথম দিক থেকে দেশে চাকরির বাজার খারাপ হতে শুরু করেছিল । মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে অবস্থা আরও খারাপ হয় । এপ্রিলের শুরুর দিকে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে 23 শতাংশ ।

Unemployment
বেকারত্ব
author img

By

Published : Apr 9, 2020, 4:04 PM IST

দিল্লি, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান । আর এরই মাঝে বাড়তে শুরু করেছে বেকারত্বের সমস্যা । মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার রিপোর্ট বলছে, কোরোনার জেরে বাড়ছে বেকারত্বের হার ।

রিপোর্ট বলছে, লকডাউন শুরুর আগেই মার্চের প্রথম দিক থেকে দেশে চাকরির বাজার খারাপ হতে শুরু করেছিল । মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে অবস্থা আরও খারাপ হয় । এপ্রিলের শুরুর দিকে দেশের সামগ্রিক বেকারত্বের হার বেড়ে হয়েছে 23 শতাংশ । লকডাউন শেষ হতে হতে তা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

বেকারত্বের চাপ সবথেকে বেশি পড়তে চলেছে শহরাঞ্চলগুলিতে । বেসরকারি সংস্থার ওই রিপোর্ট বলছে, শহরাঞ্চলগুলিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে প্রায় 31 শতাংশ । কোরোনার জেরেই এই চাপ বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে

ফেব্রুয়ারিতেও দেশের সামগ্রিক পরিস্থিতি এতটা খারাপ ছিল না । রিপোর্ট বলছে, ফেব্রুয়ারিতে বেকারত্ব ছিল 7.8 শতাংশ । মার্চের শুরুর দিকে তা বেড়ে হয়েছিল 8.7 শতাংশ । এবার সেখান থেকে লকডাউনের জেরে একলাফে 23 শতাংশে পৌঁছেছে দেশের বেকারত্বের হার । বাড়তে থাকা কোরোনা পরিস্থিতি ও তা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তার জেরেই বাড়ছে এই বেকারত্ব । আগামী দিনে বেকারত্ব আরও খারাপ দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

2016 সালে নোট বাতিলের পরও দেশে বেকারত্ব এত বাড়েনি । সেই সময় অর্থাৎ 2016-র শেষে দেশে বেকারত্বের হার ছিল 9.59 শতাংশ । শহরাঞ্চলে 9.35 শতাংশ আর গ্রামাঞ্চলে ছিল 8.45 শতাংশ । এবার সাম্প্রতিককালের মধ্যে বেকারত্বের হার চরম পর্যায়ে পৌঁছাল ।

দিল্লি, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান । আর এরই মাঝে বাড়তে শুরু করেছে বেকারত্বের সমস্যা । মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার রিপোর্ট বলছে, কোরোনার জেরে বাড়ছে বেকারত্বের হার ।

রিপোর্ট বলছে, লকডাউন শুরুর আগেই মার্চের প্রথম দিক থেকে দেশে চাকরির বাজার খারাপ হতে শুরু করেছিল । মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে অবস্থা আরও খারাপ হয় । এপ্রিলের শুরুর দিকে দেশের সামগ্রিক বেকারত্বের হার বেড়ে হয়েছে 23 শতাংশ । লকডাউন শেষ হতে হতে তা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

বেকারত্বের চাপ সবথেকে বেশি পড়তে চলেছে শহরাঞ্চলগুলিতে । বেসরকারি সংস্থার ওই রিপোর্ট বলছে, শহরাঞ্চলগুলিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে প্রায় 31 শতাংশ । কোরোনার জেরেই এই চাপ বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে

ফেব্রুয়ারিতেও দেশের সামগ্রিক পরিস্থিতি এতটা খারাপ ছিল না । রিপোর্ট বলছে, ফেব্রুয়ারিতে বেকারত্ব ছিল 7.8 শতাংশ । মার্চের শুরুর দিকে তা বেড়ে হয়েছিল 8.7 শতাংশ । এবার সেখান থেকে লকডাউনের জেরে একলাফে 23 শতাংশে পৌঁছেছে দেশের বেকারত্বের হার । বাড়তে থাকা কোরোনা পরিস্থিতি ও তা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তার জেরেই বাড়ছে এই বেকারত্ব । আগামী দিনে বেকারত্ব আরও খারাপ দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

2016 সালে নোট বাতিলের পরও দেশে বেকারত্ব এত বাড়েনি । সেই সময় অর্থাৎ 2016-র শেষে দেশে বেকারত্বের হার ছিল 9.59 শতাংশ । শহরাঞ্চলে 9.35 শতাংশ আর গ্রামাঞ্চলে ছিল 8.45 শতাংশ । এবার সাম্প্রতিককালের মধ্যে বেকারত্বের হার চরম পর্যায়ে পৌঁছাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.