নয়ডা (উত্তরপ্রদেশ), 31 জুলাই: নয়ডায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হল দু'জনের ৷ গুরুতর আহত হয়েছে আরও তিনজন ৷ শুক্রবার সন্ধ্যায় সেক্টর 11-তে ঘটনাটি ঘটে ৷
নির্মাণ কাজ চালকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ ঘটনাস্থানে আসে দমকলও । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ ৷ এক মহিলা সহ চারজনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের মধ্যে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ অন্য তিন জনের অবস্থাও গুরুতর ৷
মে মাসে শাহবেরি এলাকায় এরকমই একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ৷ দু'বছর আগে গ্রেটার নয়ডায় একটি ছ'তলা বাড়ি ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয় ৷