ETV Bharat / bharat

ভূমিপুজোয় আমন্ত্রণ অযোধ্যা রথযাত্রার কান্ডারি আডবানিকে - Ram Mandir

অযোধ্যায় রাম মন্দির তৈরি আশা যাঁরা দেখিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লালকৃষ্ণ আডবানি । কিন্তু জোট সরকারের কারণে সে-সময়ে পিছিয়ে আসতে হয়েছিল বাজপেয়ী ও আডবানিকে ।

লালকৃষ্ণ আদবানী
লালকৃষ্ণ আদবানী
author img

By

Published : Aug 1, 2020, 6:57 PM IST

দিল্লি, 1 অগাস্ট : বাকি আর চার দিন । বুধবার অযোধ্যায় ভূমিপুজো হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের । ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রথম আশা যাঁরা দেখিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বর্ষীয়ান এই BJP নেতা । আজ ফোন মারফত আমন্ত্রণ জানানো হয় তাঁকে ।

এর আগে লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে আমন্ত্রণ করা হচ্ছে না বলে গুজব ছড়িয়েছিল । আডবানি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, "আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি । আর আমন্ত্রণ না এলে অনুষ্ঠানে থাকার কোনও প্রশ্নও নেই ।"

এবার সেই জল্পনার অবসান ঘটল । রামলালা ট্রাস্টের সূত্রে খবর, বাকি নেতাদের মতো লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে ।

অটলবিহারী বাজপেয়ী ক্ষমতায় আসার আগে থাকতেই BJP রাম মন্দির নিয়ে নির্বাচনী লড়াই শুরু করেছিল । সে সময় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল BJP-র নির্বাচনী ইস্তাহারে ৷ গুজরাতের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেছিলেন আডবানি ।

আরও পড়ুন : রামকে 1 লাখ 11 হাজার লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী

ভূমিপুজোর অনুষ্ঠানে থাকার জন্য আডবানির কাছে আমন্ত্রণপত্র না পৌঁছালেও অনুষ্ঠানে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমা ভারতী ও কল্যাণ সিং জানিয়েছেন, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করা হয়েছিল, তাতে তাঁদের কোনও অনুশোচনা নেই । ভূমিপুজোর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । তাঁর সঙ্গে থাকবেন উমা ভারতী ও কল্যাণ সিং ও অন্যান্য BJP নেতৃত্ব ।

তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অনুষ্ঠানে থাকার জন্য এখনও আমন্ত্রণ করা হয়নি বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানিকে । প্রসঙ্গত, গত সপ্তাহেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লখনউতে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বর্ষীয়ান এই BJP নেতাকে ।

দিল্লি, 1 অগাস্ট : বাকি আর চার দিন । বুধবার অযোধ্যায় ভূমিপুজো হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের । ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রথম আশা যাঁরা দেখিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বর্ষীয়ান এই BJP নেতা । আজ ফোন মারফত আমন্ত্রণ জানানো হয় তাঁকে ।

এর আগে লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে আমন্ত্রণ করা হচ্ছে না বলে গুজব ছড়িয়েছিল । আডবানি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, "আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি । আর আমন্ত্রণ না এলে অনুষ্ঠানে থাকার কোনও প্রশ্নও নেই ।"

এবার সেই জল্পনার অবসান ঘটল । রামলালা ট্রাস্টের সূত্রে খবর, বাকি নেতাদের মতো লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে ।

অটলবিহারী বাজপেয়ী ক্ষমতায় আসার আগে থাকতেই BJP রাম মন্দির নিয়ে নির্বাচনী লড়াই শুরু করেছিল । সে সময় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল BJP-র নির্বাচনী ইস্তাহারে ৷ গুজরাতের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেছিলেন আডবানি ।

আরও পড়ুন : রামকে 1 লাখ 11 হাজার লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী

ভূমিপুজোর অনুষ্ঠানে থাকার জন্য আডবানির কাছে আমন্ত্রণপত্র না পৌঁছালেও অনুষ্ঠানে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমা ভারতী ও কল্যাণ সিং জানিয়েছেন, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করা হয়েছিল, তাতে তাঁদের কোনও অনুশোচনা নেই । ভূমিপুজোর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । তাঁর সঙ্গে থাকবেন উমা ভারতী ও কল্যাণ সিং ও অন্যান্য BJP নেতৃত্ব ।

তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অনুষ্ঠানে থাকার জন্য এখনও আমন্ত্রণ করা হয়নি বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানিকে । প্রসঙ্গত, গত সপ্তাহেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লখনউতে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বর্ষীয়ান এই BJP নেতাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.