লন্ডন, ৮ এপ্রিল : ভারতে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে বিজয় মালিয়ার আর্জি খারিজ হয়ে গেলে ব্রিটেনের উচ্চ আদালতে। গতবছর ব্রিটেনের নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন আজ খারিজ হয়ে যায়।
গতবছর ৯ ডিসেম্বর মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেছিলেন।
উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) - এর আওতায় মালিয়াকে আর্থিক প্রতারণায় ফেরার অপরাধী ঘোষণা করেছে ভারত সরকার।