ETV Bharat / bharat

ব্রিটেনের আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে মালিয়ার আবেদন খারিজ - UK Court

ভারতে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে বিজয় মালিয়ার আর্জি খারিজ হয়ে গেলে ব্রিটেনের উচ্চ আদালতে। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন আজ খারিজ হয়ে যায়।

বিজয় মালিয়া
author img

By

Published : Apr 8, 2019, 6:25 PM IST

লন্ডন, ৮ এপ্রিল : ভারতে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে বিজয় মালিয়ার আর্জি খারিজ হয়ে গেলে ব্রিটেনের উচ্চ আদালতে। গতবছর ব্রিটেনের নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন আজ খারিজ হয়ে যায়।

গতবছর ৯ ডিসেম্বর মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেছিলেন।

উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) - এর আওতায় মালিয়াকে আর্থিক প্রতারণায় ফেরার অপরাধী ঘোষণা করেছে ভারত সরকার।

লন্ডন, ৮ এপ্রিল : ভারতে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে বিজয় মালিয়ার আর্জি খারিজ হয়ে গেলে ব্রিটেনের উচ্চ আদালতে। গতবছর ব্রিটেনের নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন আজ খারিজ হয়ে যায়।

গতবছর ৯ ডিসেম্বর মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেছিলেন।

উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) - এর আওতায় মালিয়াকে আর্থিক প্রতারণায় ফেরার অপরাধী ঘোষণা করেছে ভারত সরকার।

Raipur (Chhattisgarh), Apr 03 (ANI): Ahead of Lok Sabha elections, former chief minister of Chhattisgarh and Janta Congress Chhattisgarh president Ajit Jogi announced that JCC will not contest in upcoming elections in Chhattisgarh. While speaking to ANI, Jogi said, "The main reason behind it is that our thinking is that country is going through an infectious period at this time and at any cost we need to stop all those who are spreading violence. And today if we fight elections, our votes will be distributed and that will directly give profit to Bharatiya Janata Party (BJP). Our alliance partner Bahujan Samaj Party (BSP) will contest in Lok Sabha elections in Chhattisgarh."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.