ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ 2 জঙ্গি, চলছে গুলির লড়াই - কাশ্মীরের সোফিয়ানে নিকেশ 2 জঙ্গি

কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে, সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে । এখনও অপারেশন চলছে । নিকেশ দুই জঙ্গি ।

Shopian
সোফিয়ান
author img

By

Published : Apr 22, 2020, 9:41 AM IST

সোপিয়ান (জম্মু ও কাশ্মীর ), 22 এপ্রিল : দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। আজ সকালে সোপিয়ানের মালহুরা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় তারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনা।

কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে, সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে । এখনও অপারেশন চলছে ।

কোরোনা সংক্রমণের এই পরিস্থিতিতেও শান্তি ফেরেনি উপত্যকায় । এর আগে 4 এপ্রিল কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল 2 জঙ্গি । 13 এপ্রিল জঙ্গি হামলায় শহিদ হন 3 জন CRPF জওয়ান ৷ জখম হয়েছিলেন আরও দুই জওয়ান ৷

সোপিয়ান (জম্মু ও কাশ্মীর ), 22 এপ্রিল : দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। আজ সকালে সোপিয়ানের মালহুরা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় তারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনা।

কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে, সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে । এখনও অপারেশন চলছে ।

কোরোনা সংক্রমণের এই পরিস্থিতিতেও শান্তি ফেরেনি উপত্যকায় । এর আগে 4 এপ্রিল কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল 2 জঙ্গি । 13 এপ্রিল জঙ্গি হামলায় শহিদ হন 3 জন CRPF জওয়ান ৷ জখম হয়েছিলেন আরও দুই জওয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.