ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ 3 জঙ্গি - JAMMU AND KASHMIR news

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে গতরাতেই সংঘর্ষের প্রসঙ্গে জানানো হয় । আজ গুলির লড়াইয়ে নিকেশ হয় তিন জঙ্গি ।

JK
JK
author img

By

Published : Oct 7, 2020, 7:43 AM IST

Updated : Oct 7, 2020, 12:48 PM IST

শ্রীনগর, 7 অক্টোবর : শোপিয়ানে গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি । ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । এখনও তল্লাশি অভিযান চলছে । জঙ্গিদের পরিচয় জানা যায়নি ।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে গতরাতেই সংঘর্ষের প্রসঙ্গে জানানো হয় । তারা জানায়, শোপিয়ানের সুগান জ়ৈনাপোরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে । জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । পালটা উত্তর দেন জওয়ানরাও ।

এর আগে 24 সেপ্টেম্বর অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির । ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে । সেই খবর পেয়ে পুলিশ ও CRPF মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায় । অভিযান চলাকালীন জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় ।

একইদিনে বুদগাম জেলার চাদুরা এলাকায় CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । জখম হন এক CRPF জওয়ান । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এর আগে 21 সেপ্টেম্বর বুদগামেরই ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন ।

শ্রীনগর, 7 অক্টোবর : শোপিয়ানে গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি । ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । এখনও তল্লাশি অভিযান চলছে । জঙ্গিদের পরিচয় জানা যায়নি ।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে গতরাতেই সংঘর্ষের প্রসঙ্গে জানানো হয় । তারা জানায়, শোপিয়ানের সুগান জ়ৈনাপোরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে । জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । পালটা উত্তর দেন জওয়ানরাও ।

এর আগে 24 সেপ্টেম্বর অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির । ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে । সেই খবর পেয়ে পুলিশ ও CRPF মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায় । অভিযান চলাকালীন জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় ।

একইদিনে বুদগাম জেলার চাদুরা এলাকায় CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । জখম হন এক CRPF জওয়ান । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এর আগে 21 সেপ্টেম্বর বুদগামেরই ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন ।

Last Updated : Oct 7, 2020, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.