ETV Bharat / bharat

তেলাঙ্গানায় ধৃত 2 মাওবাদী - তেলাঙ্গানা

থিরলাপুরম এলাকার জঙ্গলে বেশ কিছু মাওবাদী লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ৷ এরপরেই সেখানে তল্লাশি অভিযান শুরু হয় ৷ অভিযানে মাদাভি মনগালু ও মাদাকাম ডেশিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

Telangana
তেলাঙ্গানায় ধৃত 2 মাওবাদী
author img

By

Published : Nov 1, 2020, 3:51 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃত 2 মাওবাদী ৷ তেলাঙ্গানার ভাদ্রাদ্রি কোথাগুদেম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতদের নাম মাদাভি মানগালু ওরফে জিলালু (35) ও মাদাকাম ডেশি (20) ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু নথিপত্র ৷ জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রয়েছে একাধিক মামলাও ৷

সূত্রের খবর, থিরলাপুরম এলাকার জঙ্গলে বেশ কিছু মাওবাদী লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ৷ এরপরই সেখানে তল্লাশি অভিযান শুরু হয় ৷ অভিযানে মাদাভি মনগালু ও মাদাকাম ডেশিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বার্মার গান, তিনটি পেন ড্রাইভ, একটি কার্ড রিডার, চারটি কানেক্টর, তিনটি 1.5 ভি ব্যাটারি ও একটি মোবাইল ফোন ৷ উদ্ধার হয়েছে বেশ কিছু নকশালপন্থী বইও ৷ এবিষয়ে ভাদ্রাদ্রি কোথাগুদেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত বলেন, "থিরলাপুরম এলাকার জঙ্গলে বেশ কিছু মাওবাদীদের থাকার খবর মিলেছিল ৷ শনিবার সেখানে অভিযান চালানো হয় ৷ অভিযান চলাকালীন গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ৷ "

পুলিশ সূত্রের খবর, ধৃত মানগালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে 60টি অপরাধ মূলক মামলা রয়েছে ৷ এছাড়াও তার বিরুদ্ধে ল্যান্ড মাইন বিস্ফোরণ, ব্যাঙ্ক ডাকাতি সহ আরও নানা অভিযোগ রয়েছে ৷ অপরদিকে মাদাকামের বিরুদ্ধেও বিভিন্ন থানায় কমপক্ষে 17টি মামলা রয়েছে বলেই পুলিশ সূত্রের খবর ৷ ধৃত দুজনের বিরুদ্ধে বিজাপুর, সুকমা ও বস্তার এলাকায় অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে বার বার ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃত 2 মাওবাদী ৷ তেলাঙ্গানার ভাদ্রাদ্রি কোথাগুদেম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতদের নাম মাদাভি মানগালু ওরফে জিলালু (35) ও মাদাকাম ডেশি (20) ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু নথিপত্র ৷ জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রয়েছে একাধিক মামলাও ৷

সূত্রের খবর, থিরলাপুরম এলাকার জঙ্গলে বেশ কিছু মাওবাদী লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ৷ এরপরই সেখানে তল্লাশি অভিযান শুরু হয় ৷ অভিযানে মাদাভি মনগালু ও মাদাকাম ডেশিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বার্মার গান, তিনটি পেন ড্রাইভ, একটি কার্ড রিডার, চারটি কানেক্টর, তিনটি 1.5 ভি ব্যাটারি ও একটি মোবাইল ফোন ৷ উদ্ধার হয়েছে বেশ কিছু নকশালপন্থী বইও ৷ এবিষয়ে ভাদ্রাদ্রি কোথাগুদেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত বলেন, "থিরলাপুরম এলাকার জঙ্গলে বেশ কিছু মাওবাদীদের থাকার খবর মিলেছিল ৷ শনিবার সেখানে অভিযান চালানো হয় ৷ অভিযান চলাকালীন গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ৷ "

পুলিশ সূত্রের খবর, ধৃত মানগালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে 60টি অপরাধ মূলক মামলা রয়েছে ৷ এছাড়াও তার বিরুদ্ধে ল্যান্ড মাইন বিস্ফোরণ, ব্যাঙ্ক ডাকাতি সহ আরও নানা অভিযোগ রয়েছে ৷ অপরদিকে মাদাকামের বিরুদ্ধেও বিভিন্ন থানায় কমপক্ষে 17টি মামলা রয়েছে বলেই পুলিশ সূত্রের খবর ৷ ধৃত দুজনের বিরুদ্ধে বিজাপুর, সুকমা ও বস্তার এলাকায় অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে বার বার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.