ETV Bharat / bharat

কাশ্মীরের দুই বোনকে বিয়ে, গ্রেপ্তার 2

author img

By

Published : Aug 31, 2019, 12:10 PM IST

কাশ্মীরের রামবাণ জেলার বনিহাল গ্রামে রাজমিস্ত্রী হিসেবে প্রায় চার বছর কাজ করছেন দুই ভাই ৷ বিহারের সুপৌল জেলার বাসিন্দা তাঁরা ৷

কাশ্মীর

সুপৌল, 30 অগাস্ট : কাশ্মীরেই শ্রমিকের কাজ করতেন দুই ভাই ৷ সেই সূত্রে আলাপ কাশ্মীরের দুই বোনের সঙ্গে ৷ 370 ধারা প্রত্যাহারের পর নিজ মর্জিতে বিয়ে করেছিলেন তাঁরা ৷ বুধবার তাঁদের বিহারের সুপৌলে বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করল পুলিশ ৷

মহম্মদ তারবেজ় (26) এবং মহম্মদ পারবেজ় (24)-এর বাড়ি বিহারের সুপৌল জেলায় রাঘোপুর পুলিশ স্টেশনের রামবিশানপুর জেলায়৷ বিয়ের পর সেখানেই ছিলেন দম্পতি ৷ মেয়ের বাবার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ৷ কাশ্মীরের দুই বোনের বাবা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন, মহম্মদ তারবেজ় এবং মহম্মদ পারবেজ় তাঁর মেয়েদের অপহরণ করে নিয়ে এসেছে ৷

সুপৌল পুলিশের সাহায্যে কাশ্মীরের পুলিশ বাহিনী বুধবার সকালে সুপৌল পৌঁছায় ৷ এই বাহিনীর নেতৃত্বে ছিলেন, সাব ইন্সপেক্টর সমীর ৷ সে রামবিশানপুরের বাড়ি থেকে প্রথমে দুইজন মেয়েকে 'উদ্ধার' করে ৷ তারপর গ্রেপ্তার করে দুই ভাইকে ৷

পরবর্তী সময়ে সুপৌল আদালতে তোলা হয় তাঁদের চারজনকে ৷ বিচারকের সামনে দুই বোন বয়ান দেন, তাঁদের নিজ সম্মতিতে তাঁরা বিবাহ করেছেন ৷ কোনওরকম বল প্রয়োগ করে তাঁদের বিয়ে করা হয়নি ৷ তাঁরা বিচারককে তাঁদের স্বামীর সঙ্গে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করেন ৷

দুই ভাইয়ের পরিবার সূত্রে খবর, তাঁরা দুজন কাশ্মীরের রামবাণ জেলার বনিহাল গ্রামে রাজমিস্ত্রী হিসেবে প্রায় চার বছর কাজ করেছেন ৷ তখনই তাঁদের আলাপ ৷

তাবরেজ় আহমেদ বলেন, "370 ধারা প্রত্যাহারের পর আমাদের সম্পর্ক একটা পরিণতি পেয়েছিল ৷ আমরা জেনেছিলাম এখন যে কেউ কাশ্মীরের মেয়েদের বিয়ে করতে পারবে ৷ থাকতেও পারবে সেখানে ৷ আমরা মুসলমান ধর্মের বিবাহের নিয়ম অনুযায়ী কাশ্মীরেই নিকাহ করি ৷ "

দুই দম্পতি কাশ্মীর ছেড়ে আসার পর 16 অগাস্ট সুপৌল পৌঁছায় ৷ তাঁদের বাবা ঘটনাটি জানার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ দুই বোন জানান, স্বামীর সঙ্গে থাকতে চায় তাঁরা ৷ কাশ্মীরের পুলিশ আধিকারিক জানান , এই বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নেবে ৷

সুপৌল, 30 অগাস্ট : কাশ্মীরেই শ্রমিকের কাজ করতেন দুই ভাই ৷ সেই সূত্রে আলাপ কাশ্মীরের দুই বোনের সঙ্গে ৷ 370 ধারা প্রত্যাহারের পর নিজ মর্জিতে বিয়ে করেছিলেন তাঁরা ৷ বুধবার তাঁদের বিহারের সুপৌলে বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করল পুলিশ ৷

মহম্মদ তারবেজ় (26) এবং মহম্মদ পারবেজ় (24)-এর বাড়ি বিহারের সুপৌল জেলায় রাঘোপুর পুলিশ স্টেশনের রামবিশানপুর জেলায়৷ বিয়ের পর সেখানেই ছিলেন দম্পতি ৷ মেয়ের বাবার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ৷ কাশ্মীরের দুই বোনের বাবা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন, মহম্মদ তারবেজ় এবং মহম্মদ পারবেজ় তাঁর মেয়েদের অপহরণ করে নিয়ে এসেছে ৷

সুপৌল পুলিশের সাহায্যে কাশ্মীরের পুলিশ বাহিনী বুধবার সকালে সুপৌল পৌঁছায় ৷ এই বাহিনীর নেতৃত্বে ছিলেন, সাব ইন্সপেক্টর সমীর ৷ সে রামবিশানপুরের বাড়ি থেকে প্রথমে দুইজন মেয়েকে 'উদ্ধার' করে ৷ তারপর গ্রেপ্তার করে দুই ভাইকে ৷

পরবর্তী সময়ে সুপৌল আদালতে তোলা হয় তাঁদের চারজনকে ৷ বিচারকের সামনে দুই বোন বয়ান দেন, তাঁদের নিজ সম্মতিতে তাঁরা বিবাহ করেছেন ৷ কোনওরকম বল প্রয়োগ করে তাঁদের বিয়ে করা হয়নি ৷ তাঁরা বিচারককে তাঁদের স্বামীর সঙ্গে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করেন ৷

দুই ভাইয়ের পরিবার সূত্রে খবর, তাঁরা দুজন কাশ্মীরের রামবাণ জেলার বনিহাল গ্রামে রাজমিস্ত্রী হিসেবে প্রায় চার বছর কাজ করেছেন ৷ তখনই তাঁদের আলাপ ৷

তাবরেজ় আহমেদ বলেন, "370 ধারা প্রত্যাহারের পর আমাদের সম্পর্ক একটা পরিণতি পেয়েছিল ৷ আমরা জেনেছিলাম এখন যে কেউ কাশ্মীরের মেয়েদের বিয়ে করতে পারবে ৷ থাকতেও পারবে সেখানে ৷ আমরা মুসলমান ধর্মের বিবাহের নিয়ম অনুযায়ী কাশ্মীরেই নিকাহ করি ৷ "

দুই দম্পতি কাশ্মীর ছেড়ে আসার পর 16 অগাস্ট সুপৌল পৌঁছায় ৷ তাঁদের বাবা ঘটনাটি জানার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ দুই বোন জানান, স্বামীর সঙ্গে থাকতে চায় তাঁরা ৷ কাশ্মীরের পুলিশ আধিকারিক জানান , এই বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নেবে ৷

London (UK), Aug 31 (ANI): Balochistan activists gathered outside British PM's House at 10 Downing Street in London on August 30.They held protest against Pakistani atrocities. Protestors seek PM's immediate intervention for release of thousands of Baloch political activists. Baloch political activists are languishing in detention centres in Pakistan. Protest was organised by Baloch National Movement on occasion of 'International Day of the Disappeared'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.