ETV Bharat / bharat

বারাণসীতে পুলিশের প্রতি দুর্ব্যবহার, ধৃত 2 - পুলিশের প্রতি প্রকাশ্যে দুর্ব্যবহার

পুলিশের প্রতি প্রকাশ্যে দুর্ব্যবহার । এমনই ভিডিয়ো শেয়ার হয়েছে বিভিন্ন মাধ্যমে । ঘটনায় গ্রেপ্তার 2।

2 are arrested by uttar pradesh police
2 are arrested by uttar pradesh police
author img

By

Published : Jul 5, 2020, 7:41 PM IST

বারাণসী (উত্তরপ্রদেশ), 5 জুলাই : পুলিশের প্রতি প্রকাশ্যেদুর্ব্যবহার করার অপরাধে গ্রেপ্তার 2 3 জুলাই রাতে বারাণসীতে ঘটনাটি ঘটে ।কয়েকজন কর্তব্যরত পুলিশকে গালিগালাজ করে । ওই ঘটনাটিকে ভিডিয়ো রেকর্ডিং করেবিভিন্ন মাধ্যমে শেয়ার করা হয়েছিল বলে জানাল উত্তরপ্রদেশ পুলিশ ।

এ বিষয়ে SSP প্রভাকর চৌধরি বলেন, “ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টিতে আরও কারা কারা জড়িত তা খুঁজে বের করা হবে । ওদের বিরুদ্ধে কঠিনশাস্তির ব্যবস্থা করা হবে ।

তিনি আরও বলেন,“ লংকা থানার অন্তর্গত সুন্দরপুর পুলিশ চৌকিতে একটি কনটেইনমেন্ট জোনতৈরি করেছিলেন কিছু পুলিশকর্মীরা । ইতিমধ্যেই একটি অভিযোগ পাওয়া যায় যে শাহাজাদনামে এক ব্যক্তি কয়েকজনকে ভয় দেখাচ্ছে । খবরটি পাওয়ার পর দুই পুলিশকর্মী বাইকনিয়ে ঘটনাস্থানে যান । সেখানে কয়েকজনকে মুখে মাস্ক না পরে বসে থাকতে দেখেন।তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদ শুরু হয় ।

প্রভাকর চৌধরি জানান, ঘটনাস্থানে মাত্র দুজন পুলিশকর্মীথাকায় তারা দুর্ব্যবহার করতে শুরু করে । শুরু হয় জমায়েত । ইতিমধ্যে দুজনের নামেFIR করা হয়েছে । তাদের মধ্যে একজন জিলা পঞ্চায়েতের সদস্য । এই ঘটনারসাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ শনিবার বিকাশ দুবের সমস্ত আইনবিরুদ্ধসম্পত্তি ও যাবতীয় টাকা পয়সা বাজেয়াপ্ত করেছে । আরও জানা গেছে দুবে কানপুরএনকাউন্টার ঘটনার সঙ্গে জড়িত । বৃহস্পতিবার একটি দল পুলিশের ওপর প্রকাশ্যে গুলিচালিয়েছিল সেই দলের সাথে দুবে জড়িত ছিল, সিনিয়র পুলিশ আধিকারিক একথা জানান ।

বারাণসী (উত্তরপ্রদেশ), 5 জুলাই : পুলিশের প্রতি প্রকাশ্যেদুর্ব্যবহার করার অপরাধে গ্রেপ্তার 2 3 জুলাই রাতে বারাণসীতে ঘটনাটি ঘটে ।কয়েকজন কর্তব্যরত পুলিশকে গালিগালাজ করে । ওই ঘটনাটিকে ভিডিয়ো রেকর্ডিং করেবিভিন্ন মাধ্যমে শেয়ার করা হয়েছিল বলে জানাল উত্তরপ্রদেশ পুলিশ ।

এ বিষয়ে SSP প্রভাকর চৌধরি বলেন, “ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টিতে আরও কারা কারা জড়িত তা খুঁজে বের করা হবে । ওদের বিরুদ্ধে কঠিনশাস্তির ব্যবস্থা করা হবে ।

তিনি আরও বলেন,“ লংকা থানার অন্তর্গত সুন্দরপুর পুলিশ চৌকিতে একটি কনটেইনমেন্ট জোনতৈরি করেছিলেন কিছু পুলিশকর্মীরা । ইতিমধ্যেই একটি অভিযোগ পাওয়া যায় যে শাহাজাদনামে এক ব্যক্তি কয়েকজনকে ভয় দেখাচ্ছে । খবরটি পাওয়ার পর দুই পুলিশকর্মী বাইকনিয়ে ঘটনাস্থানে যান । সেখানে কয়েকজনকে মুখে মাস্ক না পরে বসে থাকতে দেখেন।তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদ শুরু হয় ।

প্রভাকর চৌধরি জানান, ঘটনাস্থানে মাত্র দুজন পুলিশকর্মীথাকায় তারা দুর্ব্যবহার করতে শুরু করে । শুরু হয় জমায়েত । ইতিমধ্যে দুজনের নামেFIR করা হয়েছে । তাদের মধ্যে একজন জিলা পঞ্চায়েতের সদস্য । এই ঘটনারসাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ শনিবার বিকাশ দুবের সমস্ত আইনবিরুদ্ধসম্পত্তি ও যাবতীয় টাকা পয়সা বাজেয়াপ্ত করেছে । আরও জানা গেছে দুবে কানপুরএনকাউন্টার ঘটনার সঙ্গে জড়িত । বৃহস্পতিবার একটি দল পুলিশের ওপর প্রকাশ্যে গুলিচালিয়েছিল সেই দলের সাথে দুবে জড়িত ছিল, সিনিয়র পুলিশ আধিকারিক একথা জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.