ETV Bharat / bharat

তেলাঙ্গানায় 52 দিন পর সরকারি বাসের ধর্মঘট উঠল - Telengana

প্রায় দু'মাস ধরে চলা ধর্মঘট আজ তুলে নিল তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) ৷ TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটরত সমস্ত কর্মীদের আগামীকাল কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ৷

TSRTC
author img

By

Published : Nov 25, 2019, 10:48 PM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর : প্রায় দু'মাস ধরে চলা ধর্মঘট আজ তুলে নিল তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) ৷ TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটরত সমস্ত কর্মীদের আগামীকাল কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ৷

5 অক্টোবর থেকে পরিবহন সংস্থার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ৷ তাঁদের দাবি ছিল TSRTC-কে পুরোপুরিভাবে সরকারি আওতায় নিয়ে আসতে হবে ৷ 52 দিন ধরে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার পরেও দাবিদাওয়া মেনে নেওয়া হয়নি কর্মচারীদের ৷ ঘটনা গড়ায় আদালত পর্যন্তও ৷ ধর্মঘট শুরু হওয়ার পর 5 কর্মী আত্মহত্যা করেছেন ৷ এই পরিস্থিতিতে TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অশ্বত্থামা রেড্ডি ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ৷

জয়েন্ট অ্যাকশন কমিটির দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে আজ জানানো হয়, "5 অক্টোবর থেকে কর্মচারীরা যে ধর্মঘটে নেমেছিল, আজ তা 52 তম দিনে পড়ল ৷ হাইকোর্টের রায়ের পরে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখেই তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার জয়েন্ট অ্যাকশন কমিটি এই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷" পাশাপাশি কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্যও সরকারের কাছে আবেদন জানানো হয় জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে ৷

হায়দরাবাদ, 25 নভেম্বর : প্রায় দু'মাস ধরে চলা ধর্মঘট আজ তুলে নিল তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) ৷ TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটরত সমস্ত কর্মীদের আগামীকাল কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ৷

5 অক্টোবর থেকে পরিবহন সংস্থার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ৷ তাঁদের দাবি ছিল TSRTC-কে পুরোপুরিভাবে সরকারি আওতায় নিয়ে আসতে হবে ৷ 52 দিন ধরে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার পরেও দাবিদাওয়া মেনে নেওয়া হয়নি কর্মচারীদের ৷ ঘটনা গড়ায় আদালত পর্যন্তও ৷ ধর্মঘট শুরু হওয়ার পর 5 কর্মী আত্মহত্যা করেছেন ৷ এই পরিস্থিতিতে TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অশ্বত্থামা রেড্ডি ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ৷

জয়েন্ট অ্যাকশন কমিটির দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে আজ জানানো হয়, "5 অক্টোবর থেকে কর্মচারীরা যে ধর্মঘটে নেমেছিল, আজ তা 52 তম দিনে পড়ল ৷ হাইকোর্টের রায়ের পরে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখেই তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার জয়েন্ট অ্যাকশন কমিটি এই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷" পাশাপাশি কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্যও সরকারের কাছে আবেদন জানানো হয় জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে ৷

New Delhi, Nov 25 (ANI): While speaking to mediapersons, NCP leader Jayant Patil said that recent government formed in Maharashtra will fail to prove strength. "Today Congress-NCP-Shiv Sena, Samajwadi Party and CPM, gave a letter to Governor stating that recent government formed in Maharashtra with no majority and so it will fail to prove strength. So, with the support of 162 MLAs allow us to form the government in Maharashtra."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.