হায়দরাবাদ, 25 নভেম্বর : প্রায় দু'মাস ধরে চলা ধর্মঘট আজ তুলে নিল তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থা (TSRTC) ৷ TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটরত সমস্ত কর্মীদের আগামীকাল কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ৷
5 অক্টোবর থেকে পরিবহন সংস্থার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ৷ তাঁদের দাবি ছিল TSRTC-কে পুরোপুরিভাবে সরকারি আওতায় নিয়ে আসতে হবে ৷ 52 দিন ধরে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার পরেও দাবিদাওয়া মেনে নেওয়া হয়নি কর্মচারীদের ৷ ঘটনা গড়ায় আদালত পর্যন্তও ৷ ধর্মঘট শুরু হওয়ার পর 5 কর্মী আত্মহত্যা করেছেন ৷ এই পরিস্থিতিতে TSRTC-র জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অশ্বত্থামা রেড্ডি ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ৷
জয়েন্ট অ্যাকশন কমিটির দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে আজ জানানো হয়, "5 অক্টোবর থেকে কর্মচারীরা যে ধর্মঘটে নেমেছিল, আজ তা 52 তম দিনে পড়ল ৷ হাইকোর্টের রায়ের পরে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখেই তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার জয়েন্ট অ্যাকশন কমিটি এই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷" পাশাপাশি কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্যও সরকারের কাছে আবেদন জানানো হয় জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে ৷