ETV Bharat / bharat

রাতারাতি বিচারপতি বদল নিয়ে তরজায় কেন্দ্র-বিরোধীরা - Delhi violence

গত সপ্তাহেই মুরলীধরের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বলা হয়েছিল, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির কথা ৷ প্রস্তাবের পরই এর প্রতিবাদে সরব হয় দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ৷

S Muralidhar
মুরলীধর
author img

By

Published : Feb 27, 2020, 9:16 AM IST

Updated : Feb 27, 2020, 12:40 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : এর আগেও দু'বার বদলির কথা উঠেছিল ৷ কিন্তু, প্রতিক্ষেত্রেই আপত্তি তুলেছিল কলেজিয়াম ৷ কিন্তু, দিল্লিতে চলতে থাকা হিংসার প্রেক্ষিতে কার্যত 'রক্ষকর্তা' হয়ে ওঠা দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি এস মুরলীধরকেই বদলি করা হল রাতারাতি ৷ কলেজিয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

গত সপ্তাহেই মুরলীধরের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বলা হয়েছিল, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির কথা ৷ প্রস্তাবের পরই এর প্রতিবাদে সরব হয় দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ৷ তাদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান ৷ কিন্তু, বুধবার মাঝরাতে যে ভাবে মুরলীধরের বদলিতে শিলমোহর দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

বিতর্কের শুরু অবশ্য দিন দু'য়েক আগে ৷ মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বাধ্য হয়ে মুরলীধরের সাহায্য চাওয়া হয়েছিল ৷ পুলিশের কাছ থেকে তেমন সাহায্য না পেয়ে সেদিন রাত 12টা নাগাদ মুরলীধরের বাড়ি গিয়েছিলেন চিকিৎসক, মানবাধিকার কর্মীদের একাংশ । সেই রাতেই তাঁদের আরজি শুনতে সম্মত হয়েছিলেন বিচারপতি মুরলীধর ৷ রাত পৌনে ২টোর সময় দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যই বদলি ৷ বিষয় দুটির মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি ৷

  • Remembering the brave Judge Loya, who wasn’t transferred.

    — Rahul Gandhi (@RahulGandhi) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই রাতারাতি বদলির ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস ৷ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘মনে হচ্ছে এই দেশে যাঁরা ন্যায়বিচার করছেন, তাঁদের রেহাই নেই ৷ এটি গেরুয়া দলের রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ ছাড়া কিছুই নয় ৷’’ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি টুইট, ‘বর্তমান অবস্থাকে মাথায় রেখে বিচারপতি মুরলীধরের মধ্যরাতে বদলি হতবাক করার মত কোনও বিষয় নয় ৷ এটি অবশ্যই দুঃখজনক ও লজ্জাজনক ৷ সরকারের লাখ লাখ ভারতীয়ের বিচারবিভাগের উপর বিশ্বাস ভাঙার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ৷’’ রাহুল গান্ধি সরাসরি বিচারপতির বদলি নিয়ে কোনও কথা না বলে তিনি টুইট করেন, ‘‘বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে, যার বদলি হয়নি ৷’’ তবে কংগ্রেসের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের টুইট, ‘সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের সিদ্ধান্তে বিচারপতি মুরলীধরের বদলি ৷ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল এই মাসের 12 তারিখেই ৷ তার বদলির সিদ্ধান্তে মুরলীধরের মতামতও নেওয়া হয়েছিল ৷’

  • Transfer of Hon’ble Justice Muralidhar was done pursuant to the recommendation dated 12.02.2020 of the Supreme Court collegium headed by Chief Justice of India. While transferring the judge consent of the judge is taken. The well settled process have been followed.

    — Ravi Shankar Prasad (@rsprasad) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : এর আগেও দু'বার বদলির কথা উঠেছিল ৷ কিন্তু, প্রতিক্ষেত্রেই আপত্তি তুলেছিল কলেজিয়াম ৷ কিন্তু, দিল্লিতে চলতে থাকা হিংসার প্রেক্ষিতে কার্যত 'রক্ষকর্তা' হয়ে ওঠা দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি এস মুরলীধরকেই বদলি করা হল রাতারাতি ৷ কলেজিয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

গত সপ্তাহেই মুরলীধরের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বলা হয়েছিল, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির কথা ৷ প্রস্তাবের পরই এর প্রতিবাদে সরব হয় দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ৷ তাদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান ৷ কিন্তু, বুধবার মাঝরাতে যে ভাবে মুরলীধরের বদলিতে শিলমোহর দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

বিতর্কের শুরু অবশ্য দিন দু'য়েক আগে ৷ মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বাধ্য হয়ে মুরলীধরের সাহায্য চাওয়া হয়েছিল ৷ পুলিশের কাছ থেকে তেমন সাহায্য না পেয়ে সেদিন রাত 12টা নাগাদ মুরলীধরের বাড়ি গিয়েছিলেন চিকিৎসক, মানবাধিকার কর্মীদের একাংশ । সেই রাতেই তাঁদের আরজি শুনতে সম্মত হয়েছিলেন বিচারপতি মুরলীধর ৷ রাত পৌনে ২টোর সময় দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যই বদলি ৷ বিষয় দুটির মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি ৷

  • Remembering the brave Judge Loya, who wasn’t transferred.

    — Rahul Gandhi (@RahulGandhi) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই রাতারাতি বদলির ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস ৷ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘মনে হচ্ছে এই দেশে যাঁরা ন্যায়বিচার করছেন, তাঁদের রেহাই নেই ৷ এটি গেরুয়া দলের রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ ছাড়া কিছুই নয় ৷’’ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি টুইট, ‘বর্তমান অবস্থাকে মাথায় রেখে বিচারপতি মুরলীধরের মধ্যরাতে বদলি হতবাক করার মত কোনও বিষয় নয় ৷ এটি অবশ্যই দুঃখজনক ও লজ্জাজনক ৷ সরকারের লাখ লাখ ভারতীয়ের বিচারবিভাগের উপর বিশ্বাস ভাঙার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ৷’’ রাহুল গান্ধি সরাসরি বিচারপতির বদলি নিয়ে কোনও কথা না বলে তিনি টুইট করেন, ‘‘বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে, যার বদলি হয়নি ৷’’ তবে কংগ্রেসের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের টুইট, ‘সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের সিদ্ধান্তে বিচারপতি মুরলীধরের বদলি ৷ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল এই মাসের 12 তারিখেই ৷ তার বদলির সিদ্ধান্তে মুরলীধরের মতামতও নেওয়া হয়েছিল ৷’

  • Transfer of Hon’ble Justice Muralidhar was done pursuant to the recommendation dated 12.02.2020 of the Supreme Court collegium headed by Chief Justice of India. While transferring the judge consent of the judge is taken. The well settled process have been followed.

    — Ravi Shankar Prasad (@rsprasad) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Feb 27, 2020, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.