ETV Bharat / bharat

বনধের প্রভাব রাজধানীতে, একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল - trade unions strike

dharmaghat
dharmaghat
author img

By

Published : Jan 8, 2020, 7:29 AM IST

Updated : Jan 8, 2020, 6:47 PM IST

15:12 January 08

বনধে সমর্থন নেই কেন্দ্রীয় সরকারের । কেন্দ্রের তরফে জানানো হয়েছে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তারা । জনজীবন সচল রাখতে সবরকম ব্যবস্থা করা হবে । বাংলায় CPI(M), কংগ্রেস সহ 21টি দল এই বনধকে সমর্থন করেছে । সমর্থনে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা , তামিলনাড়ুর DMK । অবরোধে সমর্থন জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ।

দিল্লি, 8 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে CITU, INTUC সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা । ভোর 6টা থেকে শুরু হয়েছে হরতাল ৷ প্রতিবাদ মিছিলে সামিল রাজধানী । উত্তপ্ত পশ্চিমবঙ্গের মালদা । অন্ধ্রপ্রদেশে মিছিল থেকে আটক হয়েছেন বাম নেতারা । অসম ও মহারাষ্ট্রে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । ওড়িশার কয়েকটি জেলায় বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । প্রতিবাদে পথে চণ্ডীগড়, পাঞ্জাব । একনজরে দেশে বনধের পরিস্থিতি -

Live Updates :

  • পাঞ্জাবের পাতিয়ালা, লুধিয়ানা, হোশিয়ারপুর সহ অন্যান্য কিছু জায়গায় দোকান বন্ধ ।  পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কিছু পড়ুয়া ও অধ্যাপক এই প্রতিবাদে অংশ নেন । 
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বনধের সমর্থনে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে ।

14:07 January 08

  • অন্ধ্রপ্রদেশে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ । বামপন্থী দল ও শ্রমিক সংগঠনগুলি সরকারি বাস আটকায় । রাস্তা অবরোধ করে । ব্যহত হয় যানচলাচল । পুলিশ কয়েকজন বামনেতাকে গ্রেপ্তার করেছে । বিজয়ওয়াড়া, গুন্টুর, বিশখাপত্তনম ও অন্যান্য এলাকা থেকে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ । 

13:20 January 08

police
পশ্চিমবঙ্গ : বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের
  • রণক্ষেত্র পশ্চিমবঙ্গের মালদা । বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটায় কাঁদানে গ্যাসের সেল । 

12:59 January 08

প্রতিবাদে পথে নেমেছে চণ্ডীগড়
  • পাঞ্জাবের অমৃতসরে রেললাইন অবরোধ করে বিক্ষোভকারীরা । 

12:32 January 08

বনধের প্রভাব রাজধানীতেও
  • প্রভাব রাজধানীতেও । রাস্তায় নেমেছেন ধর্মঘটীরা । চলছে প্রতিবাদ মিছিল । 
  • বনধে সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তিনি টুইট করে লেখেন, 'মোদি-শাহর সরকারের মানুষ ও শ্রমিক বিরোধী নীতি বেকারত্বর কারণ । দুর্বল হয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি ।'

12:12 January 08

  • The Modi-Shah Govt’s anti people, anti labour policies have created catastrophic unemployment & are weakening our PSUs to justify their sale to Modi’s crony capitalist friends.

    Today, over 25 crore 🇮🇳workers have called for #BharatBandh2020 in protest.

    I salute them.

    — Rahul Gandhi (@RahulGandhi) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কেরলের কোচিতে বন্ধ দোকানপাট । রাস্তাঘাটেও কম লোকসংখ্যা । 
  • পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে । বিক্ষোভের সেরকম কোনও খবর এখনও সামনে আসেনি । পাঞ্জাব ও হরিয়ানার কয়েকটি কৃষক সংগঠনের কর্মীরা ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলেন ।
  • উত্তরপ্রদেশেও বনধের প্রভাব । একাধিক শ্রমিক সংগঠন এই বনধে সমর্থন জানিয়েছেন । ব্যাঙ্ক ইউনিয়ন, জীবন বিমা, BSNL-র কর্মীরা রয়েছেন । 

11:25 January 08

ওড়িশা : ধর্মঘটীরা জমায়েত করেছেন
  • কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । 
  • ওড়িশায় কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । কিছুটা ব্যহত যানচলাচল । 

11:23 January 08

kerala
তিরুবনন্তপুরম : প্রতিবাদ মিছিল CITU-র
  • তামিলনাড়ুর চেন্নাইয়ে মাউন্ট রোডে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ । 

09:49 January 08

tamil
তামিলনাড়ু : রাস্তা অবরোধ
  • ওড়িশাতেও বনধের প্রভাব । ভুবনেশ্বরে রাস্তা অবরোধ চলছে । 
  • হরিয়ানায় পরিবহন ব্যবস্থা অচল । ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ । রয়েছে কড়া পুলিশ নিরাপত্তা । 

09:22 January 08

হরিয়ানা : ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ
  • কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । বাস লক্ষ্য করে ছোড়া হয় পাথর । 

08:57 January 08

বনধের প্রভাব অসমেও
  • বনধের প্রভাব অসমেও । ধর্মঘটের সমর্থকরা রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । রাজ্যের কয়েকটি জায়াগায় চলছে রেল অবরোধ । 

08:32 January 08

কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব
  • পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ । কলকাতায় মিছিল করছেন বাম-কংগ্রেস সমর্থকরা । হাওড়া-ব্যান্ডেল সহ কয়েকটি শাখায় রেল অবরোধ হয় । পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ।   

08:19 January 08

wb
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ
  • কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব । সকাল থেকে বন্ধ দোকানপাট । KSRTC পরিষেবা বন্ধ । আপাতত বন্ধ যান চলাচল । 

07:54 January 08

মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে
  • মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে । কৃষক সংগঠন রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় । 

07:44 January 08

  • দেশের বিভিন্নপ্রান্তে রেল অবরোধের খবর পাওয়া গেছে 
  • বাতিল হরিদ্বার-কুম্ভ এক্সপ্রেস 

07:04 January 08

  •  ব্যাঙ্ক পরিষেবা ব্যহত । বনধে সমর্থন ইউনিয়নগুলির । যদিও SBI-র দাবি তাদের কাজকর্ম স্বাভাবিক থাকবে । 
  • প্রভাব পড়তে পারে পরিবহন ব্যবস্থায়

15:12 January 08

বনধে সমর্থন নেই কেন্দ্রীয় সরকারের । কেন্দ্রের তরফে জানানো হয়েছে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তারা । জনজীবন সচল রাখতে সবরকম ব্যবস্থা করা হবে । বাংলায় CPI(M), কংগ্রেস সহ 21টি দল এই বনধকে সমর্থন করেছে । সমর্থনে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা , তামিলনাড়ুর DMK । অবরোধে সমর্থন জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ।

দিল্লি, 8 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে CITU, INTUC সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা । ভোর 6টা থেকে শুরু হয়েছে হরতাল ৷ প্রতিবাদ মিছিলে সামিল রাজধানী । উত্তপ্ত পশ্চিমবঙ্গের মালদা । অন্ধ্রপ্রদেশে মিছিল থেকে আটক হয়েছেন বাম নেতারা । অসম ও মহারাষ্ট্রে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । ওড়িশার কয়েকটি জেলায় বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । প্রতিবাদে পথে চণ্ডীগড়, পাঞ্জাব । একনজরে দেশে বনধের পরিস্থিতি -

Live Updates :

  • পাঞ্জাবের পাতিয়ালা, লুধিয়ানা, হোশিয়ারপুর সহ অন্যান্য কিছু জায়গায় দোকান বন্ধ ।  পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কিছু পড়ুয়া ও অধ্যাপক এই প্রতিবাদে অংশ নেন । 
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বনধের সমর্থনে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে ।

14:07 January 08

  • অন্ধ্রপ্রদেশে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ । বামপন্থী দল ও শ্রমিক সংগঠনগুলি সরকারি বাস আটকায় । রাস্তা অবরোধ করে । ব্যহত হয় যানচলাচল । পুলিশ কয়েকজন বামনেতাকে গ্রেপ্তার করেছে । বিজয়ওয়াড়া, গুন্টুর, বিশখাপত্তনম ও অন্যান্য এলাকা থেকে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ । 

13:20 January 08

police
পশ্চিমবঙ্গ : বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের
  • রণক্ষেত্র পশ্চিমবঙ্গের মালদা । বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটায় কাঁদানে গ্যাসের সেল । 

12:59 January 08

প্রতিবাদে পথে নেমেছে চণ্ডীগড়
  • পাঞ্জাবের অমৃতসরে রেললাইন অবরোধ করে বিক্ষোভকারীরা । 

12:32 January 08

বনধের প্রভাব রাজধানীতেও
  • প্রভাব রাজধানীতেও । রাস্তায় নেমেছেন ধর্মঘটীরা । চলছে প্রতিবাদ মিছিল । 
  • বনধে সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তিনি টুইট করে লেখেন, 'মোদি-শাহর সরকারের মানুষ ও শ্রমিক বিরোধী নীতি বেকারত্বর কারণ । দুর্বল হয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি ।'

12:12 January 08

  • The Modi-Shah Govt’s anti people, anti labour policies have created catastrophic unemployment & are weakening our PSUs to justify their sale to Modi’s crony capitalist friends.

    Today, over 25 crore 🇮🇳workers have called for #BharatBandh2020 in protest.

    I salute them.

    — Rahul Gandhi (@RahulGandhi) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কেরলের কোচিতে বন্ধ দোকানপাট । রাস্তাঘাটেও কম লোকসংখ্যা । 
  • পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে । বিক্ষোভের সেরকম কোনও খবর এখনও সামনে আসেনি । পাঞ্জাব ও হরিয়ানার কয়েকটি কৃষক সংগঠনের কর্মীরা ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলেন ।
  • উত্তরপ্রদেশেও বনধের প্রভাব । একাধিক শ্রমিক সংগঠন এই বনধে সমর্থন জানিয়েছেন । ব্যাঙ্ক ইউনিয়ন, জীবন বিমা, BSNL-র কর্মীরা রয়েছেন । 

11:25 January 08

ওড়িশা : ধর্মঘটীরা জমায়েত করেছেন
  • কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । 
  • ওড়িশায় কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । কিছুটা ব্যহত যানচলাচল । 

11:23 January 08

kerala
তিরুবনন্তপুরম : প্রতিবাদ মিছিল CITU-র
  • তামিলনাড়ুর চেন্নাইয়ে মাউন্ট রোডে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ । 

09:49 January 08

tamil
তামিলনাড়ু : রাস্তা অবরোধ
  • ওড়িশাতেও বনধের প্রভাব । ভুবনেশ্বরে রাস্তা অবরোধ চলছে । 
  • হরিয়ানায় পরিবহন ব্যবস্থা অচল । ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ । রয়েছে কড়া পুলিশ নিরাপত্তা । 

09:22 January 08

হরিয়ানা : ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ
  • কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । বাস লক্ষ্য করে ছোড়া হয় পাথর । 

08:57 January 08

বনধের প্রভাব অসমেও
  • বনধের প্রভাব অসমেও । ধর্মঘটের সমর্থকরা রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । রাজ্যের কয়েকটি জায়াগায় চলছে রেল অবরোধ । 

08:32 January 08

কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব
  • পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ । কলকাতায় মিছিল করছেন বাম-কংগ্রেস সমর্থকরা । হাওড়া-ব্যান্ডেল সহ কয়েকটি শাখায় রেল অবরোধ হয় । পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ।   

08:19 January 08

wb
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ
  • কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব । সকাল থেকে বন্ধ দোকানপাট । KSRTC পরিষেবা বন্ধ । আপাতত বন্ধ যান চলাচল । 

07:54 January 08

মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে
  • মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে । কৃষক সংগঠন রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় । 

07:44 January 08

  • দেশের বিভিন্নপ্রান্তে রেল অবরোধের খবর পাওয়া গেছে 
  • বাতিল হরিদ্বার-কুম্ভ এক্সপ্রেস 

07:04 January 08

  •  ব্যাঙ্ক পরিষেবা ব্যহত । বনধে সমর্থন ইউনিয়নগুলির । যদিও SBI-র দাবি তাদের কাজকর্ম স্বাভাবিক থাকবে । 
  • প্রভাব পড়তে পারে পরিবহন ব্যবস্থায়
New Delhi, Jan 08 (ANI): CPI (M) leader and former Jawaharlal Nehru Students Union (JNUSU) president Kanhaiya Kumar joined protest at JNU campus on Jan 07 against violence in campus. Deepika also joined the protest to show solidarity with students. However, Kumar denied seeing the actress in the campus.
Last Updated : Jan 8, 2020, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.