দিল্লি, 8 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে CITU, INTUC সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা । ভোর 6টা থেকে শুরু হয়েছে হরতাল ৷ প্রতিবাদ মিছিলে সামিল রাজধানী । উত্তপ্ত পশ্চিমবঙ্গের মালদা । অন্ধ্রপ্রদেশে মিছিল থেকে আটক হয়েছেন বাম নেতারা । অসম ও মহারাষ্ট্রে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । ওড়িশার কয়েকটি জেলায় বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । প্রতিবাদে পথে চণ্ডীগড়, পাঞ্জাব । একনজরে দেশে বনধের পরিস্থিতি -
Live Updates :
- পাঞ্জাবের পাতিয়ালা, লুধিয়ানা, হোশিয়ারপুর সহ অন্যান্য কিছু জায়গায় দোকান বন্ধ । পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কিছু পড়ুয়া ও অধ্যাপক এই প্রতিবাদে অংশ নেন ।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বনধের সমর্থনে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে ।