1. হবে না পুজো কার্নিভাল, দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ রাজ্যের
অবশেষে দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য । সামাজিক দূরত্ব মেনে এবার দুর্গাপুজো পালন করতে হবে বলে জানানো হয়েছে গাইডলাইনে । পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, এবার পুজো কার্নিভাল হবে না ।
2. ফের ঝামেলার আশঙ্কা, DM-SP কে 144 ধারা জারির আর্জি বিশ্বভারতী কর্তৃপক্ষের
17 অগাস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার হয় ।বোলপুর- শান্তিনিকেতন এলাকার কয়েকশো মানুষ চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালায় বিশ্বভারতীজুড়ে ।
3. জলের তোড়ে ভাঙল পুনর্ভবার বাঁধ, জলমগ্ন মালদার বিস্তীর্ণ এলাকা
গতরাত থেকেই অল্প অল্প করে কাটছিল বামনগোলা ব্লক দিয়ে বয়ে যাওয়া এই নদীর বাঁধ৷ আজ সকালের মধ্যে জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁধের প্রায় 60 মিটার অংশ ৷ দুপুর গড়াতে কাটা বাঁধের দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় 100 মিটার ৷ জলের নিচে চলে গিয়েছে কয়েক হাজার বিঘা কৃষিজমির আমন ধান ৷ জল ঢুকেছে কিছু বাড়িতেও ৷
4. গুলি ছুড়তে ছুড়তে তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টা হরিশ্চন্দ্রপুরে
দিনেদুপুরে গুলি ছুড়তে ছুড়তে এক তৃণমূল নেতাকে অপহরণ করার চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি এলাকায় ৷ যদিও স্থানীয়দের তৎপরতায় ওই নেতাকে উদ্ধার করা গেছে ৷
5. 4 অক্টোবর থেকে রবিবারও চলবে মেট্রো
যাত্রী সংখ্যা বাড়ছে । পাশাপাশি সামনে পুজো । 4 অক্টোবর থেকে রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের ।
6. সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্য, মুখ্যমন্ত্রী অশিক্ষিত : রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব দিলেন রাজ্যপাল ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, "এভাবে 24 ঘণ্টারও কম সময়ে সাংবাদিক বৈঠক ডাকার পিছনে গুরুতর কারণ রয়েছে ৷ রাজ্যের দু'টি সাংবিধানিক কার্যকর্তার মধ্যে সম্পর্কের পরিণতি নিয়ে বলতেই এই সাংবাদিক বৈঠক ৷ রাজ্যের অশিক্ষিত মুখ্যমন্ত্রী ও রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের ৷ DGP-কে বার্তা পাঠানো হয়েছিল ৷ তাঁকে ডাকলেও দেখা করতে আসেননি ৷ কিন্তু , মুখ্যমন্ত্রী সেই বার্তার উত্তর দেন ৷ সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্য ৷ আইন - শৃঙ্খলার অবস্থাও খারাপ ৷ হার্মাদরা ক্ষমতায় এসেছে ৷ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ । সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে পুলিশ । একদিকে রাজ্যের শাসক দলের নেতাদের মধ্যে টাকা উড়ছে আর রাজভবনের জন্য টাকা নেই বলা হচ্ছে । পুলিশ রাজ্য সরকারের দলদাসত্ব করছে ৷"
7. "গণতন্ত্রের বদলে রাজ্যে স্বৈরাচারিতা", মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজ্যপালের
আজ সাংবাদিক বৈঠকের রাজ্যপাল বলেন, " রাজ্যে অসাংবিধানিক কাজকর্ম চলছে ৷ গণতন্ত্রের বদলে স্বৈরাচারিতা আসছে ৷ মুখ্যমন্ত্রীর চিঠিতে ব্যবহৃত লেখাতে আমি মর্মাহত ৷ লোকেরা মনে করছে রাজ্যপাল নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে ৷ আমি আমার শপথবাক্যে বলেছি, সংবিধান রক্ষা করব আমি ৷ তাই আমি কোনও সীমা ছাড়াচ্ছি না ৷ আমি আমার শপথ পালন করছি ৷ মুখ্যমন্ত্রী তাঁর নিজের শপথ পালন করছেন না ৷ মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পোস্ট অফিস বানিয়ে রাখতে চান ৷ সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যপালকে কাজে সাহায্য করা ৷ মুখ্যমন্ত্রী তাঁর কাজ করছেন না ৷" মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করে রাজ্যপাল বলেন, "কেন আপনি সংবিধান মানছেন না ? আমার কাজ মানুষের স্বার্থরক্ষার্থে কাজ করা ৷" এছাড়াও সাংবাদিক বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কিষাণ কল্যাণ স্কিমের কথাও তোলেন ৷ "
আগামী দু'দিন উত্তরকন্য়ায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 1 অক্টোবর কলকাতায় ফিরে যাবেন ।
9. "স্যামসনের পরবর্তী কেউ হওয়ার দরকার নেই", থারুরের টুইটের জবাব গম্ভীরের
ম্যাচের শেষে কংগ্রসে সাংসদ শশী থারুর টুইটারে রাজস্থান রয়্যালস ও সঞ্জু স্যামসনকে স্যালুট জানান ৷ তিনি তাঁর পুরোনো একটি কথার প্রসঙ্গ তুলে আনেন ৷ সেখানে তিন 14 বছরের স্যামসনকে পরবর্তী ধোনি বলে উল্লেখ করেন ৷
10. সিনেমা হল খোলার সিদ্ধান্তে খুশি পরিচালক-প্রযোজকরা
1 অক্টোবর থেকেই খুলে যাবে রাজ্যের সব হল । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পরিচালক ও প্রযোজকরা