ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Oct 24, 2020, 3:08 PM IST

1 ) ভারতীয় সেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর

ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল বলে অভিযোগ ।

2 ) অষ্টমীতে ট্র্যাডিশনাল সৌরভ, অংশ নিলেন বড়িশা প্লেয়ার্স ক্লাবের সন্ধিপুজোয়

একেবারে বাঙালি বেশে পাড়ার পুজোয় ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । মহাষ্টমীর দিন সকালে পেস্তা রঙের পাঞ্জাবিতে বড়িশা প্লেয়ার্স ক্লাবের সন্ধিপুজোয় অংশ নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ।

3 ) দর্শনার্থীবিহীন কুমারীপুজো সম্পন্ন বেলুড় মঠে

কোরোনা প্রকোপের কারণে এবছর দর্শনার্থীবিহীন দুর্গোৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে । ভক্ত সমাগম না হলেও যথানিয়মে কুমারীপুজো সম্পন্ন হল । অষ্টমীর সকাল ন'টায় শুরু হয় কুমারীপুজো । 9 টা 45-এ শেষ হয় । মধ্যমগ্রামের বাসিন্দা বছর ছ'য়েকের অদ্রিজা মুখোপাধ্যায়কে উমা নামে পুজো করেন শ্রী দুর্গা চৈতন্য মহারাজ । কোরোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই পুজো হচ্ছে বেলুড় মঠে ।

4 ) ভালো আছেন, হাসপাতাল থেকে অনুরাগীদের "থাম্বস আপ" কপিল দেবের

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট থেকে বিনোদন জগতের ব্যক্তিত্বরা সুস্থতা কামনা করে টুইট করেন ।

5 ) দেশে মোট সুস্থের সংখ্যা ছাড়াল 70 লাখ

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 78 লাখ 14 হাজার 682 জন ৷ মোট মৃত্যু হয়েছে 1 লাখ 17 হাজার 956 জনের ৷

6 ) সতর্কতার মহাষ্টমী দুর্গাপুরে

সতর্কতার সঙ্গে মহাষ্টমী পালিত দুর্গাপুরে । প্রত্যেক বছর মহাষ্টমীর দিন সেজেগুজে প্য়ান্ডেলে প্যান্ডেলে অঞ্জলি দিতে দেখা যায় বাঙালিকে । কিন্তু এবারের ছবিটা আলাদা । কোরোনা পরিস্থিতিতে এবার বেশিরভাগ জায়গায় ভার্চুয়ালি অঞ্জলি হচ্ছে । অন্যদিকে , দুর্গাপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল সচেতনতার মহাষ্টমী ।

7 ) পিঙ্ক টেস্ট, মরুদেশে IPL ; নানান কীর্তিতে ভারতীয় বোর্ডে একবছর পূর্ণ সৌরভের

গায়ে লর্ডসে অভিষেক টেস্টের ব্লেজ়ার পরা সৌরভ জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বোর্ড প্রধান হিসেবে ঠিক সেভাবেই কাজ করবেন ।

8 ) অ্যাস্ট্রাজেনেকাকে পুনরায় ট্রায়াল শুরুর ছাড়পত্র অ্যামেরিকার

বিশ্বজুড়ে ফিজ়ার, মডার্নাসহ যে কয়েকটি সংস্থার ভ্যাকসিন আশা জাগাচ্ছে তাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি এই সংস্থার তৈরি ভ্যাকসিন শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন । এর জেরে স্থগিত রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল।

9 ) 10 উইকেটে জিতল মুম্বই, প্লে অফের রাস্তা কার্যত বন্ধ চেন্নাইয়ের

চেন্নাইয়ের 114 রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করলেন দুই মুম্বই ওপেনার ৷ রোহিতের পরিবর্তে ওপেন করতে নেমে 68 রানে অপরাজিত ঈশান কিষাণ ৷ অন্যদিকে 37 বলে 46 রান করলেন কুইন্টন ডি কক ৷

10 ) কীভাবে কাটছে মিমির অষ্টমী ?

নিজের বাড়ির পুজোতেই মেতে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী । পুজোর অঞ্জলিতে ও সন্ধিপুজোয় ভীষণভাবে অংশ নিয়েছেন অভিনেত্রী । অনেক দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন । সকলকে ফুল দেওয়া, প্রত্যেকের হাত স্যানিটাইজ় করানো, প্রত্যেকে মাস্ক পড়েছে কিনা দেখা, মিমির নজর রয়েছে সবদিকে । নিউ নর্মাল পুজোটাকেই স্বাভাবিক ছন্দে উপভোগ করছেন মিমি । দেখে নিন ভিডিয়ো...

1 ) ভারতীয় সেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর

ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল বলে অভিযোগ ।

2 ) অষ্টমীতে ট্র্যাডিশনাল সৌরভ, অংশ নিলেন বড়িশা প্লেয়ার্স ক্লাবের সন্ধিপুজোয়

একেবারে বাঙালি বেশে পাড়ার পুজোয় ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । মহাষ্টমীর দিন সকালে পেস্তা রঙের পাঞ্জাবিতে বড়িশা প্লেয়ার্স ক্লাবের সন্ধিপুজোয় অংশ নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ।

3 ) দর্শনার্থীবিহীন কুমারীপুজো সম্পন্ন বেলুড় মঠে

কোরোনা প্রকোপের কারণে এবছর দর্শনার্থীবিহীন দুর্গোৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে । ভক্ত সমাগম না হলেও যথানিয়মে কুমারীপুজো সম্পন্ন হল । অষ্টমীর সকাল ন'টায় শুরু হয় কুমারীপুজো । 9 টা 45-এ শেষ হয় । মধ্যমগ্রামের বাসিন্দা বছর ছ'য়েকের অদ্রিজা মুখোপাধ্যায়কে উমা নামে পুজো করেন শ্রী দুর্গা চৈতন্য মহারাজ । কোরোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই পুজো হচ্ছে বেলুড় মঠে ।

4 ) ভালো আছেন, হাসপাতাল থেকে অনুরাগীদের "থাম্বস আপ" কপিল দেবের

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট থেকে বিনোদন জগতের ব্যক্তিত্বরা সুস্থতা কামনা করে টুইট করেন ।

5 ) দেশে মোট সুস্থের সংখ্যা ছাড়াল 70 লাখ

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 78 লাখ 14 হাজার 682 জন ৷ মোট মৃত্যু হয়েছে 1 লাখ 17 হাজার 956 জনের ৷

6 ) সতর্কতার মহাষ্টমী দুর্গাপুরে

সতর্কতার সঙ্গে মহাষ্টমী পালিত দুর্গাপুরে । প্রত্যেক বছর মহাষ্টমীর দিন সেজেগুজে প্য়ান্ডেলে প্যান্ডেলে অঞ্জলি দিতে দেখা যায় বাঙালিকে । কিন্তু এবারের ছবিটা আলাদা । কোরোনা পরিস্থিতিতে এবার বেশিরভাগ জায়গায় ভার্চুয়ালি অঞ্জলি হচ্ছে । অন্যদিকে , দুর্গাপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল সচেতনতার মহাষ্টমী ।

7 ) পিঙ্ক টেস্ট, মরুদেশে IPL ; নানান কীর্তিতে ভারতীয় বোর্ডে একবছর পূর্ণ সৌরভের

গায়ে লর্ডসে অভিষেক টেস্টের ব্লেজ়ার পরা সৌরভ জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বোর্ড প্রধান হিসেবে ঠিক সেভাবেই কাজ করবেন ।

8 ) অ্যাস্ট্রাজেনেকাকে পুনরায় ট্রায়াল শুরুর ছাড়পত্র অ্যামেরিকার

বিশ্বজুড়ে ফিজ়ার, মডার্নাসহ যে কয়েকটি সংস্থার ভ্যাকসিন আশা জাগাচ্ছে তাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি এই সংস্থার তৈরি ভ্যাকসিন শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন । এর জেরে স্থগিত রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল।

9 ) 10 উইকেটে জিতল মুম্বই, প্লে অফের রাস্তা কার্যত বন্ধ চেন্নাইয়ের

চেন্নাইয়ের 114 রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করলেন দুই মুম্বই ওপেনার ৷ রোহিতের পরিবর্তে ওপেন করতে নেমে 68 রানে অপরাজিত ঈশান কিষাণ ৷ অন্যদিকে 37 বলে 46 রান করলেন কুইন্টন ডি কক ৷

10 ) কীভাবে কাটছে মিমির অষ্টমী ?

নিজের বাড়ির পুজোতেই মেতে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী । পুজোর অঞ্জলিতে ও সন্ধিপুজোয় ভীষণভাবে অংশ নিয়েছেন অভিনেত্রী । অনেক দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন । সকলকে ফুল দেওয়া, প্রত্যেকের হাত স্যানিটাইজ় করানো, প্রত্যেকে মাস্ক পড়েছে কিনা দেখা, মিমির নজর রয়েছে সবদিকে । নিউ নর্মাল পুজোটাকেই স্বাভাবিক ছন্দে উপভোগ করছেন মিমি । দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.