ETV Bharat / bharat

টপ নিউজ়@ দুপুর 3 টে - সেরা দশটি খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 19, 2020, 3:01 PM IST

1. চোপড়ায় মাধ্যমিক উত্তীর্ণ কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ

কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই চোপড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ । 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ।

2. বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে গাড়িতে বিস্ফোরণ

বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

3. 5 অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

কেমন দেখতে হবে রামমন্দির ? কী কী থাকবে সেখানে ? সে বিষয়ে আলোচনা করতে গতকালই বৈঠক করে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ।

4. দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বলছে IMA

IMA জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । এবিষয়ে IMA-র চেয়ারপারসন চিকিৎসক ভি কে মঙ্গা বলেন, "সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।"

5. আগামী সপ্তাহেই আস্থা ভোট রাজস্থানে ? রাজ্যপাল-গেহলত বৈঠকের পর শুরু জল্পনা

আজ সকালে রাজ্যপাল কলরাজ মিশ্রর সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত । এরপরই আগামী সপ্তাহে সেরাজ্যে আস্থা ভোট হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে ।

6. দেশে একদিনে কোরোনায় আক্রান্ত 38902

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 38 হাজার 902 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 10 লাখ 77 হাজার 618 ।

7. "কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই", স্বাস্থ্যবিধি মানার আবেদন রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে আজ একটি টুইট করেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "রাজ্যে কোরোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ বাড়ছে । আমি আবেদন করব, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে 100 শতাংশ গুরুত্ব দেওয়া হোক ।"

8. বাতাসের মাধ্যমে কোরোনা সংক্রমণ ! প্রতিরোধের উপায় ?

সাম্প্রতিক কালে কোরোনা ভাইরাসের বাতাসে ভেসে বেড়ানোর তথ্য প্রকাশ্যে এসেছে । কিন্তু তাই যদি হয়, সেক্ষেত্রে প্রতিরোধের উপায় কী ?

9. অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 4 পুলিশকর্মী, গ্রেপ্তার10

অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশকর্মীরা । স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে ।

10. দিল্লিতে ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় উদ্ধার মৃতদেহ

আজ সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি । একাধিক জায়গা জলমগ্ন । কয়েক ঘণ্টা চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের । মৃত্যু হয়েছে একজনের ।

1. চোপড়ায় মাধ্যমিক উত্তীর্ণ কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ

কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই চোপড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ । 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ।

2. বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে গাড়িতে বিস্ফোরণ

বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

3. 5 অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

কেমন দেখতে হবে রামমন্দির ? কী কী থাকবে সেখানে ? সে বিষয়ে আলোচনা করতে গতকালই বৈঠক করে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ।

4. দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বলছে IMA

IMA জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । এবিষয়ে IMA-র চেয়ারপারসন চিকিৎসক ভি কে মঙ্গা বলেন, "সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।"

5. আগামী সপ্তাহেই আস্থা ভোট রাজস্থানে ? রাজ্যপাল-গেহলত বৈঠকের পর শুরু জল্পনা

আজ সকালে রাজ্যপাল কলরাজ মিশ্রর সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত । এরপরই আগামী সপ্তাহে সেরাজ্যে আস্থা ভোট হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে ।

6. দেশে একদিনে কোরোনায় আক্রান্ত 38902

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 38 হাজার 902 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 10 লাখ 77 হাজার 618 ।

7. "কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই", স্বাস্থ্যবিধি মানার আবেদন রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে আজ একটি টুইট করেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "রাজ্যে কোরোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ বাড়ছে । আমি আবেদন করব, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে 100 শতাংশ গুরুত্ব দেওয়া হোক ।"

8. বাতাসের মাধ্যমে কোরোনা সংক্রমণ ! প্রতিরোধের উপায় ?

সাম্প্রতিক কালে কোরোনা ভাইরাসের বাতাসে ভেসে বেড়ানোর তথ্য প্রকাশ্যে এসেছে । কিন্তু তাই যদি হয়, সেক্ষেত্রে প্রতিরোধের উপায় কী ?

9. অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 4 পুলিশকর্মী, গ্রেপ্তার10

অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশকর্মীরা । স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে ।

10. দিল্লিতে ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় উদ্ধার মৃতদেহ

আজ সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি । একাধিক জায়গা জলমগ্ন । কয়েক ঘণ্টা চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের । মৃত্যু হয়েছে একজনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.