ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Jan 8, 2021, 9:03 PM IST

1. 256 জন যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে দিল্লি পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীরা, তাঁদের নিজেদের শহরে যাওয়ার জন্য অন্তত 10 ঘণ্টা পরে বিমান ধরতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের শেষ 14 দিনের সফর সূচি জানাতে হবে।

2. নাড্ডার আপ্যায়নে তৈরি মুস্থুলি গ্রামের মণ্ডল বাড়ি

বাড়ির উঠোনে শুরু হয়েছে আলপনা দেওয়ার কাজ । মণ্ডল পরিবার জানাচ্ছে, মাটির উনুনে সম্পূর্ণ নিরামিষ রান্নার আয়োজন করা হচ্ছে নাড্ডার জন্য ।

3. নন্দীগ্রামে শুভেন্দুর সভায় 30 শহিদ পরিবার, বিশৃঙ্খলায় হল না যোগদান

শুক্রবার সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে উপস্থিত হন শুভেন্দু অধিকারী ও মুকুল রায় । পরে একে একে আসেন কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষরা ৷ কৈলাস বিজয়বর্গীয় বক্তৃতা দেওয়ার সময় বিশৃঙ্খলা ছড়ায় সভাস্থলে । বিশৃঙ্খলা জেরে অনেকে নেতাই বক্তৃতা দিতে পারেননি ।

4. কোরোনা ভ্যাকসিন বহনের গাইডলাইন দিল ডিজিসিএ

কোরোনা ভ্যাকসিন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার গাইডলাইন দিল ডিজিসিএ

5. ফুরফুরে মেজাজে সৌরভ, আপৎকালীন পরিস্থিতি সামলাতে বাড়িতে মনিটর-অক্সিজেন

হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ফুরফুরে মেজাজে আছেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসাবে তাঁর বাড়িতে কার্ডিয়াক মনিটর, ওষুধ, অক্সিজেন-সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।

6. "আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব", অনড় আন্দোলনকারী কৃষকরা

15 জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

7. এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই অনুষ্ঠানে সিনেমা হলের আসন সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের দর্শক আসন 50 থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

8. কালীঘাটে দলের কার্যকরী কমিটির বৈঠকে মমতা

দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কালীঘাটের বাড়িতে কার্যকরী কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

9. কোচ বদলের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে সুনীলরা

নৌশাদ মুসা জানিয়েছেন তাঁরা জয়ের সরণিতে ফিরে আসতে মরিয়া । প্রথমবার পূর্ণ দায়িত্ব নিয়ে অনুশীলন করিয়েছেন । সেসময় অনেক ইতিবাচক দিক চোখে পড়েছে । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ইতিবাচক দিক এবং আগ্রাসন ম্যাচে বাস্তবায়ন করার কথা তিনি বলছেন ফুটবলারদের ।

10. "স্বাস্থ্যসাথীর কার্ড করুন", টলিউড তারকাদের মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কোরোনা পরিস্থিতির মধ্যেই নবান্ন সভাঘর থেকে 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই অনুষ্ঠানেও উপস্থিত সব তারকাকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি । সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা মতো মাস্ক পরেন সবাই । পাশাপাশি উপস্থিত সব তারকাকে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেন ।

1. 256 জন যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে দিল্লি পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীরা, তাঁদের নিজেদের শহরে যাওয়ার জন্য অন্তত 10 ঘণ্টা পরে বিমান ধরতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের শেষ 14 দিনের সফর সূচি জানাতে হবে।

2. নাড্ডার আপ্যায়নে তৈরি মুস্থুলি গ্রামের মণ্ডল বাড়ি

বাড়ির উঠোনে শুরু হয়েছে আলপনা দেওয়ার কাজ । মণ্ডল পরিবার জানাচ্ছে, মাটির উনুনে সম্পূর্ণ নিরামিষ রান্নার আয়োজন করা হচ্ছে নাড্ডার জন্য ।

3. নন্দীগ্রামে শুভেন্দুর সভায় 30 শহিদ পরিবার, বিশৃঙ্খলায় হল না যোগদান

শুক্রবার সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে উপস্থিত হন শুভেন্দু অধিকারী ও মুকুল রায় । পরে একে একে আসেন কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষরা ৷ কৈলাস বিজয়বর্গীয় বক্তৃতা দেওয়ার সময় বিশৃঙ্খলা ছড়ায় সভাস্থলে । বিশৃঙ্খলা জেরে অনেকে নেতাই বক্তৃতা দিতে পারেননি ।

4. কোরোনা ভ্যাকসিন বহনের গাইডলাইন দিল ডিজিসিএ

কোরোনা ভ্যাকসিন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার গাইডলাইন দিল ডিজিসিএ

5. ফুরফুরে মেজাজে সৌরভ, আপৎকালীন পরিস্থিতি সামলাতে বাড়িতে মনিটর-অক্সিজেন

হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ফুরফুরে মেজাজে আছেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসাবে তাঁর বাড়িতে কার্ডিয়াক মনিটর, ওষুধ, অক্সিজেন-সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।

6. "আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব", অনড় আন্দোলনকারী কৃষকরা

15 জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

7. এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই অনুষ্ঠানে সিনেমা হলের আসন সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের দর্শক আসন 50 থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

8. কালীঘাটে দলের কার্যকরী কমিটির বৈঠকে মমতা

দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কালীঘাটের বাড়িতে কার্যকরী কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

9. কোচ বদলের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে সুনীলরা

নৌশাদ মুসা জানিয়েছেন তাঁরা জয়ের সরণিতে ফিরে আসতে মরিয়া । প্রথমবার পূর্ণ দায়িত্ব নিয়ে অনুশীলন করিয়েছেন । সেসময় অনেক ইতিবাচক দিক চোখে পড়েছে । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ইতিবাচক দিক এবং আগ্রাসন ম্যাচে বাস্তবায়ন করার কথা তিনি বলছেন ফুটবলারদের ।

10. "স্বাস্থ্যসাথীর কার্ড করুন", টলিউড তারকাদের মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কোরোনা পরিস্থিতির মধ্যেই নবান্ন সভাঘর থেকে 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই অনুষ্ঠানেও উপস্থিত সব তারকাকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি । সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা মতো মাস্ক পরেন সবাই । পাশাপাশি উপস্থিত সব তারকাকে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.