ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-9-pm
top-news-at-9-pm
author img

By

Published : Oct 15, 2020, 9:01 PM IST

1. স্থিতিশীল সৌমিত্র, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

হেমোডাইন্যামিক্যালি স্থিতিশীল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ মেডিকেল বিজ্ঞপ্তিতে একথা জানান হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

2. রাজনীতিতে অনীহা ? শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন

"রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ?" বেলা প্রায় 12টা নাগাদ পোস্টটি করা হয় শুভ্রাংশু রায়ের ফেসবুক থেকে ।

3. অন্য উৎসবেও কি অনুদান দেওয়া হয় ? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিকে টাকা দিয়েছে মাস্ক-স্যানিটাইজ়ার কেনার জন্য।" বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তখন বলেন, "এটা তো সরকার নিজেই কিনে দিতে পারত । তাতে সরকারের খরচ কম হত।"

4. কালীঘাটে পিসির মন্দিরে বখরা পাঠাতে হয় অনেক পুলিশ অফিসারকে : সায়ন্তন বসু

কালীঘাটে নতুন মন্দির হয়েছে, সেটা পিসির মন্দির । সেখানে প্রসাদ দিয়ে আসতে হয় । বললেন BJP নেতা ৷

5. নজরে '21, এবার ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধনে প্রধানমন্ত্রী

22 অক্টোবর ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

6. লোকাল ট্রেন চালুর বিষয়ে চিঠি দিয়েছে রেল, জবাব দেয়নি রাজ্য; দাবি লকেটের

লোকাল ট্রেন চালুর দাবিতে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ । এই পরিস্থিতিতে রাজ্যে লোকাল ট্রেন চালু না হওয়ায় রাজ্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।

7. বিষমদ পান করে উজ্জৈনে মৃত 7

সকালে 5 যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয় । বেলা যত বাড়ে আরও অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন ।

8. বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF

ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।

9. নবান্ন অভিযান ঠেকাতে রাসায়নিক জল ব্যবহারের অভিযোগ, শাহকে চিঠি লকেটের

BJP-র নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা ও হাওড়া । সেইদিন BJP কর্মীদের উপর জলকামানে বেগুনি রঙের জল স্প্রে করা হয়েছিল । ওই জলে রাসায়নিক ছিল বলে অভিযোগ জানিয়ে অমিত শাহকে চিঠি দিলেন লকেট ।

10. ওয়াইড বল নিয়ে রিভিউ নেওয়ার ক্ষমতা থাকা দরকার অধিনায়কের : কোহলি

বুধবার ইনস্টাগ্রাম চ্যাটে লোকেশ রাহুলকে কোহলি বলেন, ‘‘অধিনায়ক হিসেবে আমি চাইব আমার কাছে ওয়াইড বল নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত রিভিউ করার ক্ষমতা থাকুক ৷ এছাড়া কোমরের উপর ফুল টস বলের জন্যও রিভিউ থাকা দরকার ৷"

1. স্থিতিশীল সৌমিত্র, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

হেমোডাইন্যামিক্যালি স্থিতিশীল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ মেডিকেল বিজ্ঞপ্তিতে একথা জানান হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

2. রাজনীতিতে অনীহা ? শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন

"রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ?" বেলা প্রায় 12টা নাগাদ পোস্টটি করা হয় শুভ্রাংশু রায়ের ফেসবুক থেকে ।

3. অন্য উৎসবেও কি অনুদান দেওয়া হয় ? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিকে টাকা দিয়েছে মাস্ক-স্যানিটাইজ়ার কেনার জন্য।" বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তখন বলেন, "এটা তো সরকার নিজেই কিনে দিতে পারত । তাতে সরকারের খরচ কম হত।"

4. কালীঘাটে পিসির মন্দিরে বখরা পাঠাতে হয় অনেক পুলিশ অফিসারকে : সায়ন্তন বসু

কালীঘাটে নতুন মন্দির হয়েছে, সেটা পিসির মন্দির । সেখানে প্রসাদ দিয়ে আসতে হয় । বললেন BJP নেতা ৷

5. নজরে '21, এবার ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধনে প্রধানমন্ত্রী

22 অক্টোবর ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

6. লোকাল ট্রেন চালুর বিষয়ে চিঠি দিয়েছে রেল, জবাব দেয়নি রাজ্য; দাবি লকেটের

লোকাল ট্রেন চালুর দাবিতে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ । এই পরিস্থিতিতে রাজ্যে লোকাল ট্রেন চালু না হওয়ায় রাজ্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।

7. বিষমদ পান করে উজ্জৈনে মৃত 7

সকালে 5 যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয় । বেলা যত বাড়ে আরও অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন ।

8. বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF

ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।

9. নবান্ন অভিযান ঠেকাতে রাসায়নিক জল ব্যবহারের অভিযোগ, শাহকে চিঠি লকেটের

BJP-র নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা ও হাওড়া । সেইদিন BJP কর্মীদের উপর জলকামানে বেগুনি রঙের জল স্প্রে করা হয়েছিল । ওই জলে রাসায়নিক ছিল বলে অভিযোগ জানিয়ে অমিত শাহকে চিঠি দিলেন লকেট ।

10. ওয়াইড বল নিয়ে রিভিউ নেওয়ার ক্ষমতা থাকা দরকার অধিনায়কের : কোহলি

বুধবার ইনস্টাগ্রাম চ্যাটে লোকেশ রাহুলকে কোহলি বলেন, ‘‘অধিনায়ক হিসেবে আমি চাইব আমার কাছে ওয়াইড বল নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত রিভিউ করার ক্ষমতা থাকুক ৷ এছাড়া কোমরের উপর ফুল টস বলের জন্যও রিভিউ থাকা দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.