1.নেতাজির জন্মদিনকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
2.রাজ্যে উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে মহিলা ভোটার, প্রকাশিত হল খসড়া তালিকা
শুরু হয়ে গেল সামারি রিভিশনের কাজ। একইসঙ্গে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তবে 15 জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা ৷ খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷
3.ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে
জেরায় শুভজিৎ জানিয়েছে, বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে ।
কোচবিহারের তুফানগঞ্জে খুন BJP-র বুথ সম্পাদক ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷
5.বাংলার মানুষ "গুজরাত মডেল" চান না, BJP-কে কটাক্ষ সুখেন্দুশেখরের
রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বহিরাগতরা ৷ নাম না করে BJP-কে আক্রমণ তৃণমূলের ৷
6.BJP কর্মী খুনে গ্রেপ্তার মা ও দাদা, খারিজ রাজনৈতিক যোগের অভিযোগ
9 নভেম্বর দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর পঞ্চয়েত অফিসের সামনের ঝোপ থেকে BJP কর্মী স্বরূপের দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় রাজনৈতিক রং লেগে যায়, যখন BJP-র তরফে দাবি করা হয় তৃণমূলের গুন্ডারাই তাঁকে খুন করেছে ৷
7.হরিদেবপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার 2
অভিযোগ, দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালাত দুই প্রতিবেশী । অভিযুক্তদের মধ্যে একজন ট্যাক্সিচালক ।
8.ভারতের বিরুদ্ধে নেই রিচার্ডসন, পরিবর্ত হিসেবে অজ়ি দলে টাই
সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দেওয়ার জন্যই এই সিরিজ়ে খেলবেন না বলে জানিয়ে দেন রিচার্ডসন ৷ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷
9.তৃতীয়বার কঙ্গনা-রঙ্গোলিকে সমন মুম্বই পুলিশের
ফের নতুন করে সমন পাঠানো হল কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেলকে । 23 ও 24 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বান্দ্রা থানায় হাজিরা দিতে বলা হয়েছে ।
10."যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে আমি সব করেছি, তাঁরা ক্ষমা চান"
অনেকেই বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই সুশান্তের মৃত্যু নিয়ে শেখর সুমন সরব হয়েছিলেন । যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর বিন্দুমাত্রও মাথাব্যথা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন । আর তাই যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য তিনি এসব করেছেন তাঁদের এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি ।